স্ত্রীর সই জাল করে ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা |
সই জাল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন তাঁর স্বামী। স্ত্রীর এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল স্বামীকে। ধৃতের নাম পরাগ মিত্র। বাড়ি পূর্ব তপসিয়া রোডে। তিনি একটি বটলিং প্ল্যান্টের মালিক বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, শিয়ালদহের মহারানি স্বর্ণময়ী রোডের বাসিন্দা শর্মিষ্ঠা মিত্র মে মাসে হেয়ার স্ট্রিট থানায় সই জালের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বি-বা-দী বাগের একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট থেকে কেউ টাকা তুলেছে। তদন্তে পুলিশ জানতে পারে, ওই মহিলার স্বামীই এই জালিয়াতিতে যুক্ত। শনিবার রাতে পুলিশ পরাগবাবুকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে। রবিবার ব্যাঙ্কশাল আদালত তাঁকে ৪ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজত দেয়। পুলিশ জানায়, মে মাসে শর্মিষ্ঠা মিত্র ওই ব্যাঙ্ক থেকে ফোন পান। ব্যাঙ্ক থেকে বলা হয়, তাঁর অ্যাকাউন্ট থেকে চেকে ১০ হাজার টাকা তোলা হয়েছে। কিন্তু সেই চেকের সই জাল বলে সন্দেহ ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষের। তদন্তে পুলিশ নিশ্চিত হয়, সই জাল করে টাকা তোলা হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে। শর্মিষ্ঠা অভিযোগ করেন, তাঁর স্বামী পরাগ মিত্রই ওই ঘটনায় যুক্ত। কারণ তিনিই তাঁর সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জানেন। পুলিশ সূত্রের খবর, পরাগবাবু গত মে মাসে বিবাহ-বিচ্ছেদের মামলা করেছেন। রবিবার ধৃতের আইনজীবী অনিন্দ্য রাউত অভিযোগ করেন, মামলা দায়ের করার জন্যই তাঁর মক্কেলকে ফাঁসানো হয়েছে।
|
বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তির বিরুদ্ধে একটি শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। রবিবার ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানার আন্দুল রায় রোডে। অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুরেশ সাউ। ওই এলাকায় সুরেশের একটি স্টেশনারি দোকান রয়েছে। শনিবার সন্ধ্যায় ওই ব্যক্তি এলাকার বাসিন্দা ওই পাঁচ বছরের শিশুটিকে চকোলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। তার পরে সে তার উপরে যৌন হেনস্থা চালায় বলে শিশুটির পরিবারের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে অভিভাবকেরা টালিগঞ্জ থানায় গিয়ে সুরেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই রবিবার সুরেশকে গ্রেফতার করে পুলিশ।
|
যশোহর রোডের বিরাটি মোড়ে রবিবার ভরসন্ধ্যায় এক তরুণীর উদ্দেশে কটূক্তি ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে এক দল যুবকের বিরুদ্ধে। পুলিশ জানায়, তরুণী তাঁর সঙ্গীর জন্য অপেক্ষা করছিলেন। কয়েকটি যুবক গাড়িতে চড়ে এসে তাঁকে কটূক্তি করে বলে অভিযোগ। তরুণীর সঙ্গী এলে অভিযুক্তেরা পালিয়ে যায়।
|
রিজেন্ট পার্ক এলাকায় রবিবার দুপুরে নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মেয়েটি অবসাদে ভুগছিল। তার জেরেই সে আত্মঘাতী হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। |