টুকরো খবর
খোঁজ নেই দুই বাম নেতার
দুই পঞ্চায়েত সমিতির ২ সদস্য নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গঙ্গারামপুর মহকুমার বংশীহারি এবং কুশমুন্ডির ঘটনা। নিখোঁজদের এক জন সামসুন নাহার কুশমুন্ডি পঞ্চায়েত সমিতির ১ নম্বর আসনে আরএসপি থেকে জয়ী হয়েছেন। অপর জন পূর্ণ বর্মন বংশীহারি পঞ্চায়েত সমিতির ব্রজ বল্লভপুর আসনে সিপিএম থেকে জয়ী হন। দুটি ক্ষেত্রেই ওই দুই সদস্য নিখোঁজ হওয়ার ঘটনায় অভিযোগের তির উঠেছে তৃণমূলের দিকে। মহকুমা পুলিশ আধিকারিক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের কাছে অভিযোগ আসেনি। পুলিশ নজর রাখছে।” সিপিএম জেলা সম্পাদক মানবেশ চৌধুরী বলেছেন, “ভোটে জিততে না পেরে বংশীহারি এবং কুশমুণ্ডি ব্লকে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যদের অপহরণ করে তৃণমূল।” তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “বামফ্রন্টের পক্ষে পরিকল্পিত ভাবে আমাদের বদনাম করার চেষ্টা হচ্ছে। আমরা উন্নয়ন দিয়েই সমস্ত কিছুর মোকাবিলা করব।” পঞ্চায়েত সমিতির ১৫ টি আসনের মধ্যে বামফ্রন্ট ৮টি, তৃণমূল ৬টি এবং বিজেপি ১টি আসনে জয়ী হয়েছে। তাতে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে সংখ্যাগরিষ্ঠতায় বামেরা এগিয়ে। তাই পূর্ণ বর্মনকে অপহরণ করা হয় বলে অভিযোগ। কুশমুন্ডি ১ পঞ্চায়েত সমিতি আসনে জয়ী সামসুন নাহারকেও এই কারণে অপহরণ করা হয় বলে অভিযোগ। তবে তিনি অপহৃত হয়েছেন না তিনি স্বেচ্ছায় দল ছেড়ে গিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কুশমুন্ডি পঞ্চায়েত সমিতির ২৪ আসনে বামফ্রন্ট পেয়েছে ১২টি, তৃণমূল ১১টি এবং কংগ্রেস ১টি। কংগ্রেস তৃণমূল জোট রয়েছে। তাতে লটারির মাধ্যমে কারা বোর্ড পাবে সেই সিদ্ধান্ত হবে।

শিক্ষককে শো-কজ
বদলির নির্দেশ পাঠানোর পরেও দুই সহকারী শিক্ষককে রিলিজ না করায় জেনকিন্স স্কুলের প্রধান শিক্ষককে শো-কজ করল স্কুল শিক্ষা দফতর। মঙ্গলবার বিকেলে ওই ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে। জেনকিন্স স্কুলের প্রধান শিক্ষক কার্তিক পাত্র বলেন, “এ ব্যাপারে সংবাদমাধ্যমে কিছু বলব না। যা জানানোর তা লিখিত স্কুল শিক্ষা দফতরে জানিয়ে দেব।” জেনকিন্স স্কুলের শিক্ষক বিজন সাহা ও দিলীপ রায়কে পঞ্চায়েত ভোটের আগে বদলির নির্দেশ দেয় স্কুল শিক্ষা দফতর। বিজনবাবুকে বীরভূম জেলা স্কুল ও দিলীপ রায়কে মুর্শিদাবাদ জেলার নবাব বাহাদুর ইন্সটিটিউশনে বদলি করা হয়। দুই মাসের বেশি সময় পেরোলেও প্রধান শিক্ষক তাদের রিলিজ অর্ডার দেননি বলে অভিযোগ। জেনকিন্স স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা জেলাশাসক মোহন গাঁধী বলেছেন, “ওই বদলির নির্দেশ এখনও জারি রয়েছে। সেটা দ্রুত কার্যকর করতে হবে।” দেড়শো বছরের প্রাচীন ওই স্কুলের টিচার্স রুমে শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ ২৮ ফেব্রুয়ারি রাতে মদ মাংসের আসর বসান বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত শিক্ষক নেতা বিজন সাহা, দিলীপ রায় সহ তিন জন ১১ জুলাই কোচবিহার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে বেকসুর খালাস হয়েছেন।

সার্ভার বিকল, চাঁচল ট্রেজারিতে কাজ বন্ধ
কম্পিউটারের সার্ভার অকেজো হয়ে পড়ায় ২২ দিন ধরে চাঁচল মহকুমার ট্রেজারির কাজ বন্ধ। যন্ত্রাংশ মেরামত করার পরেও কম্পিউটার সচল না হওয়ায় সমস্যায় পড়েছেন মহকুমার ৬টি ব্লকের ৬০টি সরকারি অফিসের কর্মী অফিসার। বুধবারেও ট্রেজারির কম্পিউটার সচল না হওয়ায় সেপ্টেম্বর মাসের বেতন মিলবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। জেলাশাসক গোদালা কিরণ কুমার বলেন, “সার্ভার মেরামতের চেষ্টা চলছে।”

গুলিতে মৃত্যু
জওয়ানের গুলিতে এবং তাড়া খেয়ে পড়ে গিয়ে মৃত্যু হল দুই যুবকের। বুধবার দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জ সীমান্তের সমজিয়ার ঘটনা। গরু পাচারে বাধা পেয়ে দলটি চড়াও হলে বিএসএফ গুলি চালায়। মারা যান মোস্তাফা মন্ডল (১৮)। নদীর পাড় থেকে পাথরে পড়ে গিয়ে বুকের লেগে মৃত্যু হয় সুমন চৌধুরী (২১)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.