|
|
|
|
পুরসভায় জোটধর্ম ভাঙার অভিযোগে চিঠি কংগ্রেসকে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চার বছর আগে বরো কমিটির চেয়ারম্যান পদে জয়ী হয়েছিলেন কংগ্রেসের প্রার্থী। জোটের পুরসভায় সিপিএমের সমর্থন নিয়ে জিতে শৃঙ্খলাভঙ্গ করেছেন ওই চেয়ারম্যান, এমন দাবি করে পুরসভার ডেপুটি মেয়র কংগ্রেসের অমরনাথ চট্টোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন চেয়ারম্যান তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি। পদে থেকে পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খোলার অভিযোগে মেয়র পারিষদের অপসারণের ঘটনা নিয়ে জলঘোলার মধ্যে আবার এরকম চিঠিকে কেন্দ্র করে কাজিয়া শুরু হয়েছে কংগ্রেস ও তৃণমূলে।
জিতেন্দ্রবাবু জানান, কংগ্রেসের মানস দাস সিপিএমের সমর্থনে পুরসভার চার নম্বর বরো কমিটির চেয়ারম্যান পদে জয়ী হন। জোটের পক্ষ থেকে ওই পদের জন্য তৃণমূলের প্রার্থী দাঁড় করানো হয়েছিল। জিতেন্দ্রবাবুর দাবি, জোটের সিদ্ধান্ত অমান্য করে মানসবাবু চেয়ারম্যানের পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে, জোটের প্রার্থী পরাজিত হন। জিতেন্দ্রবাবু বলেন, “এটা জোটধর্মের শৃঙ্খলাভঙ্গ হয়েছে। ওরা অনেক আগে থেকেই তৃণমূলের বিরোধিতা করছেন। আমি ডেপুটি মেয়রকে বলেছি, তাঁকে সংগঠন থেকে সরানো হোক।” বরো চেয়ারম্যান নির্বাচনের প্রায় চার বছর পরে কেন এই চিঠি, সে প্রশ্নে পুরসভার চেয়ারম্যান বলেন, “ওরা প্রায়ই মেয়রের বিরুদ্ধে প্রকাশ্যে কটূক্তি করে পুরবোর্ডকে হেনস্থা করছে। অবস্থার প্রেক্ষিতে আমরা এই অভিযোগ তুলেছি।”
সোমবার দুপুরেই এই চিঠি হাতে পেয়েছেন ডেপুটি মেয়র অমরনাথবাবু। তিনি বলেন, “এই চিঠি পেয়ে হতবাক হয়ে গিয়েছি। আমি চেয়ারম্যানকে পাল্টা চিঠি দিয়ে জানতে চাইব, ঘটনার চার বছর পরে হঠাৎ এই অভিযোগ তিনি কেন তুলেছেন।” মানসবাবুকে সরানো বা তাঁর কাছে কিছু জানতে চাওয়ার কোনও প্রশ্ন নেই বলে জানিয়েছেন অমরনাথবাবু। মানসবাবুর প্রতিক্রিয়া, “আমি ভোটে দাঁড়িয়েছি ও জিতেছি। এটাই শেষ কথা। গোপন ব্যালটে ভোট হয়েছে। চেয়ারম্যান কী করে জানলেন, কারা আমাকে ভোট দিয়েছেন। আমি এই চিঠিকে কোনও গুরুত্ব দিচ্ছি না।”
চেয়ারম্যানের চিঠি পাঠানোর বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস কাউন্সিলররা। তাঁদের দাবি, মেয়র পারিষদ গোলাম সরওয়ারের অপসারণের প্রতিবাদে বেকায়দায় পড়ে গিয়েছেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। তাপসবাবুর বিরুদ্ধেও একের পর এক বেনিয়মের অভিযোগ তুলতে শুরু করেছেন গোলাম সরওয়ার অনুগামীরা। কংগ্রেস নেতা অমরনাথবাবুর অভিযোগ, “আমাদের ধারণা, মেয়র পারিষদের অপসারণের ঘটনায় পাল্টা চাপ দিতেই এই চিঠি পাঠিয়েছেন জিতেন্দ্রবাবু। গোলাম সরওয়ারকে অপসারণের সিদ্ধান্ত ফিরিয়ে নিতে আর্জি জানিয়ে দলের কাউন্সিলররা মেয়রকে একটি চিঠি পাঠাবেন বলে ঠিক করেছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সোমবার সেই চিঠি পাঠানোর কথা থাকলেও তা হয়নি। ডেপুটি মেয়র জানান, বৃহস্পতিবার সেই চিঠি পাঠানো হবে। |
|
|
|
|
|