টুকরো খবর
চলন্ত ট্রেনেই প্রসব ক্যানিংয়ে
চলন্ত ট্রেনেই শিশুকন্যার জন্ম দিলেন প্রসূতি। রবিবার রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লোকালে ঘটনাটি ঘটে। প্রসূতির স্বামী রাজু শেখ জানান, তাঁদের বাড়ি বাসন্তীর শিমুলতলায়। এ দিন কলকাতার মেটিয়াবুরুজে বাপের বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে ফিরছিলেন তিনি। পার্ক সার্কাস স্টেশন থেকে ট্রেনে ওঠেন তাঁরা। গড়িয়া স্টেশন পেরোতেই তাঁর স্ত্রী নাজমা বিবির প্রসবযন্ত্রণা শুরু হয়। পিয়ালি স্টেশনের কাছে ট্রেনেই প্রসব হয়ে যায় তাঁর। সাধারণ কামরায় অন্যান্য যাত্রীরা সরে গিয়ে নাজমাকে জায়গা করে দেন। এগিয়ে আসেন দুই মহিলা। তাঁরাই কামরার ভিতর কাপড় দিয়ে ঘিরে দেন। এর পরে ট্রেন ক্যানিং প্ল্যাটফর্মে থামলে সেখানে মা ও শিশুকে নামিয়ে ক্যানিং হাসপাতালে পাঠানো হয় তাঁদের। সেখানেই মায়ের সঙ্গে শিশুকে বিচ্ছিন্ন করা হয়। পেশায় ভ্যানচালক রাজু শেখ বলেন, “শ্বশুরবাড়িতে কলকাতার চিকিৎসকেরা জানিয়েছিলেন, প্রসব হতে এখনও এক মাস দেরি আছে। তাই ওকে নিয়ে বাড়ি ফিরে আসছিলাম। ট্রেনের মধ্যে এমন হবে ভাবতে পারিনি। তবে অন্যান্য যাত্রীরা যে ভাবে সাহায্য করেছেন, ভাবা যায় না।” রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “শিশুটি ট্রেনে জন্মাল। ওর জীবন গতিময় হোক।” ক্যানিং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মা ও শিশু দু’জনেই সুস্থ রয়েছেন। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

গাইঘাটায় স্কুল-ক্লাবে সরঞ্জাম বিলি বিএসএফের
যে সব সীমান্তবর্তী এলাকায় তারা কাজ করেন, সেই সব এলাকার সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব কমাতে উদ্যোগী হল বিএসএফের ৪০ নম্বর ব্যাটালিয়ন। ‘সিভিক অ্যাকশন প্রোগ্রাম’ নামে ওই কর্মসূচির আওতায় শনিবার ঝাউডাঙা সম্মিলনী হাইস্কুল ময়দানে এক অনুষ্ঠানে বিএসএফ গাইঘাটার তেঁতুলবেড়িয়া ও জয়ন্তীপুরের মধ্যে ৩৬ কিলোমিটার সীমান্ত এলাকার আটটি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার সরঞ্জাম এবং কম্পিউটার দেওয়া হয়। ১০টি ক্লাবকে দেওয়া হয় ফুটবল, ক্যারম বোর্ড এবং টিভি সেট। ছিল নিখরচায় স্বাস্থ্য শিবিরও। ঝাউডাঙা প্রাথমিক স্কুল এবং পিপলি শিশু শিক্ষাকেন্দ্রে দু’টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তৈরির পরিকল্পনাও নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফের ৪০ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার দীনেশ মুর্মু জানান, এলাকার সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব কমাতেই ওই কর্মসূচি। এই উদ্যোগের প্রশংসা করে বনগাঁর মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য বলেন, “এর ফলে দরিদ্র স্কুলগুলি উপকৃত হবে।”

রোগী দেখানোর নামে লুঠ চিকিৎসকের বাড়িতে
রোগীর চিকিৎসা করতে হবে বলে চিকিৎসককে ঘুম থেকে তুলে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুঠপাঠ চালালো দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা নগদ কয়েক লক্ষ টাকা নিয়ে গিয়েছে বলে দাবি ওই চিকিৎসকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে রবিবার রাতে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কাকদ্বীপ শহর লাগোয়া একটি দোতলা বাড়ির বাসিন্দা শিশুচিকিৎসক পুলক শাসমল। তাঁর স্ত্রী ও সন্তান কলকাতায় থাকেন। কাকদ্বীপ বাজারে পুলকবাবুর একটি ওষুধের দোকান রয়েছে। রবিবার রাতে বাড়িতে তিনি এবং এক পরিচারিকা ছিলেন। পুলকবাবু জানান, রাত একটা নাগাদ কয়েক জন বাড়ির দরজার কাছে এসে তাঁকে ডাকাডাকি শুরু করে। বলে রোগী আছে। তা শুনে তিনি নীচে নেমে এসে দরজা খুলতেই দুষ্কৃতীরা তাঁর মাথায় রিভলভার ঠেকায়। তারপর আলমারির চাবি চেয়ে নিয়ে নগদ কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। যাবার আগে তাঁর হাত-পা-মুখ বেঁধে দিয়ে যায়। দুষ্কৃতীরা চলে যাওয়ার পরে কোনওরকমে বাঁধন খুলে তিনি প্রতিবেশীদের ও পুলিশকে খবর দেন। পুলিশকে তিনি জানান, দুষ্কৃতীরা দলে তিন-চারজন ছিল। ডাকাতির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ জানিয়েছে।

জোট করেই বোর্ড মথুরাপুরে
মোট আসন ছিল ৩০টি। তৃণমূল এবং সিপিএম দু’দলই পায় ১৪টি করে আসন। ২টি পায় কংগ্রেস। এই অবস্থায় কারা বোর্ড গঠন করবে তা নিয়ে ধন্দ দেখা দেয়। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-১ পঞ্চায়েত সমিতির। তবে শেষ পর্যন্ত তৃণমূল এবং কংগ্রেস পরস্পরের সঙ্গে হাত মেলানোয় বোর্ড গঠন করে ওই দু’দলের জোট। সভাপতি নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের অমিয় গায়েন। সহকারী সভাপতি হয়েছেন কংগ্রেসের সওকত আলি গাজি। তৃণমূলের সঙ্গে জোট বাঁধা প্রসঙ্গে মথুরাপুর-১ ব্লক কংগ্রেসের সভাপতি সুদর্শন মজুমদার বলেন, “জেলা কংগ্রেস নেতৃত্বকে জানিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।” অন্যদিকে মন্দিরবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন তৃণমূলের ঝুমা মণ্ডল।

পরিচালন কমিটিতে জিতল বামেরা
মাদ্রাসার পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতল প্রগতিশীল বাম জোট। রবিবার বসিরহাটের কোড়াপাড়া কাদেরিয়া হাই মাদ্রাসার অভিভাবক পরিচালন কমিটির নির্বাচনে বিরোধীদের ১-৫ ব্যবধানে পরাজিত করেন তাঁরা। এই নির্বাচনকে কেন্দ্র করে এ দিন দু’পক্ষের মধ্যে বচসা হয়। তাতে এক জন আহত হয়েছেন। তাঁকে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ট্রেকার উল্টে মৃত্যু চালকের
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি একটি ট্রেকার রাস্তার পাশে উল্টে যাওয়ায় মৃত্যু হল চালকের। জখম হয়েছেন দু’জন। তাঁদের স্থানীয় বাণেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবারে শিরাকোল-উস্থি রোডে পেট্রোল পাম্প বাস মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম হাফিজ মোল্লা (৩৫)। তিনি স্থানীয় বাসিন্দা। পুলিশ গাড়িটি আটক করেছে।

মিলল কার্তুজ
সোনারপুরের অপহরণ ও অস্ত্র কারখানা কাণ্ডে নাইন এমএম কার্তুজ ও একটি গাড়ি উদ্ধার করল পুলিশ। সোমবার, রেনিয়া থেকে। রামকুমার ঝা নামে সোনারপুর থানা এলাকার বাসিন্দা এক গাড়ি ব্যবসায়ী অপহরণের তদন্তে নেমে পুলিশ চার দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতেরা রেনিয়া এলাকায় একটি অস্ত্র কারখানাও চালাত। বৃহস্পতিবার ওই কারখানা থেকে নাইন এমএম পিস্তল, ওয়ান শটার, পাইপগান-সহ কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.