শ্রীরামকৃষ্ণ, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের স্মৃতি-বিজড়িত জায়গাকে এক সুতোয় বাঁধতে ফেয়ারলি প্লেস থেকে বেলুড় হয়ে আদ্যাপীঠ পর্যন্ত চালু হল লঞ্চ। বুধবার মিলেনিয়াম পার্কের জেটি থেকে ওই পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। লঞ্চটি রোজ ফেয়ারলি থেকে হাওড়া, বাগবাজার, বরাহনগর, বেলুড় হয়ে আদ্যাপীঠ যাবে। পরিবহণসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, রামকৃষ্ণ-সারদা-বিবেকানন্দ এই সার্কিটে শীঘ্রই যুক্ত হবে দক্ষিণেশ্বরও। সেই লক্ষ্যে দক্ষিণেশ্বরে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি জেটিও তৈরি করবে সরকার।
পুরনো খবর: শহর থেকে লঞ্চে বেলুড়
|
একশো দিনের কাজে মজুরির টাকা ব্যাঙ্কে |
রাজ্যে একশো দিন কাজের প্রকল্পে মজুরির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা চালু হচ্ছে। প্রথম পর্যায়ে হাওড়া ও কোচবিহার জেলায় এই নতুন ব্যবস্থা কার্যকর হবে। ওই প্রকল্পের কমিশনার দিব্যেন্দু সরকার জানান, সেপ্টেম্বরে ওই দুই জেলায় এবং অক্টোবরের মধ্যে গোটা রাজ্যে সরাসরি ব্যাঙ্কে মজুরি দেওয়া শুরু হয়ে যাবে। ফলে কাজ করার এক থেকে দু’সপ্তাহের মধ্যেই টাকা পেয়ে যাবেন কর্মীরা। ইলেকট্রনিক ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফএমএস) নামে এই ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত স্তরে কোনও কাজ হওয়ার পরে মাস্টার রোল তৈরি করা হবে। কার কত মজুরি প্রাপ্য, জানিয়ে দেওয়া হবে ইএফএমএস সফটওয়্যারেই। তার পরে পঞ্চায়েত দফতরের ছাড়পত্র নিয়ে ব্যাঙ্ক সেই টাকা কর্মীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এখন ওই প্রকল্পে চেকের মাধ্যমে মজুরি দেওয়া হয়। কাজ করার পরে চেক পেতে এবং ব্যাঙ্কে গিয়ে তা ভাঙাতে অনেক সময় লাগে। নতুন ব্যবস্থায় কর্মীরা দ্রুত মজুরির টাকা পাবেন বলে জানান দফতরের কর্তারা।
|
তৃণমূলে এলেন কমল গুহের মেয়ে |
বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহর কন্যা ইন্দ্রাণী গুহ ব্রহ্ম বুধবার তৃণমূলে যোগ দিলেন। বামপন্থী পরিবারের সদস্যা ইন্দ্রাণীদেবীর তৃণমূলে যোগদান নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এ দিন তপসিয়ার তৃণমূল ভবনে এসে আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দেন। এ খবর জানিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, “আমরা ওঁকে সাদরে গ্রহণ করেছি। ওঁকে যথাযোগ্য মর্যাদা দিয়ে ভবিষ্যতে দলে উপযুক্ত দায়িত্ব দেওয়া হবে।” ইন্দ্রাণীদেবীর ভাই উদয়ন গুহ দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের বিধায়ক। ইন্দ্রাণীদেবী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে সামিল হতেই তিনি তৃণমূলে যোগ দিলেন। |