টুকরো খবর |
লোকসান, বিক্ষোভ মিনিট্রাক চালকদের
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বাইরের গাড়ি এসে পণ্য খালাস করে অল্প ভাড়ায় তিনগুণ পণ্য বোঝাই করায় লোকসান হচ্ছে স্থানীয় মিনিট্রাক চালকদের। প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিল আইএনটিটিইউসি পরিচালিত ‘মিনিট্রাক ওনার্স অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন’। সোমবার খড়্গপুর টাউন থানার আইসি ও মহকুমার অতিরিক্ত পরিবহণ আধিকারিকের কাছে সংগঠনের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের দাবি, খড়্গপুরের গোলবাজার, খরিদা-সহ বিভিন্ন বাজার এলাকায় পণ্য পরিবহণ করে শহরের প্রায় দুশো মিনিট্রাক, পিক-আপ ভ্যান। ঝাড়গ্রাম, পাঁশকুড়া-সহ অন্য এলাকা থেকে আসা কিছু মিনিট্রাকও এই কাজ করে। ইদানীং ওই গাড়িগুলিতে কম ভাড়ায় ফের তিনগুণ বেশি মাল বোঝাই হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদে কিছু দিন আগে স্থানীয় মিনিট্রাক মালিক ও চালকেরা পথ অবরোধ করেন। সমস্যা সমাধানে গত ১৯ অগস্ট পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। সমস্যা সমাধানের আশ্বাস পেলেও পরিস্থিতি না বদলানোয় এ দিন সংগঠনের তরফে বিক্ষোভ-স্মারকলিপি পেশ কর্মসূচি নেওয়া হয়। এ দিন মিনিট্রাক নিয়ে র্যালি করে বিক্ষোভ দেখানো হয়। এরপর খড়্গপুর টাউন থানার আইসি অরুণাভ দাস ও মহকুমা অতিরিক্ত পরিবহণ আধিকারিক সৌমিত্র বিশ্বাসের কাছে স্মারকলিপিটি দেওয়া হয়। সংগঠনের সভাপতি দেবাশিস চৌধুরী বলেন, “এটা স্থানীয় মিনিট্রাক মালিক ও চালকদের রুটিরুজির বিষয়। কম ভাড়ার সুযোগ নিয়ে বাইরের গাড়ি ব্যবহার আমরা মানব না। প্রয়োজনে লাগাতার আন্দোলনে যাব।” সৌমিত্রবাবুর বক্তব্য, “ভাড়ার ক্ষেত্রে আমার কিছু করার নেই। তবে অতিরিক্ত পণ্য বহনের বিষয়টি আমরা দেখতে পারি। তবে নতুন অফিস হওয়ায় আমাদের সেই পরিকাঠামো নেই। তা ছাড়া, ওঁরা আগের বৈঠকে একমাস সময় নিয়েছিলেন। তা এখনও পেরোয়নি।”
|
স্কুলভোটে জয়ী বামেরা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
গত বিধানসভা নির্বাচন থেকে সাম্প্রতিক পঞ্চায়েত ভোট বামেদের ভরাডুবি চলছে। এরই মধ্যে খড়্গপুরের একটি স্কুল নির্বাচনে জয়ী হল বামেরা। রবিবার খড়্গপুর ট্রাফিক হাইস্কুলের পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। গত প্রায় এক দশক এই স্কুলে নির্বাচন হয়নি। শিক্ষকরাই অভিভাবক প্রতিনিধি বাছাই করতেন। তবে এ বছর বাম-তৃণমূল দু’পক্ষই নির্বাচনের দাবি তোলে। সেই মতো নির্বাচন হয়।
রবিবার সকাল থেকেই নির্বাচন ঘিরে উত্তেজনা ছিল। ছিল পুলিশি পাহারা। মোট ১২৫২ জন ভোটারের সিংহভাগই মুসলিম অধ্যুষিত পাঁচবেড়িয়ার বাসিন্দা। দিনের শেষে ভোট পড়ে ৭৭৪টি। রাতে গণনার পর দেখা যায়, ৬টি আসনের মধ্যে ৪টিতে জিতেছেন বাম সমর্থিত প্রার্থীরা। বাকি দুটি আসন পেয়েছেন তৃনমূল সমর্থিতরা। খড়্গপুরের সিপিএমের জোনাল সম্পাদক মনোজ ধর বলেন, “এই জয় আমাদের কাছে আশাব্যঞ্জক। আসলে স্কুলগুলির উন্নয়নে তৃণমূলের কোনও ভূমিকা না থাকায় মানুষ সচেতন ভাবে ওদের প্রত্যাখ্যান করেছে।” তৃণমূলের শহর সভাপতি দেবাশিস চৌধুরীর অবশ্য ব্যাখ্যা, “ওই স্কুলের নির্বাচনে আমরা প্রচারের সুযোগ পাইনি। তা সত্ত্বেও পুরসভায় বামেদের দখলে থাকা পাঁচবেড়িয়ার দু’টি ওয়ার্ড থেকে আমাদের দু’জন প্রতিনিধি জিতেছেন।”
|
জেলাশাসকের দ্বারস্থ কৃষকেরা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
জেলাশাসকের কাছে স্মারকলিপি সারা ভারত কৃষক সভার।—নিজস্ব চিত্র। |
বার্ধক্যে পৌঁছনোর পর কৃষকদের ৩ হাজার টাকা করে পেনশন, সকলের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা, জমি অধিগ্রহণের ক্ষেত্রে বর্গাদার-খেতমজুরদেরও ক্ষতিপূরণ দেওয়া-সহ নানা দাবিতে সোমবার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল সিপিআইয়ের কৃষক সংগঠন সারা ভারত কৃষকসভার পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। দিনটিকে ‘দাবি দিবস’ হিসেবেই পালন করা হয়। নেতৃত্বে ছিলেন দাঁতনের বিধায়ক অরুণ মহাপাত্র, সংগঠনের জেলা সম্পাদক বিমল ভট্টাচার্য, জেলা সভাপতি অশোক সেন। পরে জেলাশাসকের দফতরে স্মারকলিপি দেওয়া হয়। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও সরব হন নেতৃত্ব।
|
বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার। সোমবার ঘটনাটি ঘটেছে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বলরামপুরের পাইকপাড়া গ্রামে। মৃতের নাম তরুলতা পাল (৪২)। এ দিন সকাল থেকেই বৃষ্টি নেমেছিল। বেলা বাড়ার পরে বৃষ্টি কিছুটা কমায় বাড়ির কাছেই চাষজমিতে সার দিতে গিয়েছিলেন ওই মহিলা। তখনই বাজ পড়ে মারা যান তরুলতাদেবী।
|
রাষ্ট্রপতির উপহার |
|
ছবি: কিংশুক আইচ। |
আগামী ১৫ সেপ্টেম্বর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হবে বিদ্যাসাগরের জীবনের নানা ঘটনা সম্বলিত পিংলার নয়াগ্রামের এই পট। সোমবার শিল্পী গুণধর চিত্রকরের হাতে উপহারের সেই পট। |
|