টুকরো খবর |
ক্যানারি হিলের বাংলোয় ছাত্রীকে গণধর্ষণ
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
স্কুলছাত্রীকে তিন দিন ধরে একটি খালি বাড়িতে আটকে রেখে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। তার মধ্যে এক জনের বাবা ডিএসপি, আর এক জনের বাবা কনস্টেবল। কনস্টেবল-পুত্র-সহ পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ডিএসপি-র ছেলে এখনও ধরা পড়েনি। বাংলোর কেয়ারটেকারও বেপাত্তা। ঘটনাটি ঘটেছে হাজারিবাগের ক্যানারি হিল এলাকায়। পুলিশ জানিয়েছে, হাজারিবাগেরই বাসিন্দা, একাদশ শ্রেণির ওই ছাত্রীকে গত সোমবার দুপুরে তার বাড়ির খুব কাছ থেকে একটি ভ্যানে করে তুলে নিয়ে যায় চার যুবক। অভিযুক্তদের নাম ধনু কুমার, রীতেশ কুমার, সোনু কুমার ও অনুরাগ পাসোয়ান। ধনু কুমারের বাবা অজয় রাম পুলিশেরই ডিএসপি। আর রীতেশের বাবা উমেশ শর্মা ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের কনস্টেবল। ধনু ও অনুরাগ ফেরার। বাকি দুই অভিযুক্ত রীতেশ ও সোনুকে পুলিশ কাল রাতেই হাজারিবাগ থেকে গ্রেফতার করেছে। ধনু অবশ্য পুরনো পাপী। তার বিরুদ্ধে গোটা পাঁচেক মামলা ঝুলে রয়েছে। এর মধ্যে স্টেট ব্যাঙ্কের একটি এটিএমে ডাকাতির মামলাও চলছে। কাল ছাত্রীটি পুলিশের কাছে জানায়, তাকে জোর করে ভ্যানে তুলে নিয়ে ওই চার যুবক প্রথমে হাজারিবাগ লেকের কাছে যায়। সেখানে কয়েক চক্কর মারার পর তারা তাকে নিয়ে যায় ক্যানারি হিলের একটি বাংলোয়। তিন দিন ধরে লাগাতার অত্যাচারের পরে বুধবার মেয়েটিকে ছেড়ে দিয়ে যায় তারা। মঙ্গলবারই ছাত্রীর বাবা সদর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। গত কাল সকালে বাড়ি ফিরে প্রথমে ওই ছাত্রী ভয়ে কিছু বলতে চায়নি। পরে তার বাবার চাপে সে সব কথা খুলে বলে। গত রাতেই মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকটি মদের বোতলও উদ্ধার করেছে।
|
বাঁশিওয়ালা মোদীর পৌরুষ-বার্তা
সংবাদসংস্থা • ছোটা উদেপুর (গুজরাত) |
|
ছবি: পিটিআই |
নারী হেনস্থা রুখতে পৌরুষে আঘাত করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, মেয়েরা নিজেদের সুরক্ষিত মনে না করলে দেশের পুরুষদের আর নিজেদের ‘মর্দ’ বলে পরিচয় দেওয়া উচিত নয়। শুক্রবার ছোটে উদেপুর জেলার একটি অনুষ্ঠানে মোদী বলেন, “আমাদের দেশ সতী-সাবিত্রীর দেশ। সেখানে মা-বোনেদের সুরক্ষা একটা বড় ব্যাপার। আমরা থাকতেও কেন তাঁরা শান্তিতে থাকতে পারছেন না? কেন আমাদের বোনেরা বাড়ির মধ্যেও একা থাকতে ভয় পান?”
|
রেলের ক্ষতিপূরণের নির্দেশ
সংবাদসংস্থা • কোচি |
কেরল থেকে দিল্লি যাওয়ার পথে ট্রেনের খোলা ইমার্জেন্সি জানলা দিয়ে পড়ে মারা গিয়েছিলেন সাত বছরের মেয়ে জিয়া আন জর্জ। তাই জিয়ার বাবাকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রেলকে নির্দেশ দিল রেলওয়ে ক্লেম ট্রাইব্যুনাল। ২৬ ডিসেম্বর মারা যায় জিয়া। রেলের দাবি ছিল বাবা-মায়ের গাফিলতিতেই মারা গিয়েছে জিয়া।
|
মুম্বই গণধর্ষণ: মিলে গেল ডিএনএ নমুনা
সংবাদসংস্থা • মুম্বই |
চিত্র সাংবাদিককে গণধর্ষণের ঘটনায় পাঁচ অভিযুক্তের ডিএনএ নমুনার সঙ্গে ঘটনাস্থল থেকে পাওয়া নমুনা মিলে গিয়েছে বলে শুক্রবার জানিয়েছে মুম্বই পুলিশ। এ দিন আদালত চত্বরের বাইরে গণধর্ষণে অভিযুক্তদের লক্ষ্য করে ডিম ছোড়েন বেশ কিছু মহিলা।
পুরনো খবর: আগেও হয়তো ধর্ষণ করেছে ধৃতেরা: পুলিশ
|
হুমকি দিয়ে ধৃত
সংবাদসংস্থা • হায়দরাবাদ |
মেয়েদের হুমকি ফোন করার অভিযোগ ছিলই। এ বার ফোনে হুমকি দিয়ে বসলেন টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও এবং অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী আনাম রামনারায়ণ রেড্ডিকে! শুক্রবার অভিযুক্ত ১৭ বছরের ছাত্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে পুলিশ। হায়দরাবাদ নিয়ে আসা হয়েছে।
|
চা-বাগানের কর্তা অপহৃত
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
চা-বাগানের এক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে অপহরণ করা হয়েছে অসমের উদালগুড়িতে। পুলিশ জানায়, গত কাল রাতে কুরমোর চা-বাগান থেকে বের হয়ে নিজের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন অভিজিৎ চুতিয়া। তখনই বাইকে আসা দুই ব্যক্তি বন্দুক দেখিয়ে তাঁকে অপহরণ করে। অভিজিৎবাবুর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার পিছনে এনডিএফবির হাত রয়েছে বলে পুলিশের সন্দেহ। |
|