ভেরিজোনের শেয়ার বেচবে ভোডাফোন
সংবাদসংস্থা • লন্ডন |
এক দশকের বিবাদ মিটিয়ে অবশেষে মার্কিন টেলি সংস্থা ভেরিজোন ওয়্যারলেসে নিজেদের অংশীদারি (৪৫%) বিক্রির সিদ্ধান্ত নিল ভোডাফোন। এ জন্য ভোডাফোনের ঝুলিতে আসবে ১৩,০০০ কোটি ডলার (৮,৫৮,০০০ কোটি টাকা)। সংস্থা বা অংশীদারি হাতবদলের ক্ষেত্রে এখনও পর্যন্ত বিশ্বে এটি তৃতীয় বৃহত্তম চুক্তি। ২০০০ সালে শুরু হওয়া এই জোটে দাঁড়ি টেনে মার্কিন টেলি পরিষেবা ক্ষেত্র থেকে সরে এল ভোডাফোন।
|
নেতৃত্বের সম্মান
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
এশিয়ার সব থেকে প্রভাবশালী নেতার সম্মান পেলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ কে ডি সিংহ। দুবাইয়ে ‘এশিয়ান ব্র্যান্ড অ্যান্ড লিডারশিপ সামিট ২০১৩’-র উদ্যোক্তরা দু’দিনের অনুষ্ঠান শেষে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের এই সাংসদকেই এশিয়ার সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে মনোনীত করেন। সমাজ সংস্কারের উপর নির্ভর করছে ভারতের ভবিষ্যৎ, সম্মানিত হয়ে এমনই মন্তব্য করেছেন তিনি।
|
রেকর্ড দর এটিএফের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ডলারে টাকার পতনের জেরে রেকর্ড দাম ছুঁল বিমান জ্বালানি এটিএফ। কিলোলিটারে দর নয়াদিল্লিতে ৬.৯% (৪,৮২৭.৯৪ টাকা) বেড়ে ৭৫,০৩১.০৯ টাকা, মুম্বইয়ে ৫,১৫৪.৯৩ বেড়ে ৭৭,৬৩২.৪৩ টাকা হয়েছে, জানিয়েছে আইওসি।
|
পিএফের পেনশন মাস পয়লাতেই |
আগামী নভেম্বর থেকে মাসের পয়লা তারিখেই পেনশন পেয়ে যাবেন প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) আওতাভুক্ত পেনশনভোগীরা। তাঁদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইন (ইসিএস) ব্যবস্থায় জমা পড়বে ওই টাকা। এই ব্যবস্থা চালুর পুরো প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে বলে সোমবারই সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এক সভায় জানান কেন্দ্রীয় পিএফ কমিশনার কে কে জালান। তাঁর দাবি, এর ফলে ৪০ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে, পিএফের টাকা পাওয়া সংক্রান্ত বিভিন্ন দাবির ফয়সলা, আবেদনপত্র জমা দেওয়ার তিন দিনের মাথায় করার লক্ষ্যমাত্রাও নিয়েছেন তাঁরা। |