বোর্ড গঠন নিয়ে কাজিয়া তৃণমূলে
ঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সময়ে নিজেদের মধ্যেই ভোটাভুটি এড়াতে পারল না তৃণমূল।
ঘটনাটি ঘটেছে গলসি ২ পঞ্চায়েত সমিতিতে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গলসি ২ পঞ্চায়েত সমিতিতে ২৭টি আসনের মধ্যে তৃণমূল ২০, সিপিএম ৪, ফরওয়ার্ড ব্লক ২ ও কংগ্রেস একটি আসন পেয়েছে। এ দিন বোর্ড গঠন ঘিরে গোলমালের আশঙ্কায় ব্লক অফিসে কড়া পুলিশি প্রহরা ছিল। শপথগ্রহণ অনুষ্ঠানের পরেই সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের সদস্যেরা বেরিয়ে যান। কুড়ি জন তৃণমূল সদস্যের সঙ্গে হাজির ছিলেন একমাত্র কংগ্রেস সদস্য। এই সমিতির সভাপতি আসনটি মহিলা তফসিলি উপজাতির মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত। সেই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূলের রবিমনি কিস্কু। কিন্তু গোল বাধে সহ-সভাপতি নির্বাচনের সময়।
সহ-সভাপতি হিসেবে তৃণমূলের দু’টি গোষ্ঠী দু’জন প্রার্থীর নাম প্রস্তাব করে। সমিতির তৃণমূল সদস্য নারায়নচন্দ্র ধারা ওই পদে দেবদাস মুখোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। আবার সমিতিরই আর এক তৃণমূল সদস্য ঝর্না হাজরা কানাইলাল চৌধুরীর নাম প্রস্তাব করেন। তাঁকে সমর্থন করেন সভাপতি রবিমনি কিস্কু। দলের স্থানীয় গোষ্ঠী রাজনীতিতে দেবদাসবাবু ব্লক যুব তৃণমূল সভাপতি আমানুল্লা মণ্ডলের অনুগামী হিসেবে পরিচিত। কানাইলালবাবু আবার দলের ব্লক সভাপতি বাসুদেব চৌধুরীর ঘনিষ্ঠ। ভোটাভুটির পরে কানাইলালবাবু ১২-৮ ভোটে হারান দেবদাসবাবুকে। একটি ভোট বাতিল হয়।
দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা পরোক্ষে মেনে নিয়ে আমানুল্লা মণ্ডল বলেন “দলের ব্লক সভাপতি আমাদের সঙ্গে অসহযোগিতা করছেন। এলাকার পঞ্চায়েতগুলির প্রধান ও উপপ্রধান নির্বাচনের সময়েও আমাদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। আমরা সমিতির সহ-সভাপতি পদে প্রবীণ সদস্য দেবদাসবাবুর নাম প্রস্তাব করেছিলাম। ওরা রাজি না হওয়ায় বাধ্য হয়ে ভোটাভুটিতে গিয়েছি।” তৃণমূলের গলসি-২ ব্লক কার্যকরী সভাপতি নবকুমার হাজরার পাল্টা দাবি, “সহ-সভাপতি পদে কানাইলালবাবুই উপযুক্ত। আমানুল্লারা সে কথা না মানায় ভোটাভুটি হয়। শেষে কানাইলালবাবুই জিতলেন।” এ দিন পূর্বস্থলী ১ ব্লকে কাগজ-বিভ্রাটে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের কাজ পিছিয়ে যায়। শপথ গ্রহণের সময়ে সদস্যদের হাতে দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের শপথ পাঠের কাগজ। ভুল স্বীকার করে বিডিও নতুন শপথপত্র আনার ব্যবস্থা করেন। কালনার মহকুমাশাসক শশাঙ্ক শেঠি বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখব।” তৃণমূলের দখলে যাওয়া ওই পঞ্চায়েত সমিতিতে সভাপতি হন দিলীপ মল্লিক ও সহ-সভাপতি সোমবারি বাস্কে। এ দিনই কালনা ১ ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন হয়। সেগুলিও তৃণমূল দখল করেছে। কালনা ১ পঞ্চায়েত সমিতিতে শ্রাবণী পাল সভাপতি ও উদয়শঙ্কর ঘোষ সহ-সভাপতি হন। মন্তেশ্বরে গুকরুনা ইয়াসমিন সভাপতি ও স্বপন ঘোষ সহ-সভাপতি হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.