টুকরো খবর
দোকানে হামলা সোনামুখীতে
পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের পরে উল্লাসের সময় দলেরই এক কর্মীর মিষ্টির দোকানে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। সোমবার বিকেলে বাঁকুড়ার সোনামুখী থানার পাথরমোড়া গ্রামের ঘটনা। দোকানের মালিক বলাই ঘোষ তৃণমূলের জেলা যুব সভাপতি সুরজিৎ মুখোপাধ্যায়ের অনুগামী হিসাবে পরিচিত। বাড়ি মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের নারায়ণসুন্দরী গ্রামে। বলাইবাবুর অভিযোগ, “ওই গ্রাম সংসদে আমাদের হারিয়ে সোনামুখীর বিধায়ক দীপালি সাহা গোষ্ঠীর প্রার্থী জিতে যায়। এ দিনও পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন বিধায়কের গোষ্ঠীর এক নেতা। সেই উল্লাসের সময় বিধায়কের অনুগামীরা বাড়ি ফেরার পথে আমার মিষ্টির দোকানে ভাঙচুর চালায়। ক্যাশ বাক্স ভেঙে নগদ কয়েক হাজার টাকাও নিয়ে পালায়। ঘটনাটি আমি পুলিশকে জানিয়েছি।” যদিও ঘটনার কথা অস্বীকার করে অভিযুক্তদের পক্ষে স্থানীয় তৃণমূল নেতা তরুণ পাত্র বলেন, “মিথ্যা অভিযোগ। ওই দোকান ভাঙচুরে আমাদের কেউ জড়িত নন।” দীপালিদেবীও বলেন, “আমাদের দলের লোকেরা এ সব করে না।” পুলিশ সঠিক তদন্ত করুক।” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বলাইবাবুকে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।

বজ্রাঘাতে মৃত্যু
বাজ পড়ে জেলায় দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে পুরুলিয়া সদর থানা এলাকার ভাটবাঁধ এলাকায় বজ্রাঘাতে মারা যান গোপী বাউরি (৩২)। স্থানীয় কাউন্সিলর বিভাস দাস জানান, পেশায় দিনমজুর ওই যুবক ভাটবাঁধেরই বাসিন্দা। এ দিন বিকেলে স্থানীয় একটি পুকুর থেকে তিনি স্নান করে বাড়ি ফিরছিলেন। তখনই বৃষ্টির মধ্যে বাজ পড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। এ দিনই বিকেলে পুরুলিয়া মফস্সল থানা এলাকার পিড়রগড়িয়া গ্রামে সমীর কালিন্দী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয় বাজ পড়ে। রোজই সে গ্রামের অনেকের গরু চরাতে মাঠে যায়। এ দিনও গরু চরিয়ে স্নান সেরে ফেরার পথে বাজ পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দিন জেলার সর্বত্রই ভারী থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে, বৃষ্টির দাপট বেশি ছিল পুরুলিয়া ও রঘুনাথপুর এলাকায়।

সুব্রত কাপ শুরু
জেলায় রবিবার থেকে শুরু হয়েছে ‘সুব্রত মুখার্জী কাপ আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা’। পুরুলিয়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক নুরউদ্দিন হালদার জানিয়েছেন, ছাত্রদের অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৭ বিভাগে জেলার মোট ৩৩টি বিদ্যালয় এবং ছাত্রীদের অনূর্ধ্ব ১৭ বিভাগে জেলার ৬টি বিদ্যালয় অংশ নিচ্ছে। রবিবার পুরুলিয়া জিলা স্কুল ময়দানে উদ্বোধনী খেলায় অংশ নেয় বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয় ও হুড়া বালিকা উচ্চ বিদ্যালয়। খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়। জেলার পাঁচটি মাঠে খেলাগুলি অনুষ্ঠিত হবে।

যুবক নিখোঁজ
সাত দিন কেটে গেলেও এক যুবকের হদিস মেলেনি। মানবাজার থানার বেলডি গ্রামের বছর বাইশের যুবক শঙ্কর মাহাতো ২৭ অগস্ট বাড়ি থেকে বেরিয়ে লাগোয়া পুঞ্চা থানার সরগড়া গ্রামে গিয়েছিলেন। এর পর থেকে তাঁর খোঁজ নেই। পরিবারের লোক নিখোঁজ ডায়েরি করেছেন থানায়। পুলিশ জানিয়েছে, নিখোঁজের খবর পাশাপাশি সব থানায় জানানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.