দগ্ধ অবস্থায় কেন্দা ফাঁড়িতে দৌড়ে যাওয়া যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানাল আসানসোল হাসপাতাল। তিনি চার জনের নামে পুলিশের কাছে লিখিত অভিযোগও করেছেন এ দিন। তরুণ বন্দ্যোপাধ্যায় নামে রানিগঞ্জের জেকে নগরের বাসিন্দা ওই যুবক অভিযোগ করেন, জামুড়িয়ার ডোবরানায় এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন বুধবার রাতে। কেন্দা মোড়ের অদূরে সাগর বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, অভয় উপাধ্যায় ও সন্দীপ ঘোষাল নামে তাঁর পরিচিত চার জন গায়ে কেরোসিন ঢেলে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। পুরনো বিবাদের জেরেই ওই চার জন এমন কাণ্ড করেছে বলে তরুণবাবুর দাবি। অভিযুক্ত অভয়বাবু, সন্দীপবাবুদের অবশ্য দাবি, “পুরোপুরি মিথ্যা অভিযোগ করছেন তরুণবাবু। তিনি এর আগেও জালিয়াতির অভিযোগে জেল খেটেছেন। আমরা ঘটনাস্থলের কাছাকাছিই ছিলাম না। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নিক।” পুলিশ জানায়, তরুণবাবু পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাঁকে জিজ্ঞাসাবাদের পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুরনো খবর: গায়ে আগুন নিয়ে দৌড়ে ফাঁড়িতে
|
নিম্নমানের নির্মাণের অভিযোগ তুলে স্কুলের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। জামুড়িয়ার জোড়াতলায় বৃহস্পতিবার কাজী নজরুল উর্দু প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। প্রধান শিক্ষককেও ঘণ্টাখানের ঘেরাও করে রাখেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সর্বশিক্ষা অভিযান তহবিল থেকে ৩৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাতে শ্রেণিকক্ষ-সহ কিছু নির্মাণ কাজ শুরু হয়েছে। কিন্তু তা নিম্নমানের। কোনও কমিটি গঠন না করে নির্মাণ কাজ করা যাবে না বলে তাঁরা নির্মাণ কর্মীদের তাড়িয়ে দেন। প্রধান শিক্ষক জসিরুদ্দিন বলেন, “কিছু স্থানীয় বাসিন্দা জোর করে নির্মাণ বন্ধ করে দিয়েছেন। সমস্ত নিয়ম মেনে চারটি শ্রেণিকক্ষ, ছাত্রীদের জন্য দুটি শৌচাগার, প্রধান শিক্ষক কক্ষ নির্মাণ করা শুরু হয়েছে। জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছি। বিদ্যালয় পরিদর্শকের কাছে পুরো বিষয়টি জানিয়েছি।” পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
|
সিদুলি কোলিয়ারি থেকে বহুলা সিএইচপিতে কয়লা নিয়ে যাওয়ার সময় ডাম্পার থেকে তা ছিটকে পড়ে রাস্তায়। তাতে বাসিন্দারা জখম হন বলে অভিযোগ। এর পরে বিধি মেনে ত্রিপল দিয়ে ঢেকে কয়লা পরিবহণের দাবিতে দু’ঘণ্টা কোলিয়ারির উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখান বাসিন্দারা। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।
|
ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া পাঁচ দুষ্কৃতীকে অস্ত্র-সহ বুধবার গ্রেফতার করেছে কুলটির পুলিশ। অবৈধ কয়লার কারবারে জড়িত অভিযোগে রাজকুমার ভগত ও রাজু দাস নামে দু’জনকে গ্রেফতার করল বারাবনি থানার পুলিশ। আসানসোল উত্তর থানার পুলিশ তপন সিংহ নামের এক ব্যক্তিকে ধরেছে।
|
কর্মীদের সুরক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ, চিকিৎসার সুযোগ ইত্যাদি দাবিতে বৃহস্পতিবার সিটুর নেতৃত্বে জামুড়িয়ার এক বেসরকারি কারখানায় ঘণ্টাখানেক বিক্ষোভ দেখান কর্মীরা। কর্তৃপক্ষ জানান, আলোচনা করে বিষয়টি মেটানো হবে।
|
অবৈধ আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে ধরেছে অন্ডাল রেলপুলিশ। বুধবার রাতে অন্ডাল স্টেশন লাগোয়া এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃত গণেশ সরকার ও দীপু দাসের কাছ থেকে একটি পাইপগান ও গুলি মিলেছে।
|
আসানসোলের কাল্লা মোড়ে কাজী নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় গড়ার জন্য আট একর জমি বরাদ্দ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ওই জমি বরাদ্দের বিষয়টি অনুমোদিত হয়েছে বলে মহাকরণের খবর।
ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন, নজরুলের নামে বিশ্ববিদ্যালয় গড়া হবে আসানসোলে। জমি চিহ্নিত করা হয়েছে আগেই। |