খোলামুখ খনির জলে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
পরিত্যক্ত খোলামুখ খনির জলে তলিয়ে যাওয়া এক নাবালকের দেহ উদ্ধার হল বুধবার। জামুড়িয়ার ডোবরানা পঞ্চায়েতের খাস কেন্দা অর্জুন ধাওড়ায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শিবলাল হাঁসদা (১৩)। বাড়ি হরিপুর ছাতাডাঙায়। হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ছাতাডাঙা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অর্জুন ধাওড়ায় প্রতিদিনের মতোই সঙ্গী অভিজিতের সঙ্গে স্নান করতে নেমেছিল শিবলাল। তখনই তলিয়ে যায় সে। অভিজিৎ তার বাড়িতে খবর দেওয়ার পরেই পড়শিদের সঙ্গে নিয়ে সেখানে যান শিবলালের বাবা লক্ষ্মীরামবাবু। কিন্তু ডোবরানা পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে রাত পর্যন্ত একাধিকবার জাল ফেলেও কিছু মেলেনি। বুধবার সকালে রানিগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন নিয়ে আসে স্থানীয় পুলিশ। দমকলবাহিনীও শিবলালের দেহ খুঁজে না পাওয়ায় কলকাতা থেকে উদ্ধারকারী দল আনার ব্যবস্থা করা হয়। বিকেল ৫টা নাগাদ উদ্ধারকারী দল জল থেকে শিবলালের দেহ উদ্ধার করে। ঘটনায় ইসিএলের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য মহেশ পাসোয়ান জানান, এই এলাকা কেন্দা এরিয়ার নিউ কেন্দা কোলিয়ারির অন্তর্গত। কিন্তু এমন ঘটনার পরেও ইসিএলের কোনও অধিকর্তা আসেননি। তিনি জানান, খোলামুখ খনি থেকে কয়লা কেটে নেওয়ার পর তা ভরাট করে দেওয়া বা ঘিরে রাখা বিধিগত ভাবে ইসিএলের দায়িত্বের মধ্যে পড়ে। মহেশবাবুরা কোলিয়ারি কর্তৃপক্ষের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান।
|
গায়ে আগুন নিয়ে দৌড়ে ফাঁড়িতে
নিজস্ব সংবাদদাতা • জামুরিয়া |
এক ব্যক্তির গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল কয়েক জন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ জামুরিয়ার কেন্দা পুলিশ ফাঁড়ির কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন তরুণ বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তি স্থানীয় ডোবরানাতে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। তরুনবাবুর বাড়ি রানিগঞ্জের জেকে নগরে। কেন্দা পুলিশ ফাঁড়ির কিছু আগে কয়েক জন যুবক তাঁর পথ আটকায়। তারপর তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে গ্যাস লাইটার দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গায়ে আগুন লাগা অবস্থায় তরুণবাবু প্রায় ৫০০ মিটার দৌড়ে কেন্দা পুলিশ ফাঁড়িতে পৌঁছান। ফাঁড়ির পুলিশ তাঁকে প্রথমে বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে তাঁকে আসানসোল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রাত পর্যন্ত পাওয়া খবরে, অগ্নিদ্বগ্ধ ব্যক্তির অবস্থা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, তরুণবাবু চার জনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ জানিয়েছেন। চার জনই জেকে নগরের বাসিন্দা।
|
মজে যাচ্ছে খাল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সংস্কার না হওয়ায় কমেছে নাব্যতা। তার ফলে অল্প বৃষ্টিতেই দুকূল ভাসাচ্ছে রূপনারায়ণপুর জোর খাল। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, এই খালটি রূপনারায়ণপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে উৎপত্তি হয়ে অজয়ে গিয়ে মিশেছে। সাম্প্রতিক বৃষ্টিতে রূপনারায়ণপুর জোর খাল তীরবর্তী একাধিক বাড়ির পাঁচিল ভেঙে গিয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই জোর খালটির দীঘদিন সংস্কার না হওয়ায় পলি জমেছে। সেই কারণেই এই অবস্থা। রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিকচন্দ্র মন্ডল বলেন, “সবেমাত্র তিনি দায়িত্বভার নিয়েছেন। ওই খালটির সংস্কারের বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে।
|
রবীন্দ্রভবনে হল আন্তঃস্কুল ক্যুইজ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আন্তঃ স্কুল ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আসানসোলের রবীন্দ্রভবনে। আসানসোলের প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানটি হয় বুধবার। এই প্রতিযোগিতায় আসানসোল, রানিগঞ্জ, বার্নপুর, কুলটি, চিত্তরঞ্জনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৯২ টি স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দিয়েছিল। উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। প্রতিযোগিতাটি পরিচালনা করেন শৈবাল বন্দ্যোপাধ্যায়। প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে ইস্টার্ন রেলওয়ে উচ্চমাধ্যমিক স্কুল। দ্বিতীয় স্থান পায় রানিগঞ্জের ডিএভি স্কুল ও তৃতীয় স্থান পায় বার্নপুরের রিভারসাইড স্কুল। আয়োজক সংস্থার সম্পাদক অমিত রুদ্র জানান, স্কুলের ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞানে দখল গড়ে তোলবার জন্য এই প্রতিযোগিতা জরুরি।”
|
বিদ্যুতের দাবি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
একমাস ধরে বিদ্যুতহীন পড়ে রয়েছে জামুড়িয়ার সাতগ্রাম এরিয়ার কর্মী আবাসন এলাকা। সমস্যার প্রতিকার চেয়ে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এরিয়া কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান আবাসনের বাসিন্দারা। এরিয়া কর্তৃপক্ষ জানান, ট্রান্সফর্মার সারানোর কাজ চলছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা চলছে।
|
জন্মাষ্টমীর অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জন্মাষ্টমী উপলক্ষে রক্তের শ্রেণি নির্ণয় শিবির হয়ে গেল জামুড়িয়ার বাবা ভৈরবনাথ আশ্রমে (পুরাতন জামশোলে)। বুধবার একটি স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠনের সহায়তায় দশটি গাছের চারাও পোঁতা হয়। কদমখণ্ডী শিবকালী সেবক সঙ্ঘের উদ্যোগে পংক্তিভোজে যোগ দেন হাজার খানেক মানুষ।
|
পথ দুর্ঘটনায় মৃত
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বেসরকারি কারখানার কর্মীর। বুধবার রানিগঞ্জের মঙ্গলপুরে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নরেশ নুনিয়া (৫০)। |