টুকরো খবর |
স্ত্রী খুনে ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। মৃতের নাম রুমা রায় (৩২)। শুক্রবার বিকালে রুমাদেবীর শ্বশুরবাড়ি দাসপুর থেকে বাপের বাড়ি ডেবরা থানার চককুমার গ্রামে ফোন করে জানানো হয় রুমাদেবী আত্মহত্যা করেছেন। তাঁর বাবা সুকুমার রায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুবাড়ির লোকেরা অতিরিক্ত পণের দাবিতে মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। শ্বশুরবাড়ির লোকেরাই তাঁর মেয়েকে খুন করেছে। সুকুমারবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতেই রুমাদেবীর স্বামী নির্মল রায়কে ধরে। তবে শাশুড়ি ও অন্যরা পলাতক। শনিবার ধৃতকে ঘাটাল আদালতে হাজির করা হলে চোদ্দ দিনের জেল হেফাজত হয়।
|
ভাইকে খুন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
জমিজমা নিয়ে বিবাদের জেরে দাদার হাতে খুন হলেন ভাই। কেশিয়াড়ির পচাখালি গ্রামের এই ঘটনায় দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে জমিজমা নিয়ে বচসা শুরু হয়েছিল রাধাপদ সিংহ (৪০) এবং তাঁর দাদা মুক্তিপদের। অশান্তি চলাকালীন উত্তেজনার বশে ভাইকে কুড়ুল দিয়ে আঘাত করেন দাদা। ঘটনাস্থলে ভাইয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পচাখালি গ্রামে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করা হয় দাদা মুক্তিপদ সিংহকে। শনিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়।
|
সিপিএমের সভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
খাদ্য আন্দোলনের শহিদদের স্মরণে শনিবার সিপিএমের উদ্যোগে সভা হল খড়্গপুর গ্রামীণ এলাকার কৃষ্ণনগরে। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নাজমুল হক। তাঁর বক্তব্য, রাজ্য সরকার জনবিরোধী নীতি নিচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। জেলার বিভিন্ন এলাকাতে এ দিন খাদ্য আন্দোলনের শহিদদের স্মরণে সভা হয়েছে।
|
সংষর্ষে আহত ১২
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
এলাকা দখল নিয়ে সংঘর্ষে তৃণমূলের দু’পক্ষের মোট বারো জন আহত হলেন। শুক্রবার রাতে চন্দ্রকোনা থানার মাংরুল সংলগ্ন ভবলা গ্রামের ওই ঘটনায় উভয়পক্ষের আট জনকে গ্রেফতার করা হয়েছে। আহতেরা ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি। |
|