পুজোর দিনগুলিতে দশর্নার্থীদের সুবিধার জন্য এ বার কলকাতার বিভিন্ন মণ্ডপ-সংলগ্ন এলাকায় ২৫০টি অস্থায়ী বিজ্ঞানসম্মত শৌচাগার গড়ে তুলছে পুরসভা। প্লাইউডের তৈরি ২০০টি সাধারণ শৌচাগারের সঙ্গে থাকছে সুসজ্জিত ৫০টি ‘পোর্টেবল কেমিক্যাল-টয়লেট’। দর্শনার্থীরা দুই ধরনের শৌচাগারই বিনা পয়সায় ব্যবহার করতে পারবেন। শারদোৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে পুরসভার ২৫ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুরকর্তারা। |
শারদোৎসবে শহরে অস্থায়ী শৌচাগার বসানোর কাজ করছে পুরসভার বস্তি উন্নয়ন দফতর। বৃহস্পতিবার দফতরের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার বলেন, “পোর্টেবল কেমিক্যাল টয়লেটের মল-মূত্র ‘কেমিক্যাল কিড’ ব্যবহার করে জীবাণুমুক্ত তরল পদার্থে পরিণত করে নিকাশির ব্যবস্থা হবে। ঠিক যেমনটি হয় আকাশপথে প্লেনে। সাধারণ শৌচাগারের মল-মূত্র পুরসভার স্যুয়ারেজ লাইনে নিকাশির ব্যবস্থা হচ্ছে। প্রতিটি শৌচাগারে থাকবে পর্যাপ্ত জল এবং
আলোর ব্যবস্থা।”
পুরসভার বস্তি উন্নয়ন দফতরের কর্তারা জানিয়েছেন, টেন্ডার ডেকে শৌচাগার বসানোর কাজের বরাত দেওয়া হয়েছে। যে সংস্থা বরাত পেয়েছে তার তরফে বিশ্বজিৎ চৌধুরী জানিয়েছেন, পোর্টেবল কেমিক্যাল টয়লেটগুলি পুরসভাকে ভাড়ায় দেওয়া হচ্ছে। শৌচাগারের মল-মূত্র জীবাণুমুক্ত তরল পদার্থে পরিণত করতে ব্যবহার করা হবে বিদেশ থেকে আমদানি করা ‘কেমিক্যাল টয়লেট কিড’। টয়লেট-পিছু এক দিনের ভাড়া ধার্য হয়েছে চার হাজার টাকা। শারদোৎসবের সূচনায় চতুর্থীর দিন কেমিক্যাল টয়লেটগুলি বসানো হবে। থাকবে দশমী পর্যন্ত। |
স্বপনবাবু জানান, সাধারণ শৌচাগারের জন্য কোনও পুজো কমিটির কাছ থেকেই কোনও রকম পরিষেবা কর নেওয়া হবে না। তবে পোর্টেবল কেমিক্যাল টয়লেট বাসানোর জন্য সংশ্লিষ্ট পুজো কমিটির কাছ থেকে পরিষেবা কর বাবদ কিছু টাকা আদায় করার পরিকল্পনা হয়েছে। এমনকী কোনও পুজো কমিটি প্রয়োজন হলে পুরসভার কাছ থেকে পোর্টেবল কেমিক্যাল টয়লেট ভাড়া নিতেও পারবে। |