অঙ্গনওয়াড়ির জমি ফেরত নিয়ে বিক্ষোভ |
বছরের পর বছর ধরে ব্যক্তিগত জমিতেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। কিন্তু মালিক এবার জমি ফেরত চাইতেই বিক্ষোভ দেখালেন অভিভাবক ও পড়ুয়ারা। এর জেরে সোমবার বন্ধ ছিল পঠনপাঠন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের জেমুয়ায় স্থানীয় বাসিন্দা সৈয়দ আবু তালেবের জমিতে বছর দশেক আগে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৈরি হয়। পঞ্চায়েতের উদ্যোগে টালির চালের ঘরে অস্থায়ী ভাবে কেন্দ্রটি গড়ে ওঠে। কিন্তু রবিবার সন্ধ্যায় জমি ফেরত চান সৈয়দ আবু তালেব। খবর জানাজানি হতেই সোমবার সকাল থেকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করেন নারাজ পড়ুয়া ও অভিভাবকেরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। অভিভাবক সালেহার বিবি, ভৈরব বাউড়ি, পড়ুয়া সালমা খাতুন, ইসমাতারা খাতুন’রা জানান, কেন্দ্রটি উঠে গেলে পড়াশোনার সুযোগ হারাতে হবে। তা হতে দেবেন না তাঁরা। খবর পেয়ে পুলিশ আসে। বিষয়টি সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সুরাহার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। তবে জমির মালিক সৈয়দ আবু তালেবের দাবি, আগেও তিনি জমি ফেরত চেয়েছেন। এ বার জমি ফেরত না পেলে তিনি আদালতের দ্বারস্থ হবেন।
|
২৫ দিন বিদ্যুৎ নেই, বিক্ষোভ |
পঁচিশ দিন ধরে বিদ্যুতহীন রানিগঞ্জের দাগা কলোনি, রানিসায়ের মোড়, শীতলদাস কলোনি, রাজাকাঁটা প্রভৃতি এলাকা। সোমবার সমস্যার সমাধান চেয়ে রানিগঞ্জ চার নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটির নেতৃত্বে পিওর সিহারশোল কোলিয়ারির উৎপাদন এক ঘন্টা বন্ধ রেখে দেখালেন স্থানীয় বাসিন্দারা। ওয়ার্ড কমিটির কার্যকরী সভাপতি সাধন দাস জানান, ট্রান্সফর্মার বিকল হওয়াতেই এই বিপত্তি। কিন্তু এতদিন ধরে বারবার আবেদন জানানো সত্বেও কাজ না হওয়ায় এ দিন উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন তাঁরা। কোলিয়ারির ম্যানেজার নন্দকুমার সিংহ জানান, ওর্য়াকশপে সারাইয়ের কাজ চলছে। খুব দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।
|
পাণ্ডবেশ্বরের বাঁকোলা এরিয়ার কুমারডি-বি কোলিয়ারিতে ‘সাসপেনশন অফ ওয়ার্কের’ নোটিস প্রত্যাহার ও আধিকারিককে হুমকি দেওয়ায় অভিযুক্ত শ্রমিক নেতা বাপ্পাদিত্য মুখোপাধ্যায়ের মুক্তির দাবিতে সোমবার কোলিয়ারি চত্বরে আইএনটিটিইউসির নেতৃত্বে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। তাঁদের নেতা নরেন চক্রবর্তী জানান, ইসিএলের কাছে তাঁদের আবেদন, নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। |