ঠিকা শ্রমিকদের অবরোধ উঠল
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ত্রিপাক্ষিক চুক্তির ফলে অবশেষে এনটিপিসির ঠিকা শ্রমিকরা কাজে যোগ দিলেন। বাড়তি মজুরির দাবিতে ওয়াগান থেকে কয়লা নামানোর কাজে যুক্ত এনটিপিসির ৫৩০ জন শ্রমিক মঙ্গলবার কর্মবিরতির ডাক দেন। ফলে উৎপাদন থমকে যাওয়ায় আশঙ্কা দেখা দেয়। বুধবার এ বিষয়ে জেলা প্রশাসন, এনটিপিসি কর্তৃপক্ষ ও শ্রমিক ইউনিয়নগুলির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী কর্তৃপক্ষ মজুরি ছাড়াও শ্রমিকদের মাসে ৭৮০ টাকা করে বাড়তি ভাতা দেবে। এই নয়া চুক্তির পর শ্রমিকরা আবার কাজে যোগ দিয়েছেন। এনটিপিসির জন সংযোগ আধিকারিক শৈবাল ঘোষ বলেন, “কর্মবিরতি উঠে যাওয়ায় স্বাভাবিক ছন্দে কয়লার ওয়াগানের যাতায়াত শুরু হয়েছে।” তবে এই চুক্তিতে সই করেনি তৃণমূলের শ্রমিক সংগঠন। সংগঠনের তরফে সৌমেন পান্ডে বলেন, “শ্রমিকদের মজুরি বাড়েনি। এখন শ্রমিকরা ২০০৬ সালের চুক্তি অনুযায়ী মজুরি পান-যা বর্তমান মজুরি আইনের থেকে কম। অতিরিক্ত ভাতা মজুরির সঙ্গে যুক্ত না হওয়ায় শ্রমিকরা পিএফ ও বোনাসের সুবিধা পাবেন না।”
পুরনো খবর: প্রশ্নের মুখে উৎপাদন
|
ধর্ষণের চেষ্টার নালিশ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে পড়শি এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে নবগ্রাম থানার ঘটনা। অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্রী রাত জেগে ঘরের বারান্দায় পড়াশোনা করছিল। সেই সময়ে আনিসুর রহমান নামে এক প্রতিবেশী তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন ঘুম ভেঙে উঠতেই ওই যুবক পালিয়ে যায়। গোটা ঘটনা জানিয়ে ওই রাতেই নবগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত যুবক কলকাতায় রাজমিস্ত্রীর কাজ করে। ঈদের সময়ে বাড়িতে আসে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই যুবক এখনও গ্রেফতার হয়নি। অন্য দিকে, প্রতিবেশী এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানায়, নাকাশিপাড়ার চন্দনপুরের ওই মহিলার স্বামী বাইরে থাকেন। মঙ্গলবার রাতে ফিরোজ মল্লিক নামে এক যুবক ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বুধবার পুলিশের কাছে ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।
|
পদ্মার গ্রাসে
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
রানিনগর থানার চর রাজানগর ও চর রাজাপুর এলাকায় পদ্মার ভাঙনে বেশ কয়েকটি বাড়ি তলিয়ে গিয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কয়েকটি পরিবারকে। ডোমকলের মহকুমাশাসক প্রশান্ত অধিকারি বলেন, “ভাঙনের খবর পেয়ে ব্লক প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রীও।”
|
দুর্ঘটনায় মৃত তিন
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বেসরকারি একটি বাস উল্টে মৃত্যু হয়েছে তিন জন যাত্রীর। ওই ঘটনায় জখম হন ৪০ জন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সন্ধ্যায় নবগ্রাম থানার দফতরপুরের মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের এই দুর্ঘটনায় আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, খড়গ্রাম থেকে বাসটি বহরমপুরে যাচ্ছিল। সেই সময়ে নবগ্রামের দফরপুর মোড়ের কাছে একটি লরিকে পাশ কাটাতে গিয়ে বাসটি নয়ানজুলিতে উল্টে যায়। মারা যান নবগ্রাম তেলকল দফতরপুরের রবি মণ্ডল (৩৫), বহরমপুর চালতিয়ার গৌতম মণ্ডল (৪৫) এবং মৃত এক জনের পরিচয় এখনও জানা যায়নি।
|
গণনায় কারচুপির অভিযোগে মামলা
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
জেলা পরিষদের চারটি আসনে গণনার কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হল সিপিএম। কালীগঞ্জ ও চাকদহের দু’টি করে জেলা পরিষদের আসনে গণনায় কারচুপি হয়েছে বলে সিপিএমের নালিশ। সোম ও মঙ্গলবার ওই দুই ব্লকের পরাজিত বিরোধী দলের প্রার্থীরা জেলা আদালতে মামলা দায়ের করেন। সিপিএমের তরফে আইনজীবী সুবিনয় রায় বলেন, “প্রশাসনকে কাজে লাগে ওই চারটি আসনের গননায় কারচুপি করা হয়েছে। আমরা পুনর্গণনার দাবি জানাচ্ছি।” জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “কারচুপিতে ডক্টরেট সিপিএম কারচুপির মামলা করছে। এর থেকে বড় বিনোদন আর হয় না।” ৪৭ সদস্যের নদিয়া জেলা পরিষদে তৃণমূল পেয়েছে ২৫টি আসন। বামফ্রন্টের ঝুলিতে গেছে ২১টি আসন। কংগ্রেস সাকুল্যে ১টি আসনে জিতেছে।
|
নিজস্ব সংবাদদাতা • কালীগঞ্জ |
ক্লাসে পড়া বলতে না পারায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠল। নদিয়ার কালীগঞ্জের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযুক্ত শিক্ষক জিন্নাত আলি নদিয়া জেলা পরিষদের সিপিএমের সদস্য।
|
শুরু হয়ে গিয়েছে চালচিত্র আঁকার কাজ |
পুজো আসতে বাকি এক মাসেরও বেশি। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চালচিত্র আঁকার কাজ। নদিয়ার ঘূর্ণির প্রবীণ শিল্পী স্বপন পাল জানান, সারা বছর কাজ চললেও পুজোর আগের তিন মাস কাজের চাপ সবচেয়ে বেশি। এলাকা থেকে খুব কম দামে চালচিত্র কিনে নিয়ে গিয়ে বেশি দামে বাজারে বিক্রি করেন ব্যবসায়ীরা। আড়াই হাত দীর্ঘ একটি চালচিত্র এঁকে শিল্পীরা পান দশ-পনেরো টাকা। দিনে সর্বোচ্চ ১৩০ টাকা আয় হয় এঁদের। |