সিউড়ি-সাঁইথিয়া (ভায়া ইটাগড়িয়া) রুটে বাস চলাচল সমস্যা মিটল না বৃহস্পতিবারও। বরং এ দিনের বৈঠকে সমস্যা আরও বেড়ে গেল। কারণ, আজ, শুক্রবার থেকে ভায়া মহম্মদবাজার ও ভায়া পুরন্দরপুর রুটেও বাস বন্ধ করে দেওয়া হবে বলে কর্মীরা জানিয়েছেন।
নিরাপত্তার দাবিতে রবিবার থেকে বাস বন্ধ রয়েছে সিউড়ি-সাঁইথিয়া (ভায়া ইটাগড়িয়া) রুটে। এ ভাবে বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। সমস্যা মেটাতে বৃহস্পতিবার জেলা বাস মালিক সমিতি এবং জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন শ্রমিক সংগঠনগুলির নেতৃত্ব ও বাস কর্মীদের নিয়ে বৈঠক করে। কিন্তু কোনও সমাধান সূত্র মেলেনি।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে সাঁইথিয়া থেকে সিউড়ি যাওয়ার পথে একটি বাসের কর্মীর সঙ্গে ভাড়া নিয়ে বিবাদ হয় কলেজ ছাত্রী ও তার দিদির সঙ্গে। ওই দিনের মতো ঝামেলা মিটে যায়। পরের দিন বাসটি সিউড়ি থেকে ছেড়ে সাঁইথিয়া আসার পথে ইটাগড়িয়ায় জানে আলম নামে ওই কর্মীকে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। তার পরেই এই অচলাবস্থা। আইএনটিইউসির জেলা সভাপতি মৃণাল বসু বলেন, “কর্মীরা নিরাপত্তার স্বার্থে বাস চালানো বন্ধ রেখেছেন। তাঁরা গোটা জেলায় বাস বন্ধের দাবি জানিয়েছিলেন। তাঁদের অনেক বোঝানো হয়েছে। তবে, প্রশাসন ব্যবস্থা না নিলে সোমবার থেকে জেলা জুড়ে বাস বন্ধের ডাক দেওয়া হবে।”
এ দিকে, সাঁইথিয়ার বাসিন্দা তথা সিউড়ি সেন্ট অ্যান্ড্রুজ হাইস্কুলের শিক্ষক কৌশিক মুখোপাধ্যায়, সাঁইথিয়ার মুরাডিহি কলোনির বাসিন্দা প্রদীপ বসাকরা বলেন, “বাস বন্ধ করে দেওয়ায় আমাদের দুর্ভোগের শেষ নেই।” আরটিও রাজীব মণ্ডল বলেন, “সমস্যা মেটানোর চেষ্টা করছি।” |