কোথাও খুঁটি পুজো করা হল। কোথাও পুজো করা হল প্রতিমার কাঠামো। বুধবার জন্মাষ্টমীর পূণ্যলগ্নে গোটা বসিরহাট মহকুমা জুড়ে এ ভাবেই ঢাকে কাঠি পড়ল দুর্গাপুজোর। সকাল থেকেই কখনও ইলশেগুঁড়ি, কখনও ঝমঝম বৃষ্টি। তবু তারই মধ্যে আয়োজনে এতটুকু ঘাটতি ছিল না কোথাও। বিভিন্ন এলাকার হিন্দু-মুসলমান বাসিন্দারা সম্মিলিতিভাবে সামিল হন প্রাকপুজোর এই উৎসবে। সকাল থেকেই পাড়ায় পাড়ায় ঢাক-ঢোল-কাঁসির বাজনা, শাঁখের আওয়াজ, উলুধ্বনি শুরু হয়ে যায়। বিভিন্ন পুজোর উদ্যোক্তাদের ক্লাব প্রাঙ্গণে লালপাড় শাড়ি, ফুলে সজ্জিত হয়ে হাজির হয়ে গিয়েছিলেন মহিলারা। ছিল অনেক কচিকাঁচাও। |
বসিরহাটের মার্টিন রোডে বাজারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির এ বার ৭৫ বছর। তাই খুঁটি পুজোও হল ধুমধাম করে। ক্লাব কমিটির সভাপতি শেখ সহিদুল্লা জানালেন, বাঙালির শ্রেষ্ঠ এই উৎসবে দুই সম্প্রদায়ের মানুষের মিলনের আনন্দই আলাদা। বাজি ফাটিয়ে, মিষ্টি বিলিয়ে হইহই করে খুঁটি পুজো হল প্রগতি সঙ্ঘের দুর্গাপুজোরও। সম্পাদক তপন মণ্ডল জানালেন, এ বার তাঁদের পুজো নজর কাড়বে অভিনবত্বে। শতবর্ষে পা রাখা টাকির মহাকালী নাট্যসমাজও এদিন খুঁটি পুজো করে। খুঁটি পুজো হয়েছে দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাবের। সব মিলিয়ে জন্মাষ্টমীতে বসিরহাটের প্রায় সব সর্বজনীন পুজো কমিটিই এ দিন নেমে পড়লেন পুজোর লড়াইয়ের ময়দানে। |