|
|
|
|
পশ্চিমে সভাধিপতি নির্বাচনের দিনই তৃণমূলের সমাবেশ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আগামী ১০ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি নির্বাচনের জন্য দিন ধার্য হয়েছে। ওই দিনই মেদিনীপুরে সমাবেশ করবে তৃণমূল। সমাবেশ হবে কলেজ মাঠে। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়।
সমাবেশের প্রস্তুতি হিসেবে আজ, মঙ্গলবার বৈঠকে বসছে তৃণমূল। দলের সব গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি থেকে জেলা কোর কমিটির সদস্য, জেলা পরিষদ সদস্য, সকলকেই বৈঠকে ডাকা হয়েছে। বৈঠক হবে শহরের বিদ্যাসাগর হলে। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “মঙ্গলবার দলের একটি বৈঠক রয়েছে। বৈঠকে আগামী কর্মসূচি নিয়ে আলোচনা হবে। অঞ্চল, ব্লক, জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন।”
গত ১৯ অগস্ট জেলার গ্রাম পঞ্চায়েতগুলোয় প্রধান, উপপ্রধান নির্বাচন হয়। গত শুক্রবার ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি নির্বাচন। আগামী ১০ সেপ্টেম্বর জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি নির্বাচন হবে। জেলা পরিষদের সভাধিপতি হিসেবে ইতিমধ্যে উত্তরা সিংহের নাম ঘোষণা করেছে তৃণমূল। গত সপ্তাহে কলকাতার টাউন হলে জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের নিয়ে এক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সভাধিপতি, সহ-সভাধিপতির নাম চূড়ান্ত করেন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির পদটি মহিলা সংরক্ষিত। উত্তরাদেবী মহিলা তৃণমূলের জেলা সভানেত্রীর পদে রয়েছেন। সহ-সভাধিপতি হিসেবে সমায় মাণ্ডির নাম ঘোষণা করা হয়। সমায়বাবু জঙ্গলমহল এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদের দলনেতা হচ্ছেন নির্মল ঘোষ।
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। ৬৭টি আসনের মধ্যে ৬৪টিই এসেছে শাসকদলের দখলে। সভাধিপতি, সহ-সভাধিপতি নির্বাচনের দিন মেদিনীপুরে সমাবেশ করতে চেয়ে দলের রাজ্য নেতৃত্বের কাছে আবেদন করেছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। রাজ্য নেতৃত্ব আবেদন সাড়া দিয়েছেন। দলের জেলা নেতৃত্বের দাবি, ১০ সেপ্টেম্বর মেদিনীপুরে লক্ষাধিক মানুষের সমাবেশ হবে। |
|
|
|
|
|