|
|
|
|
জামবনিতে রোজ ভ্যালী এজেন্টের ঝুলন্ত দেহ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
রোজ ভ্যালীর এক এজেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার হল রবিবার রাতে। জামবনির পড়িহাটি গ্রামের ঘটনা। মৃতের নাম প্রশান্ত আচার্য (৩৭)। তিনি রোজ ভ্যালী ঝাড়গ্রাম শাখার এজেন্ট ছিলেন। রবিবার রাতে পড়িহাটি গ্রামের ব্রাহ্মণ পাড়ায় বাড়ির লাগোয়া গোয়াল ঘরে প্রশান্তবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান পরিজনেরা। খবর পেয়ে রাতেই দেহটি উদ্ধার করে জামবনি থানার পুলিশ। প্রশান্তবাবুর মৃত্যুর পিছনে পেশাগত কোনও কারণ নেই বলেই দাবি করেছেন তাঁর পরিজন ও এলাকাবাসী। পুলিশের অনুমান, ব্যক্তিগত কোনও কারণে আত্মহত্যা করেছেন প্রশান্তবাবু। এলাকায় আমুদে হিসেবেই পরিচিত ছিলেন তিনি। হাস্যকৌতুক অভিনেতা হিসেবেও এলাকায় জনপ্রিয় ছিলেন প্রশান্তবাবু।
পরিবার সূত্রে জানা দিয়েছে, কাজ সেরে রবিবার রাত ৯টা নাগাদ বাড়ি ফেরেন তিনি। এরপর অন্যান্য দিনের মতো পাড়ায় আড্ডা মারতে বেরোন প্রশান্তবাবু। রাতের খাওয়া দাওয়ার সময় তিনি বাড়ি না ফেরায় খোঁজাখঁুজি শুরু করেন পরিজনেরা। প্রশান্তবাবুর মোবাইল ফোন বেজে যাওয়ায় চিন্তায় পড়েন বাড়ির লোকেরা। রাত সাড়ে দশটা নাগাদ গোয়াল ঘরের কড়িকাঠে প্রশান্তবাবুকে গলায় দড়ির ফাঁসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। সাত মাস আগে (গত ফেব্রুয়ারি) বিয়ে করেছিলেন প্রশান্তবাবু। স্ত্রীকে নিয়ে যৌথ পরিবারেই থাকতেন তিনি। রোজ ভ্যালীর ঝাড়গ্রাম শাখার ম্যানেজার গোপীরঞ্জন দত্ত বলেন, “এজেন্ট হিসেবে প্রশান্তবাবুর সুনাম ছিল। সোমবার বেশ কিছু আমানতকারীর মেয়াদ উত্তীর্ণ আমানতের টাকা নিতে আসার কথা ছিল তাঁর। পারিবারিক কারণেই প্রশান্তবাবু আত্মহত্যা করেছেন বলে শুনেছি।” |
|
|
|
|
|