টুকরো খবর
রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ
অবরোধে সামিল বাসিন্দারা। —নিজস্ব চিত্র।
মোরাম রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ শুরু করেছেন ঝাড়গ্রাম শহরের ৮ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লির বাসিন্দারা। ওই মোরাম রাস্তায় বেপরোয়া ভাবে লরি চলাচলের ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কাঞ্চন মিল থেকে বিবেকানন্দ পল্লি হয়ে মূল রাস্তায় যাওয়ার ওই পথটি দিয়ে নিয়মিত ভারী লরি যাতায়াত করে। টন টন মালবাহী লরি চলাচলের ফলে মোরাম রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। মঙ্গলবার বেপরোয়া লরি যাতায়াতের সময় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় একটি বালক। এর পরই রাস্তা সংস্কারের দাবিতে বুধবার সকাল থেকে লাগাতার পথ অবরোধ শুরু করেছেন এলাকাবাসী। অবরোধ কর্মসূচির নেতৃত্বে থাকা অনিন্দ্য চট্টোপাধ্যায়, মানস পাত্র, শেখ সাদ্দামদের বক্তব্য, “৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা হলেন খোদ পুরপ্রধান সিপিএমের প্রদীপ সরকার। অথচ রাস্তাটি সংস্কার করা হচ্ছে না।” উপযুক্ত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন এলাকাবাসী। পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, “একাধিক শিল্প সংস্থার কাঁচামাল ঝাড়গ্রাম রেলওয়ে সাইডিং থেকে লরিতে করে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। রাস্তাটি সংস্কারের দায়িত্ব ওই সংস্থাগুলির। এ ব্যাপারে ওই সংস্থাগুলি প্রতিশ্রুতিবদ্ধ।” সংস্থাগুলি অবিলম্বে রাস্তা সংস্কার না-করলে পুরসভার তরফে ওই রাস্তায় লরি চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রদীপবাবু।

শিশুকন্যাকে ধর্ষণ, গ্রেফতার
তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার এই তমলুক থানার গড়কিল্লা গ্রামের ওই ঘটনায় ধৃতের নাম সুকুমার মাইতি। বুধবার সুকুমারকে তমলুক আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তমলুকের নীলকুণ্ঠিয়া পঞ্চায়েত এলাকার গড়কিল্লার বাসিন্দা ওই শিশুকন্যার বাবা কর্মসূত্রে ভিন্ রাজ্যে থাকেন। ছেলে-মেয়েদের নিয়ে বাড়িতে থাকেন ওই শিশুকন্যার মা। তাঁদের প্রতিবেশি বছর পঁয়তাল্লিশের দিনমজুর সুকুমার স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাড়িতে একাই থাকত। সোমবার বিকালে ওই শিশু পাড়ার অন্যদের সঙ্গে খেলছিল। সেই সময় প্রতিবেশী সুকুমার তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই শিশুকন্যার মায়ের কথায়, “খেলতে গিয়ে আমার মেয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু না পেয়ে ফিরে আসার সময় সুকুমারের বাড়ির মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ পাই।” ঘটনার কথা জানাজানি হলে সুকুমার তাঁকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ। পরে অসুস্থ শিশুকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। জেলা হাসপাতালে তার শারীরিক পরীক্ষা হয়।

জলের সমস্যা নিয়ে আলোচনা
দিঘা বিজ্ঞান কেন্দ্রে প্রতিযোগিতামূলক বিজ্ঞান বিষয়ক আলোচনাচক্র অনুষ্ঠিত হল মঙ্গলবার। ‘জল সহযোগিতা, সমস্যা ও সমাধান’ শীর্ষক আলোচনায় পূর্ব মেদিনীপুর জেলার ২১টি স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দেয়। এগরা ঝাটুলাল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র যিশু দে আলোচনায় প্রথম হয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করে। প্রতিযোগিতার রাজ্যভিত্তিক আলোচনাচক্র আগামী ৩ সেপ্টেম্বর থেকে কলকাতার বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালায় হবে। এ দিনের প্রতিযোগিতায় কাঁথি পাবলিক স্কুলের ত্রম্বক ভট্টাচার্য দ্বিতীয় এবং কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ের বসুশ্রী সাউ তৃতীয় হয়। বিচারক হিসেবে ছিলেন বিজ্ঞানী তপন সাহা ও অধ্যাপক সুমিত গিরি।

লালগড়ে বসল কবিগুরুর মূর্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি বসল লালগড় ব্লক সদরে। বুধবার সকালে ‘সুস্বন’ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে সজীব সঙ্ঘ প্রাঙ্গণে মূর্তির আবরণ উন্মোচন করেন মেদিনীপুরের বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিপ্লব মাজি। ছিলেন লালগড়ের বিডিও অভিজিৎ সামন্ত, জয়েন্ট বিডিও গৌতম বর্মণ, শিক্ষাব্রতী শঙ্করচন্দ্র পাল প্রমুখ। এ দিন সুস্বন পত্রিকার তেরো বর্ষের বিশেষ রবীন্দ্র সংখ্যাটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন অতিথিরা। ‘রবীন্দ্রনাথের প্রেম ও মৃত্যু ভাবনা’ সম্পর্কে আলোচনা করেন কবি নির্মাল্য মুখোপাধ্যায়।

খুঁটি পুজো
দুর্গা পুজোর এখনও বাকি ৪৩ দিন। তার আগে বুধবার জেলার অন্যতম সেরা পুজো হলদিয়ার হাজরা মোড় দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো হল। ২০১১ সালে এই এই পুজো জেলায় সেরার শিরোপা পায়। এ বছর তাঁদের থিম ‘নির্মল প্রকৃতির আমন্ত্রণে পরমা প্রকৃতি’। বাঁশ, বিশেষ ঘাস, প্লাই ও বুনো ফুল-ফল সহযোগে মণ্ডপ তৈরি হবে। বাঁশের তৈরি প্রতিমা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.