স্কুল বিক্ষোভ, ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
ঠিক মতো পঠনপাঠন ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে স্কুলে বিক্ষোভ ও ভাঙচুর করল পড়ুয়ারা। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কোচিয়ামারা হেমচন্দ্র হাইস্কুলের ঘটনা। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বিক্ষোভে সামিল হয়। তবে শিক্ষকদের দাবি, ঘরে তালা দিয়ে এ দিন তাঁদের অনেকক্ষণ আটকে রাখা হয়। ক্লাসে ঢুকে পড়ুয়ারা চেয়ার টেবিল, বেঞ্চ ভাঙচুর করে বলেও অভিযোগ। পরে প্রধান শিক্ষক পড়ুয়াদের দাবি মেনে নিলে বিক্ষোভ ওঠে। প্রধান শিক্ষক অচিন্ত্য সর্দার পড়ুয়াদের অভিযোগ স্বীকার করে বলেন, “ওদের ক্ষোভ অমূলক নয়। কিছু শিক্ষকের গাফিলতিতে এই সমস্যা হচ্ছে। তা ছাড়া স্কুলে কিছু পরিকাঠামোর সমস্যা রয়েছে। সেগুলি দ্রুত মেটানোর চেষ্টা চলছে।”
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিক
নিজস্ব সংবাদদাতা • মগরাহাট |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। বুধবার বিকেলে বিলন্দপুর গ্রামের ঘটনা। মৃতের নাম সামিম গাজি (২১)। বাড়ি উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। পুলিশ সূত্রের খবর, ঠিকাদারের অধীনে নলকূপ বসানোর কাজ করত সামিম। বুধবার বিকেলে একটি নলকূপ মেরামতির জন্য লম্বা লোহার পাইপ মাটিতে পুঁতেছিলেন। সে সময়ে পাইপের উপরের অংশ বিদ্যুতের তারে ঠেকে গেলে সামিম বিদ্যুৎস্পৃষ্ট হন। মগরাহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
|
নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
নিখোঁজ এক ব্যক্তির দেহ চার দিন পর ভেসে উঠল পুকুরে। বসিরহাটের চাঁপাপুকুর পঞ্চায়েতের আকতপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সিরাজুল গাজি (৫০)। বাড়ি ওই এলাকায়। বৃহস্পতিবার সকালে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গত ২৬ অগস্ট থেকে নিখোঁজ ছিলেন তিনি।
|
বধূর অস্বাভাবিক মৃত্যু, অভিযুক্ত স্বামী
নিজস্ব সংবাদদাতা • কুলপি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বধূর। বুধবার সন্ধ্যায় কুলপির দেবিয়া গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম প্রিয়াঙ্কা হালদার (২১)। পুলিশ জানায়, মৃতার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও আরও দুই আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সকলেই পলাতক। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
|
নিকাশির দাবিতে বিক্ষোভ ক্যানিংয়ে
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
জলমগ্ন এলাকা থেকে জল সরানোর দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা রাস্তা অবরোধ করলেন ক্যানিং ও বারুইপুরের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ক্যানিং-বারুইপুর রোডের কালাবড়ুর কাছে সকাল ৯টা থেকে দুপুর দু’টো পর্যন্ত অবরোধ চলে। তার জেরে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। |