নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
ভাড়া নিয়ে গণ্ডগোলের জেরে রবিবার থেকে বাস চলাচল বন্ধ রয়েছে সিউড়ি-সাঁইথিয়া (ভায়া ইটাগড়িয়া) রুটে। ফলে ভোগান্তির শেষ নেই নিত্য যাত্রীদের। কবে বাস চলাচল স্বাভাবিক হবে তার কোনও সদুত্তর দিতে পারছে না স্থানীয় প্রশাসন থেকে বাস মালিক সমিতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার দুপুরে সাঁইথিয়া থেকে সিউড়ি যাওয়ার পথে একটি বাসের কর্মীর সঙ্গে ভাড়া নিয়ে বিবাদ হয় কলেজ ছাত্রী ও তার দিদির সঙ্গে। ওই দিনের মতো ঝামেলা মিটে যায়। পরের দিন বাসটি সিউড়ি থেকে ছেড়ে সাঁইথিয়া আসার পথে ইটাগড়িয়ায় জানে আলম নামে ওই কর্মীকে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। ওই কর্মীর অভিযোগ, “ইটাগড়িয়া থেকে সিউড়ির ভাড়া ৮ টাকা। |
কলেজ ছাত্রী ও তাঁর সঙ্গে থাকা এক মহিলা মোট ৬ টাকা দেন। বচসার পরে তাঁরা ১০ টাকা দেন। ওখানেই বিষয়টি মিটে যায়। পরের দিন সকাল ৭.২০ নাগাদ ইটাগড়িয়া বাসস্ট্যান্ডে বাস দাঁড়াতেই আমাকে এক জন ডাকে। আমি এগিয়ে যেতেই ৫-৬ জন মিলে আমাকে বেধড়ক মারে।” আইএনটিউসির জেলা সভাপতি মৃণাল বসু বলেন, “ওই কর্মী থানায় অভিযোগ করেছেন। নিরাপত্তার দাবিতে বাস বন্ধ রাখা হয়েছে। আজ, বৃহস্পতিবার বাস কর্মীদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।” বাস মালিক সমিতির জেলা সম্পাদক শুভাশিস মুখোপাধ্যায়ও বলেন, “রাস্তা ঘাটের যা অবস্থা, এমনিতেই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। তার পরে অন্যায় ভাবে কাউকে মারধর করা হবে, তা মেনে নেওয়া যায় না।”
পুলিশ জানায়, ‘প্রহৃত’ বাসকর্মীর বাড়ি ইটাগড়িয়ার কাছাকাছি একটি গ্রামে। ওই গ্রামের লোকেরা ইটাগড়িয়ার লোকেদের মারধর করেছে পাল্টা অভিযোগ হয়েছে। জেলা আরটিও রাজীব মণ্ডল অবশ্য বলেন, “বাস বন্ধ থাকার খবর নেই। এ ব্যাপারে আমার কাছে কেউ আবেদন করেননি। তা ছাড়া, এ সব বিষয় পুলিশের।”
|