|
|
|
|
বিদ্যাসাগর শিল্পতালুক |
পরিকাঠামো উন্নয়নে ১৫ দিন অন্তর পর্যালোচনা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর শিল্পতালুকের অগ্রগতি ও সমস্যা খতিয়ে দেখতে বৈঠক হল সোমবার। মেদিনীপুর সার্কিট হাউসে এই বৈঠকে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের ডেপুটি ডিরেক্টর এস পি যাদব, জেলাশাসক গুলাম আলি আনসারি, সংশ্লিষ্ট এলাকার বিডিও ছাড়াও প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জেলাশাসক বলেন, “শিল্পতালুকের সার্বিক উন্নয়ন ঘটানো ছাড়াও কোথাও কোনও সমস্যা রয়েছে কিনা খতিয়ে দেখতেই বৈঠক। শিল্পতালুকের দ্রুত উন্নয়নে ১৫ দিন অন্তর পর্যালোচনা করা হবে।” |
|
এই এলাকাতেই হবে শিল্প।—ফাইল চিত্র। |
এ দিনও শিল্পতালুকের বেশ কয়েকটি সমস্যার কথা উঠে এসেছে। এখনও বিদ্যুতের ট্রান্সফরমার তৈরি যায়নি। অথচ, অনেক আগেই ২২০ কেভি ট্রান্সফরমার বসনোর কথা ছিল। বিদ্যুত্ দফতর সূত্রে জানা গিয়েছে, একবার ট্রান্সফরমার বসানোর চেষ্টাও হয়েছিল। ঠিকাদার সংস্থা কাজ শুরুর পর স্থানীয় মানুষের বাধায় তা আটকে যায়। এ ছাড়াও শিল্পতালুকের জল বাইরে বের করার জন্য নিকাশিনালা কাটার পরিকল্পনা ছিল। সেই কাজ শুরু হলেও শেষ হয়নি। অসমাপ্ত কাজ দ্রুত সারা ও ৬ নম্বর জাতীয় সড়কের সঙ্গে শিল্পতালুকের সংযোগকারী রাস্তাটি সম্প্রসারণে জোর দেওয়া হয়েছে।
এর বাইরেও কিছু সমস্যা রয়েছে। এই শিল্পতালুকে বিভিন্ন উদ্যোগপতি জমি নিলেও মিউটেশনের কাজ সম্পূর্ণ হয়নি। নাম পরিবর্তন না হলে জমির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এরকম জমির পরিমাণ প্রায় আড়াইশো একর। বৈঠকে এই প্রক্রিয়াটিও দ্রুত সম্পূর্ণ করতে বলা হয়েছে। এখনও কিছু জমির মালিক দাম পাননি বলে অভিযোগ। তাঁদের দ্রুত দাম মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ দিন। প্রশাসন সূত্রে খবর, যাঁদের থেকে জমি নেওয়া হয়েছিল, সেখানে কোথাও শরিকি সমস্যা, কোথাও বা জমির মালিক বাইরে থাকেন। জমির মালিক ও বর্গাদার সংক্রান্ত কিছু সমস্যাও রয়েছে। সব দিক খতিয়ে দ্রুত কাজ শেষে পদক্ষেপ করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। খড়্গপুর শহরের চৌরঙ্গি এলাকায় এই শিল্পতালুক গড়ার পরিকল্পনা নিয়েছিল বামফ্রন্ট সরকার। প্রায় সাড়ে এগারোশো একর জমি অধিগ্রহণ করে তুলে দেওয়া হয়েছিল রাজ্য শিল্পোন্নয়ন নিগমের হাতে। তাঁদেরই উপযোগী পরিকাঠামো তৈরি করে উদ্যোগপতিদের হাতে জমি তুলে দেওয়ার কথা। ইতিমধ্যেই বেশ কয়েকজন জমি নিয়েছেন। তবে পরিকাঠামো উন্নয়নের কাজ অনেকটাই বাকি। এ বার সেই কাজ সারতে উদ্যোগী হল প্রশাসন। |
|
|
|
|
|