জল খেতে চেয়ে বাড়ির দরজায় কড়া নেড়েছিল ওরা। দিনেদুপুরে দরজা খুলে জল দিতে দ্বিধা করেননি গৃহকর্ত্রী। কিন্তু খুলতেই মাথায় রিভলভার ঠেকিয়ে, মুখ বেঁধে রেখে ডাকাতি করে পালাল দুষ্কৃতীরা। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার চার নম্বর ওয়ার্ডের ঘটনা।
গৃহকর্তা জগন্নাথ মণ্ডল পুলিশকে জানিয়েছেন, এক ভরি সোনার গয়না, নগদ বেশ কিছু টাকা-সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। দিনের বেলায় এমন ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় বেকারির ব্যবসায়ী জগন্নাথবাবু এ দিন দুপুরে তাঁর কর্মস্থলে ছিলেন। ছেলে, বৌমাও বাড়িতে ছিলেন না। স্ত্রী অষ্টদেবী একাই ছিলেন বাড়িতে। দুপুর দু’টো নাগাদ মোটরবাইকে করে বছর তিরিশের দুই যুবক বাড়ির সামনে এসে দাঁড়ায়। জল খেতে চায় তাঁরা। অষ্টদেবী দরজা খুলতেই সটান বাড়ির ভিতর ঢুকে পড়ে তারা। অষ্টদেবীর মুখে কাপড় গুঁজে দিয়ে মাথায় রিভলভার ঠেকিয়ে লুঠপাট শুরু করে। মিনিট কুড়ির মধ্যে কাজ হাসিল করে বাইরে থেকে দরজা বন্ধ করে চম্পট দেয়। পরে অষ্টদেবীর চিৎকারে রাস্তা দিয়ে যাওয়া এক যুবক দরজা খুলে দেন। অষ্টদেবী বলেন, “ভেবেছিলাম, সত্যিই ওদের জল তেষ্টা পেয়েছে।” জগন্নাথবাবু বলেন, “থানা থেকে তো বাড়ির দূরত্ব খুব বেশি নয়। তা সত্ত্বেও দিনেদুপুরে এমন ডাকাতি! আমরা নিরাপত্তার অভাব বোধ করছি।” |