জুনিয়র ডাক্তার আর ইন্টার্নদের ধর্মঘটের জেরে ধানবাদের পাটলিপুত্র মেডিক্যাল কলেজ-হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। বেতন বৃদ্ধির দাবিতে শুক্রবার থেকে কাজে যোগ দিচ্ছেন না অন্তত ষাট জন জুনিয়র ডাক্তার। তাঁদের অভিযোগ, ঝাড়খণ্ডের অন্যান্য হাসপাতালের তুলনায় তাঁদের বেতন যথেষ্ঠ কম। বারংবার তাঁরা বেতন বৃদ্ধির দাবি করেছেন কর্তৃপক্ষের কাছে। কিন্তু এ পর্যন্ত কোনও কাজ হয়নি। |
রবিবার ধানবাদে ধর্মঘটে স্তব্ধ হাসপাতালের কাজ। ছবি: চন্দন পাল। |
গত চব্বিশ ঘন্টা ধরে হাসপাতালে ধর্মঘটের জেরে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। জরুরি বিভাগ থেকে শুরু করে অন্যান্য বিভাগ সর্বত্রই বেহাল অবস্থা। চিকিৎসা না পেয়ে দূর থেকে এসেও অনেক রোগী ফিরে যেতে বাধ্য হচ্ছেন। হাসপাতালের সুপার অরুণ কুমার জানান, জুনিয়র ডাক্তারদের দাবির কথা স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছিল । স্বাস্থ্য দফতর আজ, শনিবার ডাক্তারদের বর্ধিত বেতন পাঠাবে বলেছিল। কিন্তু তা হয়নি। অন্য দিকে, ডাক্তাররা জানিয়েছেন বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত তাঁরা ধর্মঘট তুলবেন না।
|
ডেঙ্গি প্রতিরোধে গুয়াহাটি-সহ কামরূপ মহানগরের সব জায়গায় মশা মারার ধোঁয়া ছড়ানো হবে বলে জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি জানান, পুরসভার কাছে সে রকম ৬টি যন্ত্র রয়েছে। আরও ২৪টি যন্ত্র কেনা হবে। মন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত গুয়াহাটিতে ৪১ জনের রক্তে ডেঙ্গি ধরা পড়েছে। ডেঙ্গি প্রতিরোধে আজ স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিকর্তা প্রতীক হাজেলা, গুয়াহাটি উন্নয়নমন্ত্রী অজন্তা নেওগ, মেয়র আবীর পাত্র-সহ প্রশাসনের কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। |