পুলিশও মানুষ: মমতা
কলকাতা পুলিশ ‘এক নম্বর’ হোক, চান মুখ্যমন্ত্রী
লকাতা কিংবা কলকাতা পুলিশকে শুধুই সমালোচনা না-করে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার জন্য সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মন্তব্য, “রোজ রান্না করতে করতে এক-একদিন নুন বা ঝাল বেশি হয়ে যায়, যেটা খারাপ সেটা খারাপই, কিন্তু সেটাই সব নয়। বিচ্ছিন্ন একটি খারাপ ঘটনা ঘটতে পারে, কিন্তু তার মানে এমন নয়, সমাজটাই খারাপ।” দিন কয়েক আগে কলকাতা শহরে সর্বত্র জঞ্জাল পড়ে থাকে বলে নিন্দা করেছিলেন কেন্দ্রীয় সরকারের পরিকাঠামো-সংক্রান্ত নীতির উপদেষ্টা স্যাম পিত্রোদা। নাম না-করে মুখ্যমন্ত্রী এ দিন তারও জবাব দিয়েছেন। তিনি বলেন, “কেউ যদি বলে কলকাতা শহর নোংরা বা কলকাতা খারাপ, তা কিন্তু আমরা মানব না। কলকাতা আমাদের মায়ের মতো, নিজের মায়ের নিন্দা কেউ সহ্য করে না।” পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থও ওই অনুষ্ঠানে বলেছেন, “দেশের বিভিন্ন মেট্রো শহরের অপরাধের হারের নিরিখে কলকাতা অন্যতম নিরাপদ স্থান।”
তারা ভরা সন্ধ্যায়
কলকাতা পুলিশের অনুষ্ঠানে তারকাদের সঙ্গে মুখ্যমন্ত্রী। শুক্রবার, নেতাজি ইন্ডোরে। ছবি: সুদীপ আচার্য
তবে কলকাতা বা কলকাতা পুলিশ ঘিরে যাবতীয় সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী এ দিন কলকাতা পুলিশকেও তার দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নিদান, “কলকাতা পুলিশকে দেশের মধ্যে এক নম্বর হতে হবে।” সমাজে পুলিশের দায়িত্ব কতটা স্পর্শকাতর, তা ব্যাখ্যা করেছেন শহরের পুলিশ কমিশনারও। তিনি বলেন, “ছোট ছোট কাজে পুলিশ ঠিকঠাক সাড়া না-দিলে সমাজে তার বড় প্রভাব থাকে।” ইদানীং পুলিশে শিক্ষিত ছেলেমেয়েরা বেশি আসছেন। সম্প্রতি মহিলা কনস্টেবল নিয়োগের সময়ে দেখা গিয়েছে, অনেকেরই শিক্ষাগত যোগ্যতা প্রত্যাশাতীত— এ কথা জানিয়ে কলকাতা পুলিশের ভবিষ্যৎ উজ্জ্বল বলে আশা রাখেন সুরজিৎবাবু। তিনি বলেন, “শিক্ষিত ছেলেময়েরা আসছে বলে কলকাতা পুলিশ শুধু দক্ষতা নয়, মনের দিক দিয়েও ঢের বেশি আধুনিক হবে।”
‘বছরভর ছুটির দিনেও কাজের চাপে ডুবে থাকা’ পুলিশকর্মী ও তাঁদের পরিজনদের জন্য এ দিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুলিশের জন্য এ ধরনের বিনোদনও খুবই গুরুত্বপূর্ণ বলেই অভিমত প্রকাশ করেছেন মমতা। তাঁর কথায়, “অনেকে বলেন পুলিশ কেন গান গাইবে, পুলিশ কেন অভিনয় করবে? আমি তাঁদের কথা মানি না। পুলিশেরও মন আছে। পুলিশও মানুষ, এটা মনে রাখতে হবে।” পুজো, ভাইফোঁটা বা রাখীর ছুটিতে কাজে ব্যস্ত পুলিশকর্মীদের প্রতি তাঁর সহমর্মিতা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্র ও সঙ্গীতজগতের তারকাদেরও সম্মাননা প্রদান করেন তিনি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.