টুকরো খবর
এক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন জিয়াগঞ্জ
মঙ্গলবার সকালের ঘণ্টা দেড়েকের তুমুল বৃষ্টিতে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার বিস্তীর্ণ এলাকা বানভাসি চেহারা নিয়েছে। রাস্তাঘাট তো বটেই, কিছু কিছু এলাকায় বসতবাড়ির ভিতরেও জল ঢুকে পড়েছে। রাস্তায় হাঁটু সমান জল। অলি-গলি, ডুবে যাওয়া রাস্তাস নিচু এলাকার ঘর-বানি, অফিস-কাছারির মধ্যেই জল থই থই। এই অবস্থায় অনেক স্কুলেই ছুটি দিয়ে দেওয়া হয়। বাজার দোকানেও জল ঢুকে যাওয়া যাওয়ায় অনর্গল পাম্প চালিয়ে তা বের করার চেষ্টা চলছে। শহরের বিভিন্ন প্রান্তে চারটি বড় মাপের পাম্প লাগিয়ে জল বের করার চেষ্টাও শুরু হয়েছে। ভাগীরথীর পূর্ব পাড়ে জিয়াগঞ্জ এলাকায় রয়েছে ১৩টি ওয়ার্ড। কয়েক বছর আগেও সামান্য বৃষ্টিতেই সে এলাকা প্লাবিত হয়ে পড়ত। আপাতত সে সমস্যা মিটেছে। কিন্তু শহরের সব জায়গায় সে সমস্যা মেটেনি। এ দিন ঘম্টাখানেকের বৃষ্টিতেই তাই হাঁটু সমান জল। তার কারণ মূলত দু’টি। জিয়াগঞ্জ-আজিমগঞ্জের প্রাক্তন পুরপ্রধান তথা কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দত্ত বলেন, “ধোপঘাটির দিকে চলে যাওয়া নিকাশিনালাটিই কেবল ৩ ফুট চওড়া। শহরের বাকি সব নিকাশিনালা সরু। ফলে জল বের হতে পারে না। তা ছাড়া জিয়াগঞ্জ শহরটা কড়াই-এর মতো। চারদিক উঁচু আর মধ্যিখানটা নিচু। ফলে মাস্টার প্ল্যান করে নিকাশি ব্যবস্থা গড়ে না তুললে স্থায়ী সমাধান সম্ভব নয়।”

কলেজ গেটে তালা
নিজের কলেজে পরীক্ষা দেওয়ার দাবি জানিয়ে কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র। ফলে অসুবিধায় পড়েন ওই কলেজে বিএ প্রথম বর্ষের পরীক্ষা দিতে আসা রানাঘাট কলেজ ও আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের পরীক্ষার্থীরা। পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, সোমবার মাজদিয়া কলেজের কয়েকজন ছাত্র বগুলা শ্রীকৃষ্ণ কলেজে পরীক্ষা দিতে গেলে তাদের উপর চড়াও হয় ওই কলেজের কয়েকজন ছাত্র। তারই প্রতিবাদে আজ মাজদিয়া কলেজের ওই ছাত্ররা নিজেদের কলেজে বসে পরীক্ষা দেওয়ার জন্য বিক্ষোভ দেখায়। মাজদিয়া কলেজের অধ্যক্ষ সরজেন্দ্রনাথ কর বলেন, “আমাদের কলেজের কয়েকজন ছাত্র বগুলা কলেজে পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের অনুুমোদন নিয়েই তাদের জন্য কলেজে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।” তবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক বিমলেন্দু বিশ্বাস বলেন, “মাজদিয়া কলেজের ১৩ জন ছাত্রকে কলেজ তার নিজ দায়িত্বে ‘হোম সেন্টারে’ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে। আমরা অনুমোদন দিইনি।” অন্য দিকে, অতিরিক্ত সময়ের দাবিতে কৃষ্ণনগর গর্ভমেন্ট কলেজে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বগুলা কলেজের ছাত্রদের বিরুদ্ধে। তবে বগুলা কলেজ কর্তৃপক্ষের দাবি, তাদের কলেজের ছাত্রদের মারধর করা হয়েছে।

নদিয়ায় সভাধিপতি বাণী রায়

বাণীকুমার রায়।
ফাইল চিত্র।

নদিয়া জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন রানাঘাটের বাসিন্দা বাণীকুমার রায়। এই নিয়ে দ্বিতীয়বার জেলা পরিষদের সদস্য হলেন বাণীবাবু। প্রথমে কংগ্রেস করলেও পরে তিনি তৃণমূলে যোগ দেন। ১৯৮৩-১৯৯৩ সাল পর্যন্ত অবিভক্ত হিজুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি। পরে পঞ্চায়েত ভাগ হলে ১৯৯৩-২০০৩ সাল পর্যন্ত হিজুলি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন। ২০০৩ সালে তিনি প্রথম জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় তিনি দাঁড়াতে পারেননি। ওই বছর হিজুলি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন। বাণীবাবু বলেন, “আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নের জন্য যে পরিকল্পনা করেছেন তার বাস্তব রূপায়ণই হবে আমার লক্ষ্য। এ ব্যাপারে আমি বিরোধী দলের সদস্যদের কাছ থেকেও সবরকম সহযোগিতা আশা করছি।”

পঞ্চায়েত সমিতিতে বোর্ড গড়তে ‘টস’-ই ভরসা
দিন দু’য়েক পরে বোর্ড গঠনে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির ত্রিশঙ্কু জট কাটাতে শেষমেশ ‘টস’-ই ভরসা হতে চলেছে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ৩০ আসনের ওই পঞ্চায়েত সমিতিতে বামফ্রন্ট ও কংগ্রেস ১৩টি করে আসনে জিতেছে। অবশিষ্ট ৪টি আসন গেছে তৃণমূলের ঝুলিতে। কোনও দলই একক গরিষ্ঠতা পায়নি। বৃহৎ দুই দল কোনও পক্ষের সমর্থন নেবে না বলে পণ করেছে। হরিহরপাড়ার বিধায়ক সিপিএমের ইনসার আলি বিশ্বাস বলেন, “আমরা কোনও দলের সঙ্গে আপস করব না। বোর্ড গঠনের জন্য সব পদেই প্রার্থী দেওয়া হবে।” একই সুর হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি মীর আলমগীরের গলাতেও। তিনি বলেন, “আমরা যেচে কোনও দলের সমর্থন চাইব না। কোনও দলের সঙ্গে আপস না করে বোর্ড গঠনের সময় প্রার্থী দেওয়া হবে।” জটিলতা কাটাতে তাই ‘টস’ই হাতিয়ার হতে চলছে। জেলা পঞ্চায়েত আধিকারিক দীননারায়ণ ঘোষ বলেন, “কোনও দলই গরিষ্ঠতা না পেলে এবং দু’টি দলের আসন সংখ্যা সমান হলে শেষ পর্যন্ত বোর্ড গঠনের ক্ষেত্রে ‘টস’-এর মাধ্যমে অচলাবস্থা কাটানো হবে।”

দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
বাড়ির অদূরে বাগানের ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথগঞ্জের রানিনগরে। সোমবার রাত ন’টা নাগাদ মিনারুল শেখ (২২) নামের ওই যুবক বাড়ি থেকে বার হন। রাতে তিনি বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী এক মহিলাকে ধর্ষণে অভিযুক্ত মিনারুল কিছু দিন আগে জেল হাজত থেকে জামিনে ছাড়া পান। মৃতের দাদা কবীর শেখের অভিযোগ, “ওই মহিলার বাড়ির লোকজনই ভাইকে খুন করেছে। যে গাছ থেকে ভাইয়ের দেহ মেলে সেটিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়া অসম্ভব।” পুলিশ অবশ্য ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া অবধি মুখে কুলুপ এঁটেছে। পুলিশ এখনই এটাকে খুনের ঘটনা বলতে নারাজ।

প্রশ্নের মুখে উৎপাদন
রেলের ওয়াগান থেকে কয়লা নামানোর কাজে নিযুক্ত ঠিকা শ্রমিকদের অবরোধের ফলে মঙ্গলবার সকাল থেকে ফরাক্কার এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার আমদানি থমকে গিয়েছে। ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫’টি ইউনিটের জন্য প্রতি দিন প্রায় ৩৩ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন। ইসিএলের আসানসোল সংলগ্ন বিভিন্ন কোলিয়ারি এবং ঝড়াখণ্ডের রাজমহল থেকে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা আসে। এনটিপিসি’র ৫৩০ জন শ্রমিক তা ওয়াগান থেকে নামানোর কাজে নিযুক্ত। কিন্তু মজুরি বৃদ্ধির দাবিতে এ দিন সকাল থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেছেন। আমদানিতে ঘাটতি না হলেও ওয়াগান থেকে কয়লা নামানো থমকে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। এনটিপিসি সূত্রে অবশ্য জানানো হয়েছে, আপাতত পাঁচ দিনের কয়লা মজুত রয়েছে। তারপরেও শ্রমিকদের কর্মবিরতি চললে উৎপাদনে বিঘ্ন ঘটবে।

মন্দিরে চুরি বহরমপুরে
লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি হল গোরাবাজার শ্মশান ঘাটের মা সিদ্ধেশ্বরী মন্দিরে। সোমবার গভীর রাতে ওই মন্দিরের কাঠের দরজা ও গ্রীলের দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা প্রতিমার অলঙ্কার খুলে নিয়ে যায় বলে অভিযোগ। মঙ্গলবার ভোরে মন্দিরের প্রধান পুরোহিত অশীতিপর প্রণব সান্যাল মন্দিরের দরজার তালা খোলা রয়েছে দেখতে পান। এর পরেই বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ তদন্তে আসেন। মন্দির কমিটির সভাপতি অমলকান্তি মৈত্র বলেন, “সোমবার গভীর রাতে তুমুল বৃষ্টি হয়েছে। ওই বৃষ্টির সময়েই দুষ্কৃতীরা মন্দিরের দরজা ভেঙে কয়েক ভরি সোনার গয়না চুরি করে নিয়ে পালায়।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.