গ্রেফতার দম্পতি
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
ভাইয়ের স্ত্রীকে বিষ খাইয়ে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ননদ ও ননদাইকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন সরস্বতী মেটে ও তাঁর স্বামী রাজু মেটে। পাত্রসায়র থানার জামকুড়ি গ্রামের বাসিন্দা ওই দম্পতিকে মঙ্গলবার রাতে বাড়ি থেকে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের মে মাসে পাত্রসায়রের আখড়াশাল গ্রামে লক্ষ্মীপ্রিয়া মিদ্যা নামে এক বধূর মৃত্যু হয়। মৃতার বাবা অজয় মল্লিক পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করে বিষ খাইয়ে মেরেছে। ওই ঘটনায় পুলিশ মৃতার স্বামী-সহ তিন জনকে গ্রেফতার করলেও এতদিন এই দম্পতিকে ধরতে পারেনি। বুধবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
ভাঙা রাস্তা নিয়ে ক্ষোভ, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ছাতনা |
বাঁকুড়া-ছাতনা রাস্তা সংস্কারের কাজ অবিলম্বে শুরু করার দাবিতে পথ অবরোধ করল বিজেপি। ছাতনার দুবরাজপুর মোড়ে মঙ্গলবার প্রায় এক ঘণ্টা তারা অবরোধ করে। বাঁকুড়া থেকে পুরুলিয়া যাওয়ার এই মূল সড়ক দীর্ঘ দিন ধরে খানাখন্দে ভরে গিয়েছে। পূর্ত দফতর সূত্রে খবর, রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যেই প্রায় ৮৮ কোটি টাকা বরাদ্দও হয়েছে। বিজেপি-র জেলা সহ-সভাপতি জীবন চক্রবর্তী বলেন, “রাস্তাটির বেহাল দশায় প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। অথচ টাকা পেয়েও পূর্ত দফতর রাস্তাটি সংস্কার করছে না।” পূর্ত দফতরের এক আধিকারিক বলেন, “বাঁকুড়া-শালতোড়া রাস্তায় যমুনা জোড়ের উপর একটি নতুন সেতু নির্মাণ করতে হবে। পঞ্চায়েত ভোটের জন্য ওই নতুন সেতুটির সমীক্ষা করা যায়নি। দ্রুত ওই রাস্তায় হাত দেব।”
|
কুয়োয় যুবকের দেহ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ব্যস্ত রাস্তার ধারে একটি কুয়োর ভিতরে মিলল এক যুবকের দেহ। বুধবার পুরুলিয়া বাসস্ট্যান্ডের অদূরে ভাটবাঁধ রাস্তার পাশে, পেট্রল পাম্পের কাছে কুয়োর জলে অভিষেক দাস (২৭) নামে ওই যুবকের দেহ ভাসতে দেখা যায়। পুরুলিয়া শহরের মিশনরোড এলাকার পাথরডি পাড়ায় তাঁর বাড়ি। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে তাঁরা মৃতের দেহে আঘাতের কোনও চিহ্ন পায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁর মুখের কাছে রক্ত লেগেছিল। মৃতের পরিবার জানিয়েছে, তিনি জামশেদপুরে একটি ওষুধের দোকানে কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। সোমবার রাতে ঘটনাস্থলের কাছে কয়েকজন যুবকের সঙ্গে তাঁকে কথা বলতে দেখা গিয়েছিল বলে পরিবারের এক সদস্য জানান। তার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
|
জলমগ্ন কজওয়ে, বন্ধ রাস্তা
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
জলমগ্ন ভৈরববাঁকির কজওয়ে। পাহারায় পুলিশ। ছবি: উমাকান্ত ধর |
ফের বৃষ্টির জেরে বারিকুল থানার অমৃতপাল গ্রামে কজওয়ের উপর দিয়ে ভৈরববাঁকি নদীর জল বইতে শুরু করেছে। ফলে বুধবার সকাল থেকে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল ফের বন্ধ হয়ে যায়। রাইপুর ব্লক সদরের সঙ্গে ফুলকুসমা, মেলেড়া ও ঢেকো পঞ্চায়েতের ৪০টি গ্রামের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাতড়ার মহকুমাশাসক শুভেন্দু বসু বলেন, “গত দু’দিনের বৃষ্টিতে মুকুটমণিপুর জলাধারে জলস্তর কিছুটা বাড়লেও তা বিপদসীমার নীচে রয়েছে। জলাধার থেকে জল ছাড়া হয়নি।” |