টুকরো খবর |
চড়া রোদে জল নামছে
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল ও তমলুক |
রোদ উঠেছে আকাশে। ক্রমশই উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। ঘাটাল ও দাসপুর-১ ব্লকের বিস্তীর্ণ এলাকার জলমগ্ন গ্রামগুলিতে ধীরে ধীরে জল কমছে। পাঁশকুড়া ও তমলুকেও জল নামছে। এই সময় দূষিত জমা জল থেকে ডায়েরিয়া-সহ নানা অসুখবিসুখ হয়। জলবাহিত এই রোগ যাতে না ছড়ায়, তার জন্য উদ্যোগী হয়েছে প্রশাসন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য বলেন, “বন্যা প্লাবিত এলাকায় প্রতিটি ত্রাণশিবিরের সঙ্গে মেডিক্যাল টিম রয়েছে। পানীয় জলের নলকূপ শোধনের জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মীরা পাঁশকুড়া এলাকায় ইতিমধ্যে কাজ শুরু করেছেন।” ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন, “পঞ্চায়েতগুলিতে কিছু ওষুধও পাঠিয়ে রেখেছি। গ্রামে গ্রামে প্রচারও চালানো হচ্ছে।
|
কেশপুরে সংগঠন পুনর্গঠন সিপিএমের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সংগঠন পুনর্গঠনের লক্ষ্যে বুধবার সিপিএমের কেশপুর জোনাল কমিটির এক বর্ধিত সভা হল মেদিনীপুরে। সেখানে দলীয় কর্মীদের ১৮ দফা নির্দেশের মধ্যে তাৎপর্যপূর্ণ ছিল বই পড়া। ১০টি বই আবশ্যিক ভাবে কিনতে বলা হয়েছে। বৈঠকে বিভিন্ন গণ-সংগঠনের কাজ দেখভালের জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। যেমন, ছাত্র-যুবর কাজকর্ম দেখবেন তন্ময় ঘোষ, সোমনাথ পালধি এবং ইন্তাজ আলি। মহিলার দায়িত্বে থাকছেন রুবি রায়। তাঁকে সহযোগিতা করবেন নন্দরানি ডল। কৃষকসভার কাজকর্ম দেখভাল করবেন জহিরুল হক এবং নুরুল ইসলাম। এঁদের সহযোগিতা করবেন রামেশ্বর দোলুই।
|
শিক্ষক-মৃত্যু, ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
স্কুল শিক্ষকের মৃত্যুর ঘটনায় বুধবার রাতে চন্দ্রকোনার ভৈরবপুর থেকে চার জনকে গ্রেফতার করল পুলিশ। গত মঙ্গলবার ভোরে বাড়ি সংলগ্ন একটি গাছ থেকে চন্দ্রকোনার ভৈরবপুর রামগতি হাইস্কুলের পার্শ্বশিক্ষক প্রতাপ ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সুইসাইড নোটে প্রতাপবাবু গ্রামের বারো জনের নাম লিখে গিয়েছেন। তার মধ্যে চার জনকে ধরা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতে পাঠান। এ দিকে, দোষীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবারও স্কুলে বিক্ষোভ হয়। ছাত্রদের উস্কানি দেওয়ার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ।
|
সোনা চুরি, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
৪০০ গ্রাম সোনা চুরির অভিযোগে বুধবার রাতে মহিষাদল থানার পুলিশ দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে এক যুবককে গ্রেফতার করল। মহিষাদলের রামবাগের বাসিন্দা ধৃত সমীরণ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে গোপালপুরের বাবলু পাড়ুই ও তমলুকের পার্বতীপুরের বাজিরাও সিতারাম মদিনা নামে দুই সোনা ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে মাত্র ৩৫ গ্রাম সোনা মেলে। তিন জনেরই পুলিশ হেফাজত হয়েছে। |
|