ক্ষতি করে শিল্প নয়, বলল এসার |
গ্রামোন্নয়ন ও স্থানীয়দের নিয়োগের দাবিতে বৃহস্পতিবার কাঁকসার আকন্দারায় এসারের কাজে বাধা দিয়েছিলেন এলাকাবাসী। শুক্রবার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি বৈঠক হয় দুর্গাপুরের মহকুমাশাসকের দফতরে। বৈঠকে ছিলেন গলসির ফরোয়ার্ড ব্লক বিধায়ক সুনীল মণ্ডল, ভূমি সংস্কার দফতরের আধিকারিক, ইন্ডিয়ান অয়েলের প্রতিনিধি, এসার অয়েলের প্রজেক্ট ডিরেক্টর অপূর্ব রঞ্জন-সহ অন্যান্য আধিকারিকেরাও। সুনীলবাবু বলেন, “এলাকার বাসিন্দাদের স্বার্থের দিকটি ভেবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছি এসার অয়েল কর্তৃপক্ষকে।” এসার অয়েল কর্তৃপক্ষও তাঁদের বক্তব্য তুলে ধরেন বৈঠকে। সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ঠিকাদার সংস্থা কাজের দায়িত্বে রয়েছে। এলাকা পরিদর্শন করে তাঁরা ওই ঠিকাদার সংস্থাকে তাঁদের বার্তা জানিয়ে দেবেন। বৈঠকে বৃহস্পতিবারের আকন্দারার আন্দোলনের প্রসঙ্গও ওঠে। ওই আধিকারিক বলেন, “স্থানীয় মানুষের ক্ষতিসাধন করে শিল্প স্থাপনের পক্ষপাতী আমরা নই।” গত ১১ অগস্ট দুর্গাপুরে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্থানীয় বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক ও স্থানীয় তৃণমূল নেতাদের নিয়ে একটি বৈঠক করেন। আন্দোলনের নামে শিল্পায়নের গতি আটকালে রাজ্য সরকার তা বরদাস্ত করবে না বলে জানিয়েছিলেন পার্থবাবু। এ ছাড়া, এসার অয়েল কর্তৃপক্ষকেও প্রতিশ্রুতি পালনের দিকটি ভেবে দেখতে বলেছিলেন তিনি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না কর্তৃপক্ষের তরফে। তাঁদের আরও অভিযোগ, জনবহুল এলাকার ভিতর দিয়ে ইন্ডিয়ান অয়েলের তেলের পাইপ লাইনের গা ঘেঁষে গ্যাসের পাইপ লাইন বসানোর কাজ হচ্ছে। এই কাজে বাধা দেন কাঁকসার সুভাষপল্লির বাসিন্দারা। নেতৃত্বে ছিলেন সুনীলবাবু।
|
আসানসোল পুরসভার দুই মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে পুরসভার নিরাপত্তা রক্ষীদের হাতে প্রহৃত হয়েছে এক ব্যক্তি। শুক্রবারের ঘটনা। অভিযুক্তকে পুলিশের কাছে দিতে যাওয়ার সময় সে নিরাপত্তা রক্ষীদের হাত ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে দুই আরপিএইচ মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ করে পুরসভায় আসা এক ব্যক্তি। সেই সময় পুরসভায় কর্তব্যরত দুই নিরাপত্তারক্ষী এই ঘটনা দেখতে পান। তাঁরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। প্রথমে তাঁরাই তাকে মারধর করেন। এর পর থানায় নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত নিরাপত্তারক্ষীদের হাত ছাড়িয়ে পালিয়ে যায়।
|
বেতন অনিয়মিত, ঘেরাও সুপার |
অনিয়মিত বেতন-সহ নানা অভিযোগে আসানসোল ইএসআই হাসপাতালের সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি মেডিক্যাল টেকনিশিয়ান কনট্রাকচুয়্যাল ওয়ার্কাস ইউনিয়ন। শুক্রবারের ঘটনা। সংগঠনের সভাপতি মুনমুন মুখোপাধ্যায় জানান, হাসাপাতালে ১৪ জন বেসরকারি নিরাপত্তা রক্ষী কাজ করেন। তাঁর দাবি, ওই নিরাপত্তারক্ষীদের এখনও পর্যন্ত পিএফ দেওয়া হয়নি। মেলে না চিকিৎসা-জনিত সুযোগও। তাঁরা বেতন পান অনিয়মিত ভাবে। সুপার আশিস বন্দ্যোপাধ্যায় জানান, দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
এক মোটরবাইক চুরি চক্রের হদিস পেয়েছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই চক্রের তিন পান্ডাকে ধরা হয়েছে। দু’টি মোটরবাইক উদ্ধার হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ফতেপুরের কাছে প্রথমে ধরা হয় রীতেশ নুনিয়া ও বিরজু নুনিয়া নামে দু’জনকে। তাদের জেরা করে পুলিশ করিমডাঙাল এলাকা থেকে মহম্মদ পারভেজ আখতার নামের আরও এক জনকে ধরে। আরও একটি মোটরবাইক উদ্ধার হয়।
|
বিদ্যুতের সরঞ্জাম চুরির অভিযোগে সালানপুর থানার পুলিশ রূপনারায়ণপুর থেকে এক জনকে ধরেছে। বৃহস্পতিবারের ঘটনা। ধৃতের নাম মহম্মদ আসলাম খান। অভিযোগ, রূপনারায়ণপুরের মাইথন সাবস্টেশন থেকে এ মাসের ২৬ তারিখে বেশ কিছু বিদ্যুতের সরঞ্জাম চুরি হয়। বিদ্যুৎ দফতর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, বিদ্যুতের সরঞ্জামগুলি কোথায় রেখেছে সে, তা জানার চেষ্টা করা হচ্ছে।
|
বারাবনির দু’টি বাংলা মাধ্যম স্কুল ও হরিপুরের একটি হিন্দি মাধ্যম উচ্চ প্রাথমিক স্কুলকে মাধ্যমিকে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি এই স্কুলগুলি পরিদর্শনে আসে মধ্যশিক্ষা পর্ষদের জেলা মনিটরিং কমিটির একটি দল। বারাবনির মদনপুর উচ্চ প্রাথমিক, মাজিয়ারা উচ্চ প্রাথমিক ও হরিপুরের হিন্দি জুনিয়র স্কুলগুলিকে মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত করার দাবি বহু দিনের।
|
অবৈধ কয়লা বোঝাই লরি আটক করেছে জামুড়িয়ার পুলিশ। বৃহস্পতিবার রাতে সাতগ্রাম ফটকের কাছে ২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। চালককে গ্রেফতার করা হয়েছে। |