|
|
|
|
পুলিশকে মার, অভিযুক্ত ২১৯ জন সিপিএম কর্মী
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
এক অফিসার-সহ তিন পুলিশ কর্মীর উপর হামলার অভিযোগে পুলিশ সিপিএমের বিধায়ক খগেন মুর্মু-সহ ২১৯ জন সিপিএম কর্মীর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “সিপিএম বিধায়ক-সহ ২১৯ সিপিএম কর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হবে।” গত শনিবার চাঁচল ১ পঞ্চায়েত সমিতি বোর্ড একক সংখ্যাগরিষ্টতার সুবাদে সিপিএম সমিতি দখল করে। বাইরে একদল সিপিএম কর্মী সমর্থকরা বাজি ফাটাতে থাকে। আবির খেলা শুরু হয়। কর্তব্যরত পুলিশ কর্মী অফিসারকে আবির মাখানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। তাঁরা নিষেধ করায় তাঁদের লক্ষ্য করে আবির ছুঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই পরে বচসা তার পরে গোলমালের সূত্রপাত। একদল সিপিএম কর্মী সমর্থক পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ঢিল পাটকেল ছুঁড়তে থাকে বলে অভিযোগ। ঢিলের আঘাতে চাঁচল থানার অফিসার শঙ্কর দাস-সহ তিন পুলিশ কর্মী জখম হন। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে চাঁচল থানার আইসি জয়ন্ত লোধ সিপিএম বিধায়ক খগেন মুর্মু-সহ ২১৯ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য দারায় মামলা দায়ের করেন। পুলিশ সূত্রের খবর, আইসি তাঁর অভিযোগে উল্লেখ করেছেম, সিপিএম বিধায়ক খগেন মুর্মু উপস্থিত থেকে দলের কর্মীদের পুলিশের উপর হামলার প্ররোচণা দিয়েছেন। সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র এই প্রসঙ্গে এ দিন বলেন, “পুলিশের তরফে করা এ অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। খগেনবাবু চাঁচলের দুটি ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেতা। তা বলে উনি হামলার নেতৃত্ব দিয়েছেন এটা ঠিক নয়। পুলিশের উপর যে হামলার ঘটনা ঘটছে তা কখনওই কাঙ্ক্ষিত নয়। আমরা এর তীব্র নিন্দা করছি।” তাঁর দাবি, “দলের বিজয় মিছিল্যে কিছু দুষ্কৃতী ঢুকে পুলিশের উপর হামলা করেছে। যাঁরা ভোটে অন্য দলের হয়ে কাজ করেছিলেন।” অভিযুক্ত বিধায়ক খগেনবাবু এই দিন বলেছেন, “আমি চাঁচলে ছিলাম ঠিকই। তবে কোনও হামলার নেতৃত্ব দিইনি। পুলিশের উপর হামলার নিন্দা করে স্থানীয় থানার আইসি-র সঙ্গে আমি দেখাও করি। তবুও মিথ্যা অভিযোগ করা হল।”
তবে চাঁচল থানার আইসি জয়ন্ত লোধ চৌধুরী জানান, ঘটনার সময় বিধায়ককে গিয়ে কর্মী ও সমর্থকদের সংযত করার জন্য বলা হয়। তিনি উদ্যোগী হননি। উল্টে প্ররোচনা জেন।
|
পুরনো খবর: খাকি উর্দি, অস্ত্র সমেত ধৃত শতাধিক সিপিএম কর্মী |
|
|
|
|
|