স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ইসলামপুর আদালত। বধূর স্বামীর সঙ্গেই স্বামীর ভাইয়ের ছেলেকেও কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ইসলামপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের (ফাস্ট ট্র্যাক, দ্বিতীয় কোর্ট) বিচারক জাহাঙ্গির কবির এই নির্দেশ দিয়েছেন। সরকারী আইনজীবী ননিগোপাল বিশ্বাস জানান ২০০৯ সালের ২৪ অক্টোবর উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার ডেহুটি এলাকার বাসিন্দা সুরজমালা মুর্মুকে পুড়িয়ে মারার চেষ্টা করার অভিযোগ ওঠে স্বামী দর্জি মুর্মু এবং দর্জির ভাইয়ের ছেলে মোহনের বিরুদ্ধে। দগ্ধ অবস্থায় বধূকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে দজির্র্ মুর্মু ও তাঁর ভাইপো মোহনকে পুলিশ গ্রেফতার করে। মামলায় মোট ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মহিলার মৃত্যুকালীন জবানবন্দিও পেশ হয় আদালতে। সরকারি আইনজীবী ননিগোপালবাবু বলেন, “স্ত্রীর কোনও সন্তান না হওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মেরে আরও একটি বিয়ে করার পরিকল্পনা করেছিল ওই ব্যক্তি। এদিন বিচারক অভিযুক্ত দু’জনকে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা জমার নির্দেশ দেন। অনাদায়ে আরও এক বছর যাবজ্জীবন কারাদণ্ড।”
|
প্রায় দু’মাস বাদে উদ্ধার হল অপহৃত এক নাবালিকা স্কুল ছাত্রী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা মুনইল এলাকার বাসিন্দা ১৬ বছরের একাদশ শ্রেণির ওই ছাত্রীকে গত জুলাইয়ের ৪ তারিখে ফুঁসলে উত্তপ্রদেশে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এলাকার এক যুবক পল্টু দুবের বিরুদ্ধে। বালুরঘাট থানার পুলিশ গত সোমবার উত্তরপ্রদেশের বাহারাইজ জেলার চিরিয়াটার এলাকার একটি বাড়ি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় অভিযুক্ত পল্টু দুবেকেও। বৃহস্পতিবার ওই দুজনকে পুলিশ বালুরঘাটের আদালতে হাজির করালে বিচারক অভিযুক্ত পল্টু দুবেকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশপাশি ওই ছাত্রীকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশও এ দিন দেওয়া হয়।
|
নির্বাচনী-বিধি ভঙ্গের নালিশ |
বিধি না মেনে ডান-বাম রাজনৈতিক দলের তরফেই ভোটের প্রচার শুরু করেছে বলে হলদিবাড়িতে অভিযোগ উঠছে। বিধি ভেঙে পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সরকারি গ্রন্থাগার পিভিএন লাইব্রেরির ফটকে সব দলের পতাকা লাগানো হয়েছে বলে অভিযোগ। পুর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সৌমেন দত্ত বলেন, “রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সরকারি এলাকাকে প্রচারের কাজে ব্যাবহার না করার বিষয়ে বলা হয়েছে। তাই পিভিএন লাইব্রেরীর চত্বর থেকে সমস্ত দলীয় পতাকা সরিয়ে নিতে বলা হয়েছে।”
|
বুধবার রাতে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানা এলাকার একটি গ্রামে এক কৃষকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রমেশ হেমব্রম (৪০)। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তাও বিশদে খতিয়ে দেখা হচ্ছে। |