জটিলতা কমিয়ে শ্রমিকদের হাতে ১০০ দিনের প্রকল্পের মজুরি আরও দ্রুত পৌঁছে দিতে নতুন ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্র। নতুন ব্যবস্থায় রাজ্যের তহবিল থেকে সরাসরি মজুরির টাকা ঢুকবে শ্রমিকের অ্যাকাউন্টে। পুরো ব্যবস্থাটিই নিয়ন্ত্রিত হবে ‘কোর ব্যাঙ্কিং সার্ভিস’ (সিবিএস) থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে।
এখন বিভিন্ন ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক, সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং ডাকঘরের মাধ্যমে মজুরি দেওয়া হয়। কোন শ্রমিকের কত টাকা প্রাপ্যতার বিশদ তথ্য গ্রাম পঞ্চায়েত পাঠায় এই সব আর্থিক প্রতিষ্ঠানে। কিন্তু অনেক সময়েই দেখা যায়, পঞ্চায়েতগুলি কাজ শেষ করলেও তাদের অ্যাকাউন্টে টাকা নেই। কেন্দ্র থেকে ব্লক পর্যন্ত সেই টাকা পৌঁছতে বেশ দেরি হয়। কাজ করার তিন-চার মাস পরেও শ্রমিকেরা টাকা পাননি, এমন নজিরও আছে।
নতুন পদ্ধতিতে প্রত্যেক শ্রমিকের নামে ‘সিবিএস’ সমন্বিত ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট খুলবে জেলা প্রশাসন। শ্রমিকদের নামের তালিকা এবং প্রাপ্য মজুরির বিবরণ পঞ্চায়েত পাঠাবে ব্লক প্রশাসনের কাছে। ব্লক ব্যাঙ্ককে ‘পেমেন্ট অর্ডার’ দেবে। সেখান থেকে শ্রমিকের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়বে। পুরো ব্যবস্থাটি অন-লাইনে হওয়ায় সময় লাগবে খুব কম। এই ব্যবস্থা চালু হলে কোনও পঞ্চায়েতকে ১০০ দিনের প্রকল্পের বরাদ্দ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। প্রকল্পের কাজ হয়ে গেলেই তারা টাকা মেটানোর অনুরোধ করতে পারবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের এক কর্তার কথায়, “কর্ণাটক, গুজরাত, রাজস্থান ও ওড়িশায় পদ্ধতিটি চালু করে সুফল মিলেছে। তাই কেন্দ্র বাকি রাজ্যগুলিতেও এই ব্যবস্থা চালু করার জন্য চাপ দিচ্ছে।”
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত এপ্রিলে জেলা প্রশাসনগুলিকে চিঠি দেয় রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। বলা হয়, প্রত্যেক জব-কার্ডধারীর অ্যাকাউন্ট খুলতে হবে ‘সিবিএস’ থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। যেহেতু সমবায় ব্যাঙ্ক এবং সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ‘সিবিএস’ নেই, তাই সেখান থেকে জব-কার্ডধারীদের অ্যাকাউন্ট সরাতে হবে। ডাক বিভাগ যদি ‘সিবিএস’ চালু না করে তা হলে সেখান থেকেও শ্রমিকদের অ্যাকাউন্ট সরিয়ে নিতে বলা হয়। তবে হাওড়া জেলা প্রশাসনের এক কর্তার কথায়, “জেলায় জব কার্ডের সংখ্যা ২ লক্ষ ৩৭ হাজার। সিবিএস আছে, এমন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মাত্র ৩৭ হাজারের অ্যাকাউন্ট আছে।” হাওড়া জেলা লিড-ব্যাঙ্কগুলির বক্তব্য, পর্যাপ্ত কর্মীর অভাবে এই দায়িত্ব নেওয়া চাপ হবে।
১০০ দিনের প্রকল্পের রাজ্য কমিশনার দিব্যেন্দু সরকার জানান, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং কোচবিহারে সেপ্টেম্বর, বাকি জেলাগুলিতে ডিসেম্বরের মধ্যে পদ্ধতিটি চালু হতে পারে।
|
অনলাইনে মজুরি |
• শ্রমিকদের সব অ্যাকাউন্ট খোলা হবে ‘সিবিএস’ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্কে
• কাজ হলে পঞ্চায়েত থেকে ব্লকের কাছে শ্রমিকের তালিকা এবং প্রাপ্য মজুরির বিবরণ পাঠানো হবে
• ব্লক পেমেন্ট অর্ডার দেবে ব্যাঙ্ককে
• টাকা সরাসরি জমা পড়বে শ্রমিকের অ্যাকাউন্টে
• পঞ্চায়েতকে এনআরইজিএস প্রকল্পের বরাদ্দের জন্য অপেক্ষা করতে হবে না |
|