পাথর বোঝাই করতে আসা লরি, ট্রাক বা অন্য যানবাহনে পাথর বোঝাই করার জন্য দু’টি শ্রমিক সংঘটনের শ্রমিকেরা জোর করে ‘অবৈধ’ ভাবে টাকা তুলছে। এর ফলে লরি মালিকেরা জোর জুলুমের শিকার হচ্ছেন বলে অভিযোগ। অবিলম্বে নলহাটি পাথর শিল্পাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এবং জোর করে টাকা আদায় বন্ধের দাবি জানিয়ে শুক্রবার সকাল থেকে সিএডিসি মোড়ে অবস্থান-বিক্ষোভ করে বিজেপি। এ দিন, সকালে অবশ্য বিজেপির আন্দোলন ঘিরে ওই মোড়ে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, পাথর বোঝাই করা নিয়ে শ্রমিকদের একাংশ সিএডিসি মোড়ে বিজেপি র আন্দোলন চলাকালীন পাথর বোঝাই করার জন্য গাড়ি ঢোকাতে চালকদের বাধ্য করেন। তার আগে অবশ্য বিজেপির কর্মীরা ওই মোড়ে নলহাটি পাথর শিল্পাঞ্চলে লরি বা ট্রাক ঢুকতে না পারে, তার জন্য অবরোধ করেন। দলের নলহাটি ১ ব্লক সভাপতি অনিল সিংহের দাবি, “আন্দোলনকারী শ্রমিকেরা ত্রিপাক্ষিক চুক্তি মানছেন না। উল্টে কাজে না গিয়ে নলহাটি থানার কোঠাতলা মোড়ে জোর করে টাকা আদায় করছেন।” নলহাটি পাথর ব্যবসায়ী মালিক সমিতির একটি সংগঠনের সভাপতি আনন্দ যাদব বলেন, “ পুলিশ-প্রশাসনকে বার বার বলা হলেও শ্রমিকেরা কাজে না গিয়ে কর্মস্থল থেকে দূরে বসে টাকা তুলছেন।” আইএনটিইউসি-র জেলা সভাপতি মৃণাল ঘোষ বলেন, “সংগঠনের শ্রমিকেরা কোনও টাকা তুলছেন না। শ্রমের বিনিময়ে যা প্রাপ্য তাঁরা সেটাই নেন।” একই বক্তব্য টিউসিসি-রও।
|
অবশেষে আজ, শনিবার থেকে বাস পরিষেবা স্বাভাবিক হচ্ছে সিউড়ি-সাঁইথিয়া রুটে। নিরাপত্তার দাবিতে রবিবার থেকে বাস বন্ধ রয়েছে সিউড়ি-সাঁইথিয়া রুটে। প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় বৃহস্পতিবার বাসকর্মীরা সিদ্ধান্ত নেন, আরও দু’টি রুটে শুক্রবার থেকে বাস বন্ধ করে দেওয়া হবে। এর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। এ দিন আরটিও রাজীব মণ্ডলের উদ্যোগে বাসমালিক সংগঠন, বাস কর্মী সংগঠন ও ইটাগড়িয়া গ্রামের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। আইএনটিইউসির জেলা সভাপতি মৃণাল বসু ও আইএনটিটিইউসির জেলা পরিবহণ সংস্থার সভাপতি নাজিবুল ইসলাম বলেন, “বিষয়টি মিটে গিয়েছে। এ দিন দুপুর থেকেই বাস চলতে শুরু করেছে। আজ শনিবার থেকে স্বাভাবিক হয়ে যাবে।” আরটিও বলেন, “পুলিশকে নিরাপত্তার বিষয়টি দেখতে বলা হয়েছে।”
পুরনো খবর: মিটল না বাস সমস্যা |
রবীন্দ্র সমসাময়িক বাংলা গীতিকারদের নিয়ে একটি তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছে বিশ্বভারতীতে। আলোচনার পাশাপাশি থাকছে সঙ্গীতানুষ্ঠানও। উদ্যোক্তা সঙ্গীতভবন। উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত বৃহস্পতিবার লিপিকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। ‘রবীন্দ্রনাথ ও সমসাময়িক বাংলা গীতিকারগণ’ শীর্ষক ওই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের পাশাপাশি দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন, দিলীপকুমার রায় ও কাজী নজরুল ইসলামের গান নিয়েও আলোচনা চলছে। |