টুকরো খবর
বাসে বন্দুক, অস্ত্র ট্রেনেও
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র।—নিজস্ব চিত্র।
বাস থেকে আটটি একনলা বন্দুক উদ্ধার করল পুলিশ। শুক্রবার কাটোয়া বাসস্ট্যান্ডে বর্ধমান-কাটোয়া রুটের একটি বাসের সিটের তলা থেকে সেগুলি উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দু’জনকে। বর্ধমান স্টেশনে জামালপুর এক্সপ্রেস থেকেও এ দিন অস্ত্র উদ্ধার করে রেলপুলিশ। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, কাটোয়া থানার ওসি সনৎকুমার দাস একটি সূত্রে অস্ত্র পাচারের খবর পেয়ে কাটোয়ার পঞ্চাননতলা থেকে বাসটিকে অনুসরণ করেন। বিকেল ৪টে নাগাদ বাসটি স্ট্যান্ডে পৌঁছলে পুলিশ তল্লাশি চালিয়ে একটি থলি থেকে ওই বন্দুকগুলি উদ্ধার করে। পুলিশ জানায়, সেগুলিতে বাঁট লাগানো ছিল না। নলগুলি খুলে নানা ভাগে রাখা হয়েছিল। ধৃত হাসিবুর শেখ কাটোয়ার খাজুরডি ও সহিদুল শেখ কেশিয়া গ্রামের বাসিন্দা। সহিদুলের বিরুদ্ধে অন্তত তিনটি খুনের মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানান। পুলিশ জানায়, এত দিন ট্রেনে এই ধরনের অস্ত্র পাচার হতো। বাস থেকে এই পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনা সাম্প্রতিক অতীতে জেলায় ঘটেনি। পুলিশের সন্দেহ, বিহারের মুঙ্গের থেকে এই বন্দুকগুলি পাচার করা হচ্ছিল। পুলিশ সুপার বলেন, “কোথায় এই আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল, পাচার চক্রে কারা জড়িত, তা জানতে পুলিশ ধৃতদের জেরা করবে। আগেও কাটোয়ার খাজুরডি ও কেশিয়া গ্রামে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।” আজ, শনিবার ধৃত দু’জনকে আদালতে তোলা হবে। এ দিন সকালেই বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে জামালপুর এক্সপ্রেস থেকে দু’টি পিস্তল, দু’টি ম্যাগাজিন, প্যানকার্ড, টাকার ব্যাগ ও ১৮টি গুলি উদ্ধার করেছে রেলপুলিশ। এই অস্ত্র পাচারে জড়িত অভিযোগে রবি পাসোয়ান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি বিহারের ভাগলপুরে।

কম্পিউটার চুরি, স্কুলে পড়া লাটে
স্কুলের সমস্ত কম্পিউটার মাত্র এক রাতে চুরি হয়ে যাওয়ায় প্রায় ৬০০ ছাত্রীর কম্পিউটার শিক্ষাই বন্ধ হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে রায়নার সেহারাবাজার বালিকা বিদ্যালয়ে। স্কুলের প্রধান শিক্ষিকা তাহেরা বেগম জানিয়েছেন, শুক্রবার সকালে স্কুল খুলতেই আবিষ্কৃত হয়, দোতলার জানলার গ্রিল ভেঙ্গে চোরেরা ঢুকে মোট ৯টি কম্পিউটার ও ১০টি সিপিইউ চুরি করেছে। থানা ঘটনাটির তদন্ত শুরু করলেও এখনও খোয়া যাওয়া কম্পিউটারের হদিশ করতে পারেনি। প্রধানশিক্ষিকার কথায়,“ দুটি সরকারি প্রকল্পে এই স্কুলে মোট দশটি কম্পিউটার দান করা হয়েছিল। এইগুলির সাহায্যে স্কুলের প্রায় ৬০০ ছাত্রী কম্পিউটার শিখতো। কিন্তু সেগুলির মধ্যে ৯টি খোয়া যাওয়ায় তাদের কম্পিউটার শিক্ষার ক্লাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আমরা।”

গাড়ি চুরি চক্র
উদ্ধার হওয়া গাড়ি।—নিজস্ব চিত্র।
একটি গাড়ি চুরি চক্রের হদিস মিলেছে বলে জানাল পুলিশ। বর্ধমান থানা সূত্রে জানানো হয়েছে, গত জুনে শহরের উল্লাসের কাছ থেকে খোয়া যাওয়া একটি গাড়ি উদ্ধার করার পরেই বৃহস্পতিবার এই চক্রের খোঁজ মিলেছে। ওই গাড়ি চুরিতে জড়িত সন্দেহে বর্ধমানের কানাইনাটশাল ডিভিসি মোড়ের বাসিন্দা গোপাল সিংহ ও রায়নার বনতিরের বাসিন্দা ভাস্কর কর্মকার নামে দু’জনকে গ্রেফতার করা হয়। আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় জানান, তাদের জেরা করেই বীরভূমের সিউড়ির পাথরচাপুড়ি থেকে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়। একটি দলকেও চিহ্নিত করা হয়েছে।

শক্তিগড়ের খুনে ধৃত দুই
এক বেসরকারি লগ্নি সংস্থার কর্মীকে খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ অগস্ট শক্তিগড়ের কাছে এক পরিত্যক্ত পেট্রোল পাম্পের সামনে নীলাদ্রি বিশ্বাস নামে ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথার পিছনে ক্ষতচিহ্ন ছিল। তাঁর মোটরবাইক, মোবাইল ফোন ও ল্যাপটপটি খোয়া যায়। এই ঘটনায় শেখ মোজেশ ও শেখ আজিজুল নামে দু’জনকে ধরা হয়েছে। তাদের বাড়ি শক্তিগড় ও তাঁতখণ্ডে। পুলিশ জানায়, ধৃতেরা ছিনতাইয়ে যুক্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.