পুজোর পরেই শহরে ফোর-জি টেলিকম প্রকল্পের কাজ শুরু করবে রিলায়েন্স। শুক্রবার কলকাতা পুর প্রশাসনের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন রিলায়েন্স কর্তৃপক্ষ। যদিও প্রশাসনিক মহলের খবর, ১ অগস্ট মুম্বইয়ে রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরেই তৎপরতা বাড়ে পুর প্রশাসনের। তারই ফলশ্রুতিতে মাত্র এক মাসের মধ্যেই ফয়সালা হল প্রায় এক বছরের উপরে ফেলে রাখা আবেদন।
এ দিন সিদ্ধান্ত হয়েছে, ওই প্রকল্পের লাইসেন্স-ফি বাবদ পুরসভা মাত্র এক টাকা নেবে রিলায়েন্সের থেকে। তবে শুধু রিলায়েন্স নয়, শহরে ফোর-জি টেলিকম প্রকল্প বসাতে আগ্রহী আর এক সংস্থা এয়ারটেলও সেই সুবিধা পাচ্ছে। পুরসভা সূত্রের খবর, আগামী মেয়র পরিষদের বৈঠকে ওই দুই সংস্থার প্রকল্প অনুমোদন করা হবে। এ দিন পুরসভায় বৈঠকে ছিলেন মেয়র পারিষদ (ইঞ্জিনিয়ারিং) অতীন ঘোষ, পুর কমিশনার খলিল আহমেদ ও রিলায়েন্সের টেলিকম প্রকল্পের পূর্বাঞ্চল প্রধান তরুণ ঝুনঝুনওয়ালা।
অতীনবাবু জানান, রাস্তার নীচে কাজ করার জন্য পুর নিয়মে যে সব খরচের কথা বলা রয়েছে, তা মিটিয়ে দেবে ওই দুই সংস্থা। প্রকল্পে মোট খরচের ২৫ শতাংশ ব্যাঙ্ক গ্যারান্টি হিসেবে জমা রাখবে তারা। দু’পক্ষই এ দিনের বৈঠকে সহমত হওয়ায় স্বস্তিতে পুর প্রশাসন। অতীনবাবুর দাবি, ফোর-জি টেলিকম প্রকল্পে শহরে প্রায় ১০ হাজার কোটি টাকা লগ্নি হবে। যা পুরসভার ইতিহাসে এক নজির হয়ে থাকবে।
|
এখন থেকে সেই সব ট্রাস্ট ও প্রতিষ্ঠানে আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি (ইউসিবি) অর্থ দান করতে পারবে না, যেখানে কোনও পদে আসীন তাদেরই কোনও ডিরেক্টর বা তাঁর আত্মীয়। শুক্রবার ইউসিবিগুলিকে অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। প্রসঙ্গত, প্রতিটি ইউসিবি এক বছরে আগের বছরের মুনাফার সর্বোচ্চ ১% দান করতে পারে। শীর্ষ ব্যাঙ্কের দাবি, এ নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়ায় এই পদক্ষেপ।
|
গ্রাহক চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই ‘সেভিংস (ট্যাক্সেবল) বন্ডস ২০০৩’ ভাঙিয়ে নিতে টাকা তুলে নিতে পারবেন বলে শুক্রবার জানাল রিজার্ভ ব্যাঙ্ক। তবে এ জন্য বয়স হতে হবে ৬০ বছর বা তার বেশি। ৮% সুদের এই বন্ড করযোগ্য।
|
লাইসেন্স ফি স্থির করতে টেলিকম দফতরের নতুন প্রস্তাবের জেরে নেট ব্যবহারের খরচ ৩০% বাড়বে বলে দাবি সংশ্লিষ্ট শিল্পের। সংযুক্ত লাইসেন্সের ফি নির্ধারণে নয়া সংশোধনী প্রস্তাব এনেছে তারা। |