|
|
|
|
সিআইএফের হেড কোয়ার্টার শালবনিতে |
জমি হস্তান্তর জেলা প্রশাসনের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
|
কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স (সিআইএফ) এ বার নির্দিষ্ট ঠিকানা পেতে চলেছে। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরস্বতীপুর মৌজায় তৈরি হবে সিআইএফের হেড কোয়ার্টার। এ জন্য বুধবারই সিআইএফকে জমি হস্তান্তর করল জেলা প্রশাসন। এ দিন মেদিনীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে সিআইএফের এডিজি কুন্দনলাল টামটার হাতে জমির কাগজ তুলে দেন জেলাশাসক গুলাম আলি আনসারি। অনুষ্ঠানে ছিলেন স্পেশাল আইজি অনিল কুমার, মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক অরিন্দম দত্ত। অতিরিক্ত জেলাশাসক বলেন, “শালবনিতে হেড কোয়ার্টার করার জন্য সিআইএফ সরকারের কাছে জমি চেয়েছিল। আমরা এদিন সেই জমি হস্তান্তর করে দিলাম।”
হঠাৎ কোনও বড় সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তার মোকাবিলায় প্রশিক্ষিত এই বাহিনী তৈরি করা হয়েছিল। তবে সিআইএফের হেড কোয়ার্টার কোথায় হবে, তা নিয়ে দীর্ঘ টালবাহানা চলে। প্রথমে সালুয়ায় ইএফআরের জন্য তৈরি পরিকঠামোতেই এই বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়। পরে ইএফআর-সিআইএফ বিরোধ বাধে। প্রকাশ্যে সংঘর্ষও হয়। তখন রাজ্য সরকার সিআইএফকে সরিয়ে নিয়ে যায় দুর্গাপুরে। সেখানেও নানা সমস্যা দেখা দেয়। তখন পুরুলিয়ার ছররাতে সিআইএফকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে রাজ্য পুলিশের একটি সশস্ত্র ব্যাটেলিয়ানের জন্য তৈরি পরিকাঠামোয় প্রশিক্ষণ ও থাকার ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু তা নিয়েও জটিলতার আশঙ্কা দেখা দেওয়ায় এই বাহিনীর জন্য একটি নির্দিষ্ট জায়গার খোঁজ শুরু হয়। গত ডিসেম্বরে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে জমি দেখতে বলা হয়। শালবনির সরস্বতীপুর মৌজায় ১৪৯.০৯ একর সরকারি জমির খোঁজ মেলে। এ দিন সেই জমি আনুষ্ঠানিক ভাবে সিআইএফের হাতে তুলে দেওয়া হল।
শীঘ্রই পূর্ত দফতর জমিটি পাঁচিল দিরে ঘিরে ফেলবে। তারপর পরিকাঠামো তৈরির কাজ শুরু হবে। অফিস, আবাসন, প্রশিক্ষণের উপযোগী যাবতীয় পরিকাঠামো গড়ে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। |
|
|
|
|
|