টুকরো খবর
মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যের জবাব চেয়ে পথে বাম
মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল বিরোধীরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মোকাবিলায় রাজ্য সরকারের জবাব চেয়ে শুক্রবার খাদ্য ভবন অভিযান করল ফরওয়ার্ড ব্লক। একই দিনে মূল্যবৃদ্ধি এবং নারী নির্যাতনের প্রশ্নে বৌবাজারে পথ অবরোধ এবং জমায়েত ছিল আর এক বাম শরিক সিপিআইয়ের। দু’দলের এই জোড়া কর্মসূচির জেরে শহরের কিছু এলাকায় যানজট বেধেছিল। ঘটনাচক্রে, এ দিনই মূল্যবৃদ্ধি প্রতিরোধে সরকারের তৈরি টাস্ক ফোর্সের বৈঠক ডাকা ছিল। অনিবার্য কারণে সেই বৈঠক এ দিন বাতিল করা হয়। বৌবাজারে মিনিট ১৫ প্রতীকী পথ অবরোধের পরে ওই টাস্ক ফোর্সের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন প্রবীর দেব, মৌসুমী ঘোষ, মধুছন্দা দেব-সহ সিপিআইয়ের নেতা-নেত্রীরা। তাঁদের বক্তব্য, পেঁয়াজ-সহ নানা জিনিসের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার অবশ্যই দায়ী। কিন্তু বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দ্রব্যমূল্য নিয়ে বামফ্রন্ট সরকারের জবাব চাইতেন। তা হলে এখন তাঁর সরকার এবং টাস্ক ফোর্স কী করছে? গলায় সব্জির মালা এবং সাজানো ট্যাবলো নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে খাদ্য ভবন পর্যন্ত মিছিল ছিল ফ ব-র। খাদ্য ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে মিছিল। শ্যামল কানুনগো, মইনুদ্দিন শামস-সহ দলের কলকাতা জেলা নেতৃত্বের প্রতিনিধিরা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করে দাবি জানান, ১২টি আবশ্যকীয় পণ্য রেশন ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করা হোক। কালোবাজারি হয়ে থাকলে অত্যাবশকীয় পণ্য আইনে ব্যবস্থা নিক সরকার। তার আগে সিইএসসি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বিপিএল তালিকাভুক্ত গরিব মানুষের জন্য বিদ্যুতে ভর্তুকির দাবি জানান তাঁরা।

জলপথে হবে তিনটি নতুন রুট
হাওড়ায় নতুন মহাকরণে সহজে পৌঁছতে জলপথে তিনটি নতুন রুট চালুর সিদ্ধান্ত নিল রাজ্য। শুক্রবার পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হুগলি নদী জলপথ সমবায় সমিতি-সহ পরিবহণ দফতর ও হাওড়া জেলার উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকে ঠিক হয়, নতুন মহাকরণের কথা মাথায় রেখে ছ’টি নতুন লঞ্চ চালু হবে। আলাপনবাবু জানান, দু’টি করে লঞ্চ চলবে ফেয়ারলি প্লেস থেকে শিবপুর ও ফেয়ারলি প্লেস থেকে রামকৃষ্ণপুর ঘাট রুটে। অন্য দু’টি চলবে চাঁদপাল ঘাট থেকে রামকৃষ্ণপুর ঘাট রুটে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিষেবা চালু হবে। পরিবহণ দফতর সূত্রের খবর, জেলা থেকে অনেক গরিব মানুষ আসতে পারেন। তাঁদের কথা ভেবে দু’টি লঞ্চ থাকবে। বিপিএল কার্ড দেখিয়ে তাঁরা বিনা পয়সায় তাতে চড়তে পারবেন।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.