নিয়ম ছিলই। এ বার তা মানাতে কড়া শাস্তির ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।
হাসপাতাল নোংরা করা নিয়ে প্রায়ই অভিযোগ আসে। তা বন্ধ করতে এ বার পিজি-সহ বেশ কয়েকটি হাসপাতালে যত্রতত্র পোস্টার লাগানো ও থুতু ফেলা বন্ধ করতে কড়া শাস্তির ব্যবস্থা নিচ্ছে রাজ্য। শনিবার, পিজি-তে ‘রোগী কল্যাণ সমিতি’র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে মহাকরণে ‘রোগী কল্যাণ সমিতি’র কো-চেয়ারম্যান পরিবহণমন্ত্রী মদন মিত্র জানান, পিজি, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি এবং ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি-র দেওয়ালে পোস্টার লাগিয়ে নোংরা করলেই এ বার থেকে জরিমানা হবে। হতে পারে জেলও। ময়লা বা থুতু ফেললে দু’হাজার টাকা জরিমানা করার কথাও তিনি জানান। স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় জানান, ধীরে-ধীরে রাজ্যের সব হাসপাতালেই এই নিয়ম কার্যকর হবে।
মদনবাবু বলেন, “পিজি-র প্রশাসনিক ভবনের পাশে একটা জায়গা নির্দিষ্ট করা হয়েছে। এ বার থেকে কোনও কর্মী সংগঠনকে ওখানেই বিক্ষোভ, অবস্থান করতে হবে। পোস্টার বা ব্যানারও কেবল ওই জায়গায় লাগানো যাবে। তার বাইরে কেউ কিছু করছে কি না, হাসপাতালের মোতায়েন পুলিশ সে দিকে নজর রাখবে। তাঁদের সাহায্য করতে নিয়োগ করা হবে বেসরকারি নিরাপত্তাকর্মী।” মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়ে পিজি-র সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন সাংসদের তহবিল থেকে ছ’কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন।
এ ছাড়া পিজি-তে শয্যার সংখ্যাও বাড়ছে। তৈরি হচ্ছে জরুরি বিভাগের নতুন ভবন। অতিরিক্ত ৪০ শয্যার ব্যবস্থা হবে বলে জানান হাসপাতালের ‘রোগী কল্যাণ সমিতি’র চেয়ারম্যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম। পাশাপাশি, মদনবাবু জানান, স্তন সংক্রান্ত যাবতীয় রোগের চিকিৎসার জন্য শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে দশ শয্যার বিশেষ ইউনিট চালু হতে চলেছে। |