সিপিএম নেত্রীর স্বামীর পরে এ বার ‘অপহৃত’ হলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য হীরেন চন্দ্র বেরা। বুধবার সন্ধ্যায় মুরারীশা চৌমাথা থেকে তিনি নিখোঁজ হন। আগামী ৩১ অগস্ট হাসনাবাদ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। তৃণমূলের অভিযোগ, বোর্ড গঠনে সুবিধা পেতে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। তাঁদের বক্তব্য, যেহেতু তাঁদের দলের ওই নেত্রীর স্বামীকে তৃণমূল অপহরণ করেছিল বলে তাঁরা অভিযোগ করেছিলেন। তাই তৃণমূলও সেই অভিযোগ করছে। হীরেনবাবুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, হাসনাবাদের ভবানীপুর-২ পঞ্চায়েত এলাকার সজিনাতলা গ্রামের বাসিন্দা হীরেনবাবু। বুধবার সন্ধ্যায় মুরারীশা চৌমাথা থেকে তিনি নিখোঁজ হন। এর আগে গত ২৪ অগস্ট হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সিপিএম সদস্যার স্বামী আব্দুল রজ্জাক মোল্লা অপহৃত হন। মঙ্গলবার ভোরে তাঁকে বসিরহাটের মধ্যমপুর স্টেশন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। হীরেনবাবুর নিখোঁজ হওয়ায় তাঁকে অপহরণ করা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। তাঁর মুক্তির দাবিতে বৃহস্পতিবার স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা ন’পাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
হাসনাবাদ পঞ্চায়েত সমিতির ২৬টি আসনের মধ্যে সিপিএম ১৩টি, তৃণমূল ১২টি এবং কংগ্রেস ১টি আসন পেয়েছে। এই অবস্থায় বোর্ড কারা গঠন করবে তা নিয়ে শুরু হয়েছে জোর লড়াই।
প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, দু’দলই যে পরস্পরের বিরুদ্ধে তাদের নেতাকে অপরহণের অভিযোগ করেছে তার মূলে রয়েছে এই বোর্ড গঠনকে ঘিরে জটিলতা। তবে হীরেনবাবুর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। |