টুকরো খবর
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে পূর্বে প্রতিনিধিদল
কাঁসাই নদীর বাঁধ ভেঙে বন্যার কবলে পড়া পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও তমলুক ব্লক পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, কৃষি দফতরের উচ্চপদস্থ আধিকারিক-সহ এক প্রতিনিধিদল। সোমবার ওই প্রতিনিধিদল প্রথমে পাঁশকুড়া পুরসভার রানিহাটিতে যান, যেখানে কাঁসাই নদীর বাঁধ ভেঙে বন্যা হয়েছে। এরপর পাঁশকুড়ার পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতে প্লাবিত এলাকা ঘুরে দেখেন ও দুর্গত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তমলুক ব্লকের প্লাবিত এলাকায় যান প্রতিনিধিরা। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ধান, পান, ফুল, মাছ চাষ-সহ বিভিন্ন ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন তাঁরা। এলাকা পরিদর্শনের পর জেলাশাসক অন্তরা আচার্য ও সাংসদ শুভেন্দু অধিকারীর সঙ্গে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের সাহায্যের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “বন্যার কবলে পড়ে পাঁশকুড়া ও তমলুক ব্লকের একটি বড় অংশের বাসিন্দারা এখনও কষ্টের মধ্যে রয়েছেন। ১৫৩টি ত্রাণ শিবির চালানো হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীকে বলব। পূর্ব মেদিনীপুরের কৃষি দফতরের উপ-অধিকর্তা প্রণবেশ বেরা বলেন, “বন্যা কবলিত এলাকার কৃষিতে ক্ষয়ক্ষতির হিসেব করা হচ্ছে। এ বিষয়ে কয়েকদিনের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে।”

এটিএমে ঢুকে লুঠ
এটিএম কাউন্টারে ঢুকে এক গ্রাহকের মাথায় রিভলভার ঠেকিয়ে টাকা নিয়ে চম্পট দিল তিন দুষ্কৃতী। সোমবার ভোর পাঁচটা নাগাদ হলদিয়া টাউনশিপের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারে ঘটনাটি ঘটে। টাউনশিপেরই দাসেরচক এলাকার বাসিন্দা স্বপন মাইতি ওই ঘটনায় টাউনশিপ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্রজনাথচক লাকায় স্বপনবাবুর একটি দোকান আছে। তিনি জানান, তাঁর মেয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এ দিন ভোরে হলদিয়া স্টেশন থেকে তাঁর মেয়ের মেদিনীপুর যাওয়ার কথা ছিল। তার আগে মেয়ের জন্য তিনি ওই কাউন্টার থেকে ৩হাজার টাকা তোলেন। সেই সময় মুখে রুমাল বাঁধা দুই দুষ্কৃতী কাউন্টারে ঢুকে মাথায় রিভলভার ঠেকিয়ে টাকা কেড়ে নেয়। পরে আমার হাত থেকে এটিএম কার্ড কেড়ে নিয়ে তাঁরা আরও ৩হাজার টাকা তুলে চম্পট দেয়। স্বপনবাবুর অভিযোগ, ঘটনার পর পুলিশ আমার অভিযোগ নিতে না চাইলে আমি হলদিয়া পুরসভার বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডলের শরণাপন্ন হই। পরে তাঁর হস্তক্ষেপে পুলিশ অভিযোগ নেয়। দেবপ্রসাদবাবু বলেন, “ঘটনাটি ঘটেছে ঠিকই। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ এটিএমে নিরাপত্তারক্ষীর ব্যবস্থা রাখেনি কেন, সেটাই প্রশ্ন।” হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।”

বিদ্যুত্‌ দফতরে বিক্ষোভ-মার
যান্ত্রিক ভাবে খারাপ হয়ে যাওয়া একটি ট্রান্সফর্মার বদলের দাবি জানাতে এসে বিদ্যুত্‌ দফতরের আধিকারিক ও কর্মীদের মারধর করল একদল গ্রামবাসী। সোমবার এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বিদ্যুত্‌ দফতরের স্টেশন ম্যানেজারের অফিসে।পাঁশকুড়া পুরাতন বাজারের ওই অফিসে এ দিন সকাল ১১টা নাগাদ পূর্ব পীতপুর গ্রামের একটি ধানকলের মালিক অমিত করের নেতৃত্বে একদল স্থানীয় বাসিন্দা আসেন। ওই গ্রামের একটি ট্রান্সফর্মার কয়েকদিন আগে বিকল হয়েছিল। তাই নিয়ে কথা বলার সময় বিদ্যুত্‌ দফতরের কর্মী-আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। উত্তেজিত লোকজন দফতরের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মৃগাঙ্ক মান্না ও আর এক আধিকারিক সঞ্জয় সাহাকে মারধর করেন, কয়েকজন কর্মীকে ধাক্কাধাকি করেন ও হুমকি দেন। পাঁশকুড়া বিদ্যুত্‌ দফতরের স্টেশন ম্যানেজার মিনাজ সর্দার বলেন, “পূর্ব পীতপুর গ্রামে বিদ্যুত্‌ লাইনে একটি ট্রান্সফর্মার আংশিক বিকল হয়েছে। এর ফলে ওই গ্রামের সাধারণ বিদ্যুত্‌ গ্রাহকদের বাড়িতে আলো জ্বললেও তিন জন গ্রাহকের ধানকল অচল হয়ে গিয়েছে। আমরা ওই বিকল ট্রান্সফর্মার বদলের জন্য আগেই উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি। এদিন এক ধানকল মালিকের নেতৃত্বে কিছু লোক এসে আচমকাই হামলা চালায়। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।”

গম পাচারের অভিযোগ
গ্রাহকদের বিলি না করে বরাদ্দকৃত চাল ও গম বেশি দামে খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠল এক রেশন ডিলারের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় চন্দ্রকোনার ঘনরামপুর এলাকায় রেশনের গুদাম থেকে গাড়ি করে গমের বস্তা পাচারের সময় স্থানীয় বাসিন্দারা গাড়িটি ঘিরে ফেলে। বিষয়টি জানাজানি হতেই এলাকার শতাধিক লোক সেখানে জড়ো হয়। অবস্থা বেগতিক বুঝে অভিযুক্ত রেশন ডিলার সুভাষ ভুঁইয়া বেপাত্তা হয়ে যান। চম্পট দেয় গাড়ির চালকও। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪৮ বস্তা গম সহ গাড়িটি বাজেয়াপ্ত করে। এ দিন রাতেই চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হীরালালা ঘোষের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা করে। অভিযুক্ত ডিলারের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

বধূর দেহ উদ্ধার
এক বধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এগরার কেয়াগ্রামে। মৃতের নাম সন্ধ্যা গিরি (৪০)। সোমবার স্থানীয় পানাপুকুর থেকে তাঁর দেহটি উদ্ধার হয়। মৃতার স্বামী কিশোরীমোহন গিরি থানায় স্থানীয় দুর্গাপদ দাস-সহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। তবে, মূল অভিযুক্ত দুর্গাপদ পলাতক। জেড়থান অঞ্চলের তৃণমূল নেতা ফিরোজ খান জানান, অভিযুক্তেরা সিপিএমের কর্মী-সমর্থক বলে পরিচিত এলাকায়। সিপিএমের জেলা নেতা সুব্রত পণ্ডা অবশ্য ঘটনাটি নিন্দনীয় আখ্যা দিয়ে বলেন, “দল এই ধরনের কাজ সমর্থন করে না। দোষ করলে দোষীদের শাস্তি পেতে হবে।”

তৃণমূলের জয়
সিপিএম মনোনয়ন জমা না দিতে পারায় স্কুল পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল তৃণমূল। হলদিয়ার গেঁওয়াডাব পঞ্চানন স্মৃতি মিলন বিদ্যাভবনে সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বরাবরই ওই পরিচালন সমিতির আসন বামেদের দখলে থাকলেও এবার অভিভাবক প্রতিনিধির ৬টি আসনে জিতল তৃণমূল। সিপিএমের হলদিয়া জোনাল কমিটির সম্পাদক সুদর্শন মান্নার অভিযোগ, “সিপিএম প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে মারধর করা হয়।” অভিযোগ অস্বীকার করে হলদিয়ার তৃণমূল নেতা মিলন মণ্ডল বলেন, “প্রার্থী না পেয়ে ভিত্তিহীন অভিযোগ করছে সিপিএম।”

পর্যটকের মৃত্যু
দিঘার সমুদ্রে স্নান করতে নেমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক পযর্টক। পুলিশ জানিয়েছে, মৃত পযর্টকের নাম বাবলু সেন (৫৬)। বাড়ি নদিয়া জেলার শান্তিপুর থানা এলাকায়। গত শনিবার স্ত্রীকে নিয়ে দিঘায় বেড়াতে এসেছিলেন বাবলু সেন। রবিবার দুপুরে সমুদ্রে স্নান করতে নেমে আচমকা বুকে ব্যাথা অনুভব করেন বাবলুবাবু। তাঁকে সঙ্গে-সঙ্গে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে হাসপাতালেই মারা যান তিনি। পুলিশ মৃতদেহ ময়না-তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাজ পড়ে মৃত্যু
বজ্রাঘাতে মৃত্যু হল দুই ব্যাক্তির। মৃতদের নাম খোকন চন্দ্র দাস (৪৯) ও লক্ষীকান্ত খামরুই (৫১)। খোকনবাবুর বাড়ি ঘাটাল থানার শ্রীরামপুরে। লক্ষ্মীকান্তবাবু ওই থানারই ঘোলসাইয়ের বাসিন্দা। সোমবার দুপুরে ঝড়বৃষ্টিতে শ্রীরামপুরে খোকনবাবু ও ঘোলসাইয়ে লক্ষ্মীকান্তবাবু মাঠে কাজ করছিলেন। সেই সময় বাজ পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এ দিনই ভগবানপুর থানা এলাকার দুর্বাচাকড়ি গ্রামে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। গুরুপদ মল্লিক (৬৫) নামে ওই ব্যক্তি বাড়ি থেকে স্থানীয় সমবায় সমিতিতে যাচ্ছিলেন। পথে বাজ পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আলোচনাসভা
মাস্টার প্ল্যান রূপায়ণ কমিটির উদ্যোগে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে একটি গণ-কনভেনশন অনুষ্ঠিত হল। রবিবার ওই অনুষ্ঠানে দুই জেলার বিভিন্ন ব্লকের বন্যা কবলিত এলাকার প্রায় তিনশো লোক উপস্থিত ছিলেন। কনভেনশনে সংশোধিত ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত মঞ্জুর করা হলে তার উপকারিতা নিয়ে আলোচনা হয়।

ঘোষণাই সার
ছবি: সৌমেশ্বর মণ্ডল।
২০০৮ সালের জানুয়ারিতে পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল রাজবাড়িকে ‘হেরিটেজ’ ঘোষণা করে রাজ্য হেরিটেজ কমিশন। প্রথম দফায় টাকা বরাদ্দ করে জেলা পরিষদের মাধ্যমে সংস্কার শুরু হয় ২০১০ সাল থেকে। তবে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি। ফলে, নতুন করে টাকাও বরাদ্দ হয়নি। এ দিকে, সংস্কারের জন্য বেশি টাকা দাবি করেছে জেলা পরিষদ। তবে এই মর্মে কমিশনকে তারা চিঠি দেয়নি। এ সবের মধ্যেই ২০১১ সাল থেকে সংস্কারকাজ বন্ধ। সংরক্ষণের অভাবে ভেঙে পড়েছে রাজবাড়ি চত্বরে দুর্গাপুজোর আটচালা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.