খড়্গপুরে আজ পূর্ণাঙ্গ বোর্ড গঠন
জ, মঙ্গলবার খড়্গপুর পুরসভার পূর্ণাঙ্গ বোর্ড গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। বেলা ১২টায় পাঁচ জন পুর-পারিষদকে শপথবাক্য পাঠ করাবেন কংগ্রেস পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে। পুরপ্রধান পারিষদ (সিআইসি) হিসেবে কোন কাউন্সিলর কোন দফতরের দায়িত্ব পাচ্ছেন, তা মোটামুটি চূড়ান্ত হয়েছে। কংগ্রেস সূত্রে খবর, পূর্ত দফতরের দায়িত্ব পাচ্ছেন সনাতন যাদব, স্বাস্থ্যের রিতা শর্মা, ট্যাক্সের কল্যাণী ঘোষ, জল দফতরের দায়িত্ব পাচ্ছেন ভেঙ্কট রামন এবং আলোর (পথবাতি) বি মুরালি ধর রাও। এছাড়া, আরও তিনটি পৃথক দফতরের দায়িত্ব পাচ্ছেন যথাক্রমে তপনকুমার বসু, পারমিতা ঘোষ এবং অমর চট্টোপাধ্যায়। অমরবাবুর হাতে যাচ্ছে সাক্ষরতা কর্মসূচির দায়িত্ব। পারমিতাদেবী পাচ্ছেন স্বর্ণজয়ন্তী স্বরোজকার যোজনা প্রকল্পের দায়িত্ব। যদিও সোমবার এ নিয়ে কিছু বলতে চাননি পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে থেকে শহর কংগ্রেস সভাপতি অমল দাস, কেউই। অমলবাবু শুধু বলেন, “পুর-পারিষদ কারা হবে তা ঠিক হয়ে গিয়েছে। দলের সর্বসম্মতিক্রমে পুরপ্রধানই তা ঠিক করেছেন।”
তিন বছর আগে নির্বাচনে জিতে খড়্গপুর পুরবোর্ড দখল করে তৃণমূল। তবে গত ৫ অগস্ট অনাস্থা ভোটে ১৬-১৪ ব্যবধানে হেরে ক্ষমতাচ্যুত হয় তৃণমূল। পুরসভা দখল করে এক সময়ের জোটসঙ্গী কংগ্রেস। এক নির্দল ও এক বিজেপি কাউন্সিলরকে নিয়েই কংগ্রেস বাজিমাত করে। ভোটাভুটিতে যোগ দেননি ৪ জন বাম কাউন্সিলর। নতুন পুরপ্রধান নির্বাচিত হন কংগ্রেসের রবিশঙ্কর পাণ্ডে। গত ১৩ অগস্ট উপ-পুরপ্রধান হিসেবে শপথ নেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন মণ্ডল। তবে রেলশহরে পূর্ণাঙ্গ পুরবোডর্র্ গঠন করা সম্ভব হয়নি। পুরপ্রধান পারিষদের পদগুলোয় কারা বসবেন, তা নিয়েও ধোঁয়াশা ছিল। গত সপ্তাহেই এ নিয়ে কংগ্রেস শিবিরে তত্‌পরতা শুরু হয়। পুরকর, পূর্ত, জল, জঞ্জাল, লাইসেন্স ও আলো এই ছ’টি বিষয়ে পুর-পারিষদ বাছাইয়ের ভার দেওয়া হয় পুরপ্রধানকে। রবিশঙ্করবাবু আগে একটানা ১৫ বছর পুরপ্রধান ছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.