টুকরো খবর
ধর্ষণে অভিযুক্ত হকদার পলাতক
রানিতলায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হকদার শেখকে ফের গ্রেফতার করতে গিয়ে মহিলাদের বাধায় ব্যর্থ হল পুলিশ। হকদারের পরিবারের মহিলারাই পুলিশের রাস্তা আটকে দাঁড়ান। সেই সুযোগে বাড়ির পিছনের দরজা দিয়ে হকদার পালিয়ে যায় বলে অভিযোগ। শুক্রবার রাতের ভগবানগোলায় এই ঘটনার পরে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার বলেন, “পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় গ্রামবাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাতের অন্ধকারে গ্রামবাসীদের সকলকে চেনা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত চলছে।” তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। গত ১১ জুন মুর্শিদাবাদের রানিতলা থানার সোনাডাঙা গ্রামের নবম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়ে যায়। চার দিন পরে গত ১৫ জুন গ্রামের এক পাট খেতের মধ্যে ওই কিশোরীর পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ২০ জুন মূল অভিযুক্ত হকদার ও তার বাবাকে পুলিশ গ্রেফতার করে। তাদের জেল হাজত হয়। পরে শর্তাধীনে জামিনে মুক্তি পেয়ে গ্রামে ফিরে ওই যুবক কিশোরীর পরিবারের সদস্যদের হুমকি দিতে থাকে বলে অভিযোগ। গত শুক্রবার হকদারের অন্তবর্তী জামিন খারিজ করে ফের গ্রেফতারের নির্দেশ জারি হয়। কিন্তু পুলিশ এখনও চার্জশিট জমা দিল না কেন? মৃণালবাবু বলেন, “ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। ফলে পুলিশ চার্জশিট জমা দিতে পারছে না।”

পুরনো খবর:

তৃণমূলের সমর্থনে বোর্ড গড়ল সিপিএম
দলীয় নির্দেশের তোয়াক্কা না করে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে বামফ্রন্টকে সমর্থন করল তৃণমূল সদস্যরা।ওই পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে বামফ্রন্ট ও কংগ্রেস ১৩টি করে আসন পেয়েছে। শাসকদল তৃণমূলের ঝুলিতে গেছে সাকুল্যে ৪টি আসন। বোর্ড গঠনে নির্ণায়ক শক্তি তৃণমূল শনিবার ওই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে ভোটাভুটির সময় বামেদের সমর্থনে ভোট দেয়। চির প্রতিদ্বন্দ্বী দু’দলের এক হয়ে বোর্ড গড়া প্রসঙ্গে জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন, “আমাদের হারাতে জেলা জুড়েই সিপিএম-তৃণমূল আকছার হাত মেলাচ্ছে। এতে আশ্চর্যের কী আছে?” হরিহরপাড়ার বিধায়ক সিপিএমের ইনসার আলি বলেন, “আমরা কারও সমর্থন চায়নি। কেউ যেচে সমর্থন দিতে এলে কী করার আছে? জয়ী সদস্যরা সিপিএমের হাত ধরায় বেজায় চটেছেন জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি হুমায়ুন কবীর। তিনি বলেন, “দলনেত্রীর সিদ্ধান্ত মেনে সিপিএমকে সমর্থনের কোনও প্রশ্নই ওঠে না। দলীয় নির্দেশ অবজ্ঞা করে এই সমর্থনের বিষয়ে ব্লক নেতৃত্বের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।”

স্বামী খুনে অভিযুক্ত স্ত্রী
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। শনিবার রাতে ডোমকল থানার বিলাসপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম তাজেল মণ্ডল (৪০)। ঘটনায় জড়িত অভিযোগে ওই ব্যক্তির স্ত্রী মাজেদা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। তাজেল ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে তিনি মাস দেড়েক ধরে বাড়িতেই ছিলেন। শনিবার রাতে তাজেলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁর মা। খবর দেওয়া হয় পুলিশে। পরে মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ মাজেদা বিবিকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, জেরার মুখে ধৃত স্বীকার করেছেন খুন ও তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। তিনি ঘটনায় জড়িত দু’জনের নামও জানিয়েছেন। তবে অভিযুক্ত বাবর আলি ও নবিরুল মণ্ডলকে পুলিশ ধরতে পারেনি। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “পলাতকদের খোঁজে তল্লাশি চলছে।”

সেতু থেকে পড়ে মৃত্যু
ভাঙা কাঠের সেতু থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ধুবুলিয়ার রাখালগাছি এলাকার এই ঘটনায় মৃতের নাম মিঠুন পাহাড়িয়া (৪০)। ভাঙা সেতু সারানো ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। বিক্ষোভ চলে শনিবার বেলা ১২টা পর্যন্ত। পরে প্রশাসনিক কর্তারা গিয়ে অবস্থা সামাল দেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটির অবস্থা বেহাল। প্রশাসনকে বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কৃষ্ণনগর-২ ব্লকের বিডিও হরিহর বালা বলেন, “পঞ্চায়েত সেতুটি সংস্কারের উদ্যোগী হয়েছে বলে শুনেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।” রবিবার ঘটনাস্থলে গিয়েছিলেন সাংসদ তাপস পাল। তিনি মৃতের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি মৃতের স্ত্রীকে চাকরির প্রতিশ্রুতিও দেন।


সন্ধ্যায় কৃষ্ণনগরে। সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।

কংগ্রেস ছেড়ে তৃণমূলে
কংগ্রেসের চার জয়ী পঞ্চায়েত সমিতির প্রার্থী তৃণমূলে নাম লেখালেন। ফলে শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে শাসকদল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। সোমবার ওই পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন হবে। শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ২৯। তৃণমূল ও বামফ্রন্ট ১১টি করে আসন পায়। কংগ্রেস জেতে সাতটি আসনে। রবিবার রানাঘাটে জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে কংগ্রেসের ওই চার জন দলবদল করেন। তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “বাম ও কংগ্রেসের শাসনে ওই পঞ্চায়েত সমিতিতে কোনও উন্নয়ন হয়নি। দলত্যাগী কংগ্রেস সদস্যরা উন্নয়ন চেয়ে তৃণমূলে এসেছেন।” শান্তিপুরের বিধায়ক কংগ্রেসের অজয় দে বলেন, “দলবদলের কথা জানা নেই। কেউ কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেলে তার পিছনে আর্থিক চাওয়া-পাওয়া রয়েছে।”

তৃণমূল নেতার উপর হামলা
সাতসকালে কল্যাণী শহর তৃণমূল যুবার সভাপতি বিপ্লব দে-কে লক্ষ্য করে গুলি ও বোমা ছুঁড়ল দুষ্কৃতীরা। যদিও দুষ্কৃতীদের ছোঁড়া বোমা-গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পুলিশ জানিয়েছে, রবিবার সকাল আটটা নাগাদ শহরের ২ নম্বর মার্কেটে বাজার সেরে গাড়িতে ওঠার মুখে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন বিপ্লববাবু। তিনি বলেন, “এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করাতেই সমাজবিরোধীরা আমার উপর চড়াও হল।” কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, “নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার জঙ্গিপুরের ঘোষপাড়ার এই ঘটনায় মৃতের নাম নাজিরুল ইসলাম (২২)। তিনি বামনাবাদ এলাকার বাসিন্দা। ঘটনায় জখম এক মহিলা-সহ ৬জন মুর্শিদাবাদ মেডিক্যালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, নাজিরুল বিদ্যুতের খুঁটি পোঁতার কাজ করছিলেন। বাসিন্দাদের অভিযোগ, বিপজ্জনক ওই তার পড়ে থাকা সত্ত্বেও প্রশাসন ব্যবস্থা নেয়নি।

বাজ পড়ে মৃত্যু
রবিবার দুপুরে জমিতে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। নগেশ মণ্ডল (৩২) নামের ওই ব্যক্তি রঘুনাথগঞ্জের জগদানন্দবাটি গ্রামের বাসিন্দা।


জিয়াগঞ্জ থেকে বহরমপুরে ১৯ কিলোমিটার মহিলা সাঁতার
প্রতিযোগিতার একটি মুহূর্ত। ছবি: গৌতম প্রামাণিক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.