জমি-জট কাটিয়ে বেশ কয়েকটি প্রকল্প রূপায়ণের পথ খুলে দেওয়া গিয়েছে বলে দাবি করল রাজ্য সরকার। সব মিলিয়ে ২০০০ কোটি টাকার বিনিয়োগ আসবে এবং কয়েক হাজার কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার মন্ত্রিসভার শিল্প বিষয়ক সাব-কমিটির বৈঠকের পরে পার্থবাবু এই বিনিয়োগের সবিস্তার বিবরণ দেন। পুরুলিয়ার রঘুনাথপুরে স্টিল অ্যান্ড অ্যালায়েড পার্কের জন্য ডিভিসি-কে ১০০ একর জমি দিচ্ছে রাজ্য। সেখানে ৫২৫ কোটি টাকা লগ্নি করে উপনগরী নির্মাণ করবে তারা। খড়্গপুরে বিদ্যাসাগর শিল্প পার্কের জন্য অম্বয় এবং শালিমার সংস্থাকে যথাক্রমে আড়াই এবং পাঁচ একর জমি দেওয়া হচ্ছে। বিনিয়োগ হবে ৬৬ কোটি টাকা। পানাগড়ের শিল্পতালুকেও বেশ কয়েকটি সংস্থাকে জমি দিচ্ছে সরকার। হিন্দুস্থান পেট্রোকেমিক্যাল কর্পোরেশন ৭৫ একর জমিতে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। তারা সেখানে একটি এলপিজি বটলিং প্ল্যান্ট গড়ছে। এ ছাড়া জয়শ্রী টি পানাগড়ে ২৩ একর জমিতে ৮০ কোটি টাকা বিনিযোগ করে সার কারখানা গড়বে।
|
কেজি বেসিনের (কেজি-ডি৬ ব্লক) ‘আর-সিরিজ’ গ্যাস ক্ষেত্রে ৩১৮ কোটি ডলার লগ্নির অনুমতি পেল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ ও তাদের সহযোগী ব্রিটেনের তেল সংস্থা বিপি। ‘আর-সিরিজের’চারটি ক্ষেত্রের মধ্যে অবশ্য শুধু ডি-৩৪ ক্ষেত্রকেই এর আগে বাণিজ্যিক ভাবে গ্যাস উৎপাদনের যোগ্য বলে ঘোষণা করেছিল পেট্রোপণ্য সংক্রান্ত নিয়ন্ত্রক ডিজিএইচ। বৃহস্পতিবার তারা ওই ক্ষেত্রে আগামী ১৩ বছর ধরে দিনে ১.৩০-১.৫০ কোটি ঘন মিটার গ্যাস উৎপাদন করতে সায় দিয়েছে রিলায়্যান্স-বিপিকে। আশা, এর ফলে কেজি বেসিনে গ্যাস উৎপাদন বাড়বে।
পুরনো খবর: কেজি বেসিনে রিলায়্যান্সের অতিরিক্ত লগ্নি প্রস্তাব বাতিল
|
নিউ টাউনের অ্যাক্সিস মলে চালু হল ক্যামেলিয়া গোষ্ঠীর ক্লাব ‘অ্যাগোরা’। ৩৫ হাজার বর্গফুট জুড়ে তৈরি এই ক্লাবে রেস্তোরাঁ, লাউঞ্জ বার, ব্যাঙ্কোয়েট হল ছাড়াও আছে স্পা ক্যাফে, হেল্থ ক্লাব, টেনিস কোর্ট, জিমনাসিয়াম ইত্যাদি। |