|
|
|
|
অজয়ে ডুবে মৃত্যু ইঞ্জিনিয়ারিং ছাত্রের |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অজয়ে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের। রবিবার সন্ধ্যায় কাঁকসায় নদে তলিয়ে যান সুদীপ সরকার (২১) নামে ওই ছাত্র। সোমবার দুপুরে তাঁর দেহ উদ্ধার হয়।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, জামশেদপুরের স্টিল কমপ্লেক্সের বাসিন্দা সুদীপ কাঁকসায় একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স বিভাগে দ্বিতীয় বর্ষে পড়তেন। রবিবার বিকেলে আরও তিন সহপাঠীর সঙ্গে মোটরবাইকে চড়ে দেউল পার্কে বেড়াতে যান তাঁরা। ওই সহপাঠীরা পুলিশকে জানান, সন্ধ্যায় তাঁরা এক সঙ্গে অজয়ে স্নান করতে নেমেছিলেন। হঠাৎ সুদীপ তলিয়ে যান। চেষ্টা করেও উদ্ধার করতে না পারায় কলেজ কর্তৃপক্ষকে খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে সার্চ লাইট জ্বেলে তল্লাশি চালালেও কোনও সূত্র পায়নি।
কলেজ কর্তৃপক্ষ জানান, ঘটনার খবর পেয়েই তাঁরা ওই পড়ুয়ার বাড়িতে খবর পাঠান। সোমবার ভোরে তাঁর বাবা স্বপন সরকার ও কয়েক জন আত্মীয় এসে পৌঁছন। সকালে ফের তল্লাশি শুরু হয়। দুপুরে কলকাতা থেকে ছ’জন ডুবুরি আনা হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় তাঁরা সুদীপের দেহ উদ্ধার করে। স্বপনবাবু পুলিশকে জানান, সুদীপ বামুনাড়ায় এক আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করতেন। তাঁর ছেলে দেউল পার্কে গিয়ে অজয়ে তলিয়ে গেল কী ভাবে, তা খুঁজে বের করার আর্জি জানিয়েছেন তিনি। পুলিশ জানায়, মৃতের তিন সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুদীপ যেখানে তলিয়ে গিয়েছেন সেখানে আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। পার্ক কর্তৃপক্ষও ওই অংশে নদে নামার ব্যাপারে সতর্ক করে থাকেন। কিন্তু তা না মেনে স্নান করতে নেমে অনেকে বিপদে পড়েন। |
|
|
|
|
|