খেলার টুকরো খবর

দাবা-শিবির
প্রশিক্ষণ শিবির। নিজস্ব চিত্র।
মফস্সল থেকে দাবা প্রতিভার খোঁজে বুধবার দিনভর প্রশিক্ষণ শিবির হয়ে গেল শহরের মোহনবাগান মাঠে। চেস ক্লাব অফ বর্ধমানের উদ্যোগে আয়োজিত এই শিবিরে যোগ দিয়েছিলেন ভারতীয় যুব দলের কোচ তথা প্রাক্তন দাবাড়ু অতনু লাহিড়ী। তাঁকে বিভিন্ন বয়সের দাবাড়ুরা নানা প্রশ্ন করেন। অতনুবাবু বলেন, “দাবার চর্চা এখনও কলকাতা কেন্দ্রিক। মফস্সলের সফল প্রতিযোগিদের কলকাতায় নিয়ে গিয়ে প্রশিক্ষণ ও নানা প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দিতে হবে। তাহলেই ভবিষ্যতের গ্র্যান্ড মাস্টারদের দেখা মিলবে।”

হারল জৌগ্রাম
অনূর্ধ্ব ১৬ বিশ্বজিৎ তা স্মৃতি ফুটবলের ফাইনালে উঠল বিনোদীমাধব সামন্ত কোচিং সেন্টার। বুধবার সেমিফাইনালে তারা ৩-০ গোলে জৌগ্রাম কোচিং সেন্টারকে হারায়। ৩১ অগস্ট প্রতিযোগিতার অন্য সেমিফাইনালে ভাতার একাদশ মুখোমুখি হবে রসুলপুর কোচিং সেন্টারের। ১ সেপ্টেম্বর বর্ধমান মিউনিসিপ্যাল মাঠে ফাইনাল হবে।

হারল বড়ডাঙা
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবলে বুধবার জয়ী হল এনইউসিএসএ। হিরাপুর স্কুল মাঠে তারা বড়ডাঙা মিলন সঙ্ঘকে ২-০ গোলে হারায়। এ দিন আসানসোল স্টেডিয়ামের খেলায় লোহারপাড়া দেশবন্ধুকে ১-০ গোলে বড়থল আদিবাসী একেএস হারিয়ে দেয়।

মধুকুণ্ডার হার
শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বুধবার বিজয়ী হয় সোদপুর হারিহারি হর গাঁওতা। শিল্পী সঙ্ঘের মাঠে তারা মধুকুন্ডা এমএমএসকে ট্রাইবেকারে ৪-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল।

সুপার ডিভিশন
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় বুধবার আমরা ক’জন বয়েজ ক্লাব ও গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের খেলা ৩-৩ গোলে অমীমাংসিত রইল।

জয়ী ভারতী
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবলে বুধবার এবিএল মাঠে ভারতী সঙ্ঘ ২-১ গোলে পলাশডিহা যুবগোষ্ঠীকে হারায়।

চ্যাম্পিয়ন নববিকাশ
আসানসোলের মহিশীলায় ফুটবল ফাইনালের একটি মুহূর্ত। বুধবার শৈলেন সরকারের তোলা ছবি।
মহিশীলা আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নববিকাশ বার্নপুর। মহিশিলা মাঠে তারা মহিশীলা অরবিন্দ সঙ্ঘকে ৪-১ গোলে হারায়। খেলার সেরা বিজয়ী দলের শান্তা বাহাদুর।

খেলা গোলশূন্য
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবলে বুধবার আরইউসি এবং মিঠানী ইউসির খেলা অমীমাংসিত রইল।

হারল কাজোড়া
বক্তারনগর ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত খেলায় জয়ী হল বক্তারনগর এফএ। বক্তারনগর মাঠে তারা ইসিএলের কাজোড়া এরিয়াকে ১-০ গোলে হারায়।

জয়ী বেঙ্গল
কুমারপুর শীতলসঙ্ঘ আয়োজিত ফুটবলে বুধবার জয়ী হল বেঙ্গল স্পোর্টিং ক্লাব। টিএমসি মাঠে তারা জয়চণ্ডী ক্লাবকে ২-১ গোলে হারায়। খেলার সেরা শরাফৎ আলি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.