সিপিএম সদস্যকে অপহরণের নালিশ
সলামপুর থেকে চোপড়া ফেরার সময় সিপিএমের পঞ্চায়েত সমিতির এক সদস্যকে অপহরণ করার অভিযোগ উঠেছে তৃণমূলে বিরুদ্ধে। বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের চোপড়া থানা দলুয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। সিপিএমের অভিযোগ, বৈঠক সেরে চোপড়া ফেরার সময় গাড়ি দাঁড় করিয়ে সমর্থকদের মারধর করে সেই গাড়িতে করেই সোনাপুরের পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণুপদ দাসকে অপহরণ করে তৃণমূলের লোকজন। তৃণমূলের অভিযোগ, দলের নেতা সাইন আখতার-সহ অপর এক তৃণমূল কর্মীকে অপহরণ করেছে সিপিএম।
অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে প্রথমে বিকালে সোনাপুরে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে থাকে সিপিএম। ইসলামপুর, রামগঞ্জ, গুঞ্জুরিয়া-সহ আরও কয়েকটি এলাকায় অবরোধ হয়। প্রায় পাঁচ ঘন্টা পর অবরোধ ওঠে। তৃণমূলও বিকাল থেকে চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এমনকী চোপড়া বাজারও বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এতে সন্ধ্যা থেকে জাতীয় সড়তে যানজট দেখা দেয়। দূরপাল্লার বাস, ট্রাক ও অন্য গাড়ি আটকে পড়েন। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সাড়ে ৬টা নাগাদ তৃণমূলের অবরোধ ওঠে যায়।
রাতে দু’পক্ষই একে অপরের নামে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “দুই তরফে অপহরণের অভিযোগ জমা পড়েছে। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” সিপিএমের চোপড়া জোনাল কমিটির সদস্য আনারুল হক অবশ্য দুই তৃণমূল নেতা কর্মীর অপহরণের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “একটি গাড়িতে বিষ্ণুপদ দাস-সহ এলাকার ৭ জন কর্মী সমর্থক ছিলেন। দলুয়া এলাকায় প্রায় ৩০ জনের দুষ্কৃতী গাড়িতে হামলা করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সমর্থকদের তাড়িয়ে দিয়ে বিষ্ণুবাবুকে ওই গাড়িতে অপহরণ করা হয়েছে।” চোপড়ার বিধায়ক তথা তৃণমূল নেতা হামিদূল রহমান বলেন, “সিপিএম মিথ্যা বলছে। এদিন দলুয়া সংলগ্ন এলাকা থেকে আমাদের এক তৃণমূলের নেতা সাইন আখতার-সহ এলাকার এক কর্মীকে জাকির হুসেনকে অপহরণ করেছে সিপিএম।” আগামী ৩১ অগস্ট চোপড়া পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হবে। পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ২৪টি। এবার ভোটে সিপিএম ১৪টি, কংগ্রেস ৬টি ও তৃণমূলের ৪টি আসন দখল করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.