ছাত্র সংঘর্ষ কমার্স কলেজে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি কলেজ অব কমার্স। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ। এদিন হাতাহাতিতে জড়িয়ে পড়ে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদ। শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রকৃত কারণ নিয়ে ধন্দ দেখা দিলেও দু’পক্ষই আলাদা দুটি অভিযোগ দায়ের করেছে শিলিগুড়ি থানায়। শিলিগুড়ি কলেজ অব কমার্সের অধ্যক্ষ অসীম মুখোপাধ্যায় বলেন, “সম্ভবত ব্যক্তিগত কারণেই বচসা বাধে। আমার প্রথমে মিটমাট করিয়ে দিই। তবে পরে কি হয়েছে আমি বলতে পারব না।” যদিও তৃণমূল ছাত্র পরিষদের দার্জিলিং জেলা কার্যকরী সভাপতি সঞ্জীব ঘোষ অভিযোগ করেন, “আমাদের ছাত্ররা নতুন ছাত্রদের পরিচয়পত্র পেয়েছে কিনা বা না পেলে কীভাবে সংগ্রহ করতে হবে তা জানানোর জন্য ১৪ নম্বর শ্রেণিকক্ষে যায়। সেখানে বিনা প্ররোচনায় আমাদের উপর ছড়াও হয় ছাত্র পরিষদ সদস্যরা।” যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের পক্ষ থেকে অমিত তালুকদার বলেন, “কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে বহিরাগত যুবকরা ঝামেলা পাকিয়েছে। কলেজে এই সব বহিরাগতদের দাপটে ক্লাস করতে ভয় ভয় পায় ছাত্র-ছাত্রীরা। তাদের বাধা দিতে গেল আমাদের সদস্যদের মারধর করা হয়।”
|
সরকারের সতর্কবার্তা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার লাগাতার আন্দোলনের ফলে পাহাড়ের মানুষরা যাতে নিয়মিত খাদ্যের জোগান পায় সে জন্য রাজ্য খাদ্য সরবরাহ দফতর ১১ বিশেষ রেশন দোকান খুলেছিল। কিন্তু খাদ্য দফতর জানতে পেরেছে তার মধ্যে ৫টি দোকান থেকে কেউ খাদ্যশস্য নিতে আসেনি। ৬টি দোকান থেকে চার হাজার মানুষ স্বাভাবিক রেশন তুলেছে। শুক্রবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওই তথ্য জানান। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত, যত দিন মোর্চার আন্দোলন চলবে তত দিন ওই ১১টি বিশেষ রেশন দোকান চালু রাখা হবে বলে। শুধু তাই নয়, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ডাকা বৈঠকে পাহাড়ের রেশন ডিলারদের সংগঠনের পক্ষ থেকে কেউই হাজির থাকেনি। পাহাড়ে ১৩ ডিসিট্রিবিউটর সবাই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের ডাকে শিলিগুড়ির বৈঠকে হাজির থেকেছেন। পাহাড়ের রেশন ব্যবস্থা চালু রাখতে খাদ্য দফতর থেকে ৩ জন উচ্চপদস্থ অফিসারকে দার্জিলিং-এ পাঠানো হয়েছে। তাঁরা ইতিমধ্যেই পাহাড়ের একটি আটা কল ও দুটি রেশন ডিস্ট্রিবিউটরের গুদাম সিল করা হয়েছে। খাদ্য দফতর থেকে জানানো হয়েছে, ডিলাররা তাদের দোকান খুলে গ্রাহককে রেশন দেওয়ার কাজ শুরু না করলে সরকার লাইসেন্স বাতিল করে দিতে পারে।
|
মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে এক অঙ্গনওয়ারি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। শুক্রবার দুপুরে কুমারগ্রাম ব্লকের পূর্ব চকচকা বালাটারি গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় কুমারগ্রাম থানায় অভিযুক্ত গ্রামবাসীর নামে অভিযোগ জমা পড়ে।, অঙ্গনওয়ারি ওই কর্মীর নাম রুমকি পাল। অভিযুক্ত গ্রামবাসীর নাম শিশিনাথ বর্মন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দু’জনেরই পূর্বচকচকার বাসিন্দা। রুমকিদেবীর অভিযোগ, “এ দিন যখন রান্না চলছিল সেই সময় শিশিনাথ এসে চাল ডাল দেখতে চান। তিনি হঠাৎ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। হঠাৎই তিনি আমার উপর চড়াও হন। মারধর শুরু করেন।” ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিক অরিন্দম ভাদুড়ি বলেন, “ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আমাকে জানানো যেত। মারধর করার বিষয়টি মানা যায় না।” অভিযুক্ত শিশিনাথ বর্মন বলেছেন, “খাবারের মান ভাল করার কথা বলতে গিয়েছিলাম শুধু। মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।”
|
জামিন খারিজ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাগডোগরা এবং মালবাজার শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানোর কাজে আর্থিক দুর্নীতির অভিযোগে ধৃত ঠিকাদার সংস্থার কর্ণধার শঙ্কর পালের জামিনের আবেদন খারিজ করল আদালত। শুক্রবার ওই দুটি প্রকল্পে শঙ্করবাবুর জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। তাঁর যুক্তি আর্থিক দুর্নীতির যে অভিযোগে শঙ্করবাবুকে গ্রেফতার করা হয়েছে তাতে ইতিমধ্যেই ৬০ দিন জেলহাজতে রয়েছেন তিনি। তাই তাঁকে জামিন দেওয়া হোক। সরকারি পক্ষের আইনজীবীর বক্তব্য, বিভিন্ন প্রকল্পে যে আর্থিক দুর্নীতি ঘটেছে তাতে যোগসাজশে যাঁরা যুক্ত তার মধ্যে অন্যতম শঙ্করবাবু। তাই তাকে যেন এখনই জামিন না দেওয়া হয়। শুনানির পর শিলিগুড়ি অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জামিনের আবেদন খারিজ করে দেন। ইতিমধ্যেই বৃহস্পতিবার মহানন্দা অ্যাকশন প্ল্যানে নিকাশি প্রকল্পে আর্থিক দুর্নীতির মামলায় তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
পুরনো খবর: নদী সংস্কারে ন’কোটি দুর্নীতি |
ট্রেন চলাচলে বিঘ্ন
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
হাইটেনশন তার ছিঁড়ে রেল লাইনের উপর পড়ায় আড়াই ঘণ্টা ধরে উত্তর পূর্ব সীমান্তের রেল চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে ধূপগুড়ির আলতা গ্রাম স্টেশনের কাছে। তড়িঘড়ি ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। নানা স্টেশনে আটকে যায় অবোধ-অসম এক্সপ্রেস, লোহিত এক্সপ্রেস, দাদর-গুয়াহাটি এক্সপ্রেস এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আলিপুর দুয়ারে সহকারী ডিভিশনাল ম্যানেজার বেনেফিস লাকড়া এই দিন এ প্রসঙ্গে জানান, কিছুক্ষণ পরে পাওয়ারগ্রিডের কর্মীরা এসে লাইন থেকে তার সরিয়ে দেওয়ার পরে রাত ১২ টা নাগাদ ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
|
গ্রেফতার পাঁচ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিভিন্ন ছিনতাইয়ের মামলায় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন এলাকায় হানা দিয়ে অভিযুক্তদের তাঁদের ডেরা থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে দুটি চুরি যাওয়া দামী মোবাইল, একটি চোরাই বাইক উদ্ধার হয়েছে। |