|
|
|
|
|
|
|
সাজগোজ... |
|
হ্যাট হ্যাট
এ বার পুজোয় আপনার ট্রাম্প কার্ড। এমনকী টুপটাপ বৃষ্টিতেও। লিখছেন অদিতি ভাদুড়ি |
এ বার পুজোয় যে ফ্লোয়ি গাউনটা কিনেছেন, সেটার সঙ্গে একটা স্টাইলিশ হ্যাট না পরলে সাজটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। পুজোর সকালে বেড়াতে বেরিয়ে ড্রেসের সঙ্গে টিম-আপ করে একটা বাহারি হ্যাট-এ বন্ধুদের যেমন দারুণ সারপ্রাইজ দিতে পারবেন, তেমনই রাতে ডিস্কে বা লাউঞ্জ পার্টিতেও হট ফ্যাশন আইকন হিসেবে বাজি মারতে পারবেন।
হুটহাট হ্যাট
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কথায় কথায় বললেন, “আমি বিদেশে যেখানেই ঘুরতে যাই, প্রচুর হ্যাট বা টুপি কিনি। গত ডিসেম্বরে শিকাগোয় গিয়েছিলাম। ওখানে এত ঠান্ডা যে সব সময় একটা লাল-সাদা উলেন টুপি পরে থাকতাম। কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে কান-এর লোগো বসানো এমবেলিশড্ হ্যাট কিনে এনেছি। এক্সক্লুসিভ জিনিসটা। দামও অনেক।” আরও বললেন, টিপিক্যাল ভারতীয় পোশাকের সঙ্গে হ্যাট মানায় না। বরং ফিউশন পোশাকের সঙ্গে খুব ভাল যায়। শর্ট টপ আর লং স্কার্টের সঙ্গে একটা স্টাইলিশ হ্যাটের সাজে তাক লাগিয়ে দিতে পারেন সবাইকে।
ডিজাইনার চন্দ্রাণী সিংহ ফ্লোরা বললেন, “হ্যাট এখনও কলকাতার ফ্যাশন সার্কিটে সে ভাবে আসেনি। তবে হ্যাঁ, আপনি কোনও পোলো ম্যাচ-য়ে গেলে একটা ক্লাসি হ্যাট যদি না পরেন, স্টাইলটাই মাঠে মারা যাবে। বিচে তো হ্যাট লাগবেই। হ্যাট পরার আগে ইভেন্টটা মাথায় রাখা অবশ্যই দরকার। রাতে পার্টিতে নিশ্চয়ই আপনি হ্যাট মাথায় যাবেন না।”
|
হ্যাটবাহারি দেখনদারি
হ্যাটের সঙ্গে সাজটাও মানানসই হওয়া চাই। বললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। “একটা শর্ট ব্ল্যাক ড্রেসের সঙ্গে যে হ্যাটটা পরব তাতে একটা ছোট্ট শাইনিং স্টাড বা একটা দারুণ রিবন থাকলে তো কথাই নেই। হ্যাট পরলে বেশি অ্যাকসেসরিজের দরকার হয় না।” মত তাঁর। একই মত ডিজাইনার চন্দ্রাণী সিংহ ফ্লোরার। বললেন, “হ্যাট নিজেই একটা কমপ্লিট স্টাইল স্টেটমেন্ট। একটা ককটেল ড্রেস আর হ্যাট পরে কানে পরতে পারেন একটা ছোট্ট মুক্তোর টপ। হাতে একটা স্টাইলিশ ঘড়ি, একটা ম্যাচিং ব্যাগ বা ক্লাচ নিলেই সাজ কমপ্লিট।”
স্টাইল চাই, আরামও
ব্যানানা ফাইবার, স্ট্র আর ফেল্ট- হ্যাট তৈরির মেটেরিয়াল হিসেবে খুবই প্রচলিত। তবে হ্যাটকে কেতাদুরস্ত বানাতে বুক্রাম, সিনামে লিনেনকেও রাখতে হবে। কথায় কথায় ডিজাইনার চন্দ্রাণী সিংহ ফ্লোরা বললেন, “আমাদের ওয়েদারে হ্যাট খুব ভাল চলতে পারে। হ্যাট মেটেরিয়াল হিসেবে বেছে নেব ট্রান্সপ্যারেন্ট লেস বা অরগ্যাঞ্জা। সিল্ক, লিনেনও অবশ্যই থাকবে। স্টাইল-আরাম দুই-ই হবে।” ডিজাইনার অভিষেক দত্ত বললেন, “লেস বা নেট মেটিরিয়ালে তৈরি হ্যাট ট্রেন্ডি ককটেল পোশাকের সঙ্গে পরলে দারুণ লাগবে। পরতে পারেন ফুল লেংথ গাউন বা এ-লাইনড ড্রেসের সঙ্গেও।”
হ্যাট দিয়ে যায় চেনা
একটা দারুণ সান্ধ্য ককটেল পার্টির সাজ বেমানান লাগবে যদি না মাথায় থাকে একটা অনবদ্য হ্যাট। চেলসি সুইঙ্গারস, ককটেল হ্যাট, ডার্বি হ্যাট, ব্রিম হ্যাট বা ফ্লাওয়ার হেডব্যান্ড এই সব হ্যাট মাথায় ফ্যাশন করাতে পিছিয়ে নেই দেশি বা বিদেশি স্টাইল আইকনরা। স্টাইলিশ এই সব হ্যাট আপনার হ্যাট-বাসনা বাড়িয়ে তুলবেই।
|
বৃষ্টি যখন
ভরা ভাদ্রের প্যাচপেচে গরম শরীর পুড়িয়ে দিলেও এখনও মাঝেমধ্যেই ঝেঁপে বৃষ্টি নামছে। চিন্তা নেই। বর্ষায় পরা যায় এমন হ্যাট গলিয়ে নিন মাথায়। মাথা বাঁচবে। স্টাইলও হবে।
• চওড়া ব্রিমওয়ালা কাউবয় হ্যাট বৃষ্টিতে আরামসে পরতে পারেন। ভিজে নষ্ট হবে না
• পরতে পারেন ফারের তৈরি ফেল্ট হ্যাট বা ফেডোরা হ্যাটও
• নাইলন অথবা সিন্থেটিক মেটেরিয়ালের হ্যাটও বর্ষার জন্য আদর্শ |
হ্যাটে হেয়ার কাট
বিউটিশিয়ান শর্মিলা সিংহ ফ্লোরা বললেন, “খোলা লম্বা চুলে স্টাইলিশ হ্যাট দারুণ লাগে। চুল বুফোঁ করে বেঁধে হ্যাট পরলেও সুন্দর লাগবে দেখতে। তবে হ্যাঁ, স্টেপ কাট বা ব্লান্ট কাট কিন্তু হ্যাটের স্টাইলকে একেবারেই কমপ্লিমেন্ট করবে না।” |
|
|
|
|
|
|